ব্রাজিল ও রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মনে করছেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে তিনি ব্যালন ডি অঁর পাননি৷ তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন৷
বিজ্ঞাপন
স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি সোমবার ব্যালন ডি অঁর জেতেন৷ গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো আর ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন রদ্রি৷
আর রেয়ালের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন ভিনিসিয়ুস৷
ব্যালন ডি অঁর জয়ের দৌড়ে রদ্রির কাছে হারের পর সামাজিক মাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, ‘‘আমাকে করতে হলে আমি এটা ১০ বার করবো৷ তারা প্রস্তুত নয়৷''
সবচেয়ে বেশি বয়সি ব্যালন ডি অঁর জয়ী বেনজেমা
রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স তারকা করিম বেনজেমা সোমবার ব্যালন ডি অঁর জিতেছেন৷ আগামী ডিসেম্বরে তার বয়স ৩৫ হবে৷ সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হিসেবে ব্যালন ডি অঁর জিতলেন বেনজেমা৷
ছবি: Francois Mori/AP/picture alliance
৪৬ ম্যাচে ৪৪ গোল
রেয়াল মাদ্রিদ ও ফ্রান্স তারকা করিম বেনজেমা সোমবার ব্যালন ডি অঁর জিতেছেন৷ গত মৌসুমে ৪৬টি ম্যাচ খেলে ৪৪টি গোল করেছিলেন তিনি৷ দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতা ছাড়াও ফ্রান্সের হয়ে উয়েফা ন্যাশনস লিগ জেতেন তিনি৷
ছবি: Francois Mori/AP/picture alliance
সবচেয়ে বেশি বয়সি জয়ী
আগামী ডিসেম্বরে বেনজেমার বয়স ৩৫ হবে৷ সে হিসেবে সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হিসেবে ব্যালন ডি অঁর জিতলেন আলজেরিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার৷ এর আগের রেকর্ডটি ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুসের ছিল৷ ১৯৫৬ সালে দেয়া প্রথম ব্যালন ডি অঁর জিতেছিলেন তিনি৷
ছবি: Francois Mori/AP/picture alliance
উৎসর্গ
বেনজেমা তার ট্রফি ‘জনগণের উদ্দেশ্যে’ উৎসর্গ করার কথা জানান৷ তবে এটি কোনো রাজনৈতিক বিবৃতি নয় বলে পরবর্তীতে নিশ্চিত করেন তিনি৷
ছবি: Francois Mori/AP/picture alliance
রোনালদোর প্রস্থানে পুনর্জাগরণ
২০০৯ সালে ২১ বছর বয়সে রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেনজেমা৷ তখন থেকেই ব্যালন ডি অঁর জেতার আগ্রহ থাকলেও ৩০ বছর হওয়ার পর সেটা পাওয়ার তীব্র আকাঙ্খা মনে জন্ম নেয় বলে জানান তিনি৷ নির্দিষ্ট করে বললে ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো রেয়াল ছাড়ার পর এই আকাঙ্খার জন্ম হয়৷ ‘‘তীব্র আকাঙ্খাটা তখনই জন্ম নেয়,’’ জানান বেনজেমা৷ তখন তার বয়স ছিল ৩০৷
ছবি: imago/Kyodo News
সেরা নারী ফুটবলার
গত মৌসুমে বার্সেলোনার আলেক্সিয়া পুটেলিয়াস ৪২টি গোল করেন৷ এছাড়া ২২টি গোল করতে সহায়তা করেন৷ ফলে প্রথম ফুটবলার হিসেবে দুইবার ব্যালন ডি অঁর জেতেন তিনি৷
ছবি: Franck Fife/AFP
সেরা তরুণ ফুটবলার
বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার গাভি সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছেন৷
ছবি: Franck Fife/AFP/Getty Images
শীর্ষ গোলদাতা
গত মৌসুমে বায়ার্নের হয়ে ৪৬ ম্যাচে ৫০টি গোল করেছিলেন রবার্ট লেভানডফস্কি৷ তাই শীর্ষ গোলদাতা হিসেবে গেয়ার্ড ম্যুলার ট্রফি পানি তিনি৷ বর্তমানে বার্সেলোনার হয়ে খেলছেন তিনি৷ ব্যালন ডি অঁরের তালিকায় তিনি চতুর্থ হয়েছেন৷
ছবি: Franck Fife/AFP
মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি পেলেন সাদিও মানে
বেনজেমার পর সেরা ফুটবলার হয়েছেন সেনেগালের সাদিও মানে৷ বর্তমানে বায়ার্নে খেলছেন৷ গত মৌসুমে খেলেছিলেন লিভারপুলে৷ ব্যালন ডি অঁর না পেলেও তাকে সক্রেটিস পুরস্কার দেয়া হয়৷ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়৷ সেনেগালে নিজ গ্রাম বামবালিতে তিনি গতবছর একটি হাসপাতাল নির্মাণ করেন৷ এছাড়া গ্রামের স্কুল ও বিভিন্ন পরিবারকে আর্থিক সহায়তা দেন৷ সেনেগালের কোভিড তহবিলেও অর্থ দেন মানে৷
ছবি: Benoit Tessier/REUTERS
8 ছবি1 | 8
এই পোস্টের মাধ্যমে ভিনিসিয়ুস কী বোঝাতে চেয়েছেন জানতে চাইলে তার ব্যবস্থাপনা দল রয়টার্সকে জানিয়েছে, তিনি (ভিনিসিয়ুস) বর্ণবাদের বিরুদ্ধে তার লড়াইয়ের কথা বুঝিয়েছেন৷ এই কারণে ভিনিসিয়ুস ব্যালন ডি অঁর পাননি বলেও তারা মনে করছেন৷ ‘‘সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা একজন খেলোয়াড়কে মেনে নিতে ফুটবল বিশ্ব প্রস্তুত নয়,'' বলেন তারা৷
২৪ বছর বয়সি ভিনিসিয়ুস স্পেনে খেলার সময় কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন৷
ভিনিসিয়ুস ব্যালন ডি অঁর জিতবে না এই ধারণা পাওয়ার পর রেয়াল মাদ্রিদ পুরস্কার বিতরণীর অনুষ্ঠান বয়কট করে৷ তবে দলটি পুরুষদের সেরা ক্লাবের খেতাব জিতেছে৷ আর কোচ কার্লো আনচেলোত্তি সেরা কোচ হয়েছেন৷
ভিনিসিয়ুস ব্যালন ডি অঁর না জেতায় রেয়াল মাদ্রিদের বর্তমান ও সাবেক খেলোয়াড়েরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ সামাজিক মাধ্যমে কামাভিঙ্গা লিখেছেন, ‘‘ফুটবল রাজনীতি X৷ আমার ভাই, তুমি বিশ্বের সেরা খেলোয়াড়৷ ভালোবাসি তোমাকে৷''
ইনস্টাগ্রামে ভিনিসিয়ুসের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্রুস লিখেছেন, ‘দ্য বেস্ট৷' আর বেনজেমা ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনির সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘ট্রপ ফোর্ট', যার মানে শক্ত থাকো৷
ব্রাজিলের সেরা নারী ফুটবলার মার্তা ইনস্টাগ্রামে এক ভিডিওতে বলেছেন, ‘‘ভিনি জুনিয়রকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমি সারা বছর অপেক্ষা করেছিলাম, আর এখন তারা আমাকে বলছেন যে ব্যালন ডি অঁর তার জন্য নয়?''