1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ণবিদ্বেষের কারণে পাঁচ ম্যাচ নিষিদ্ধ

১৬ মার্চ ২০১৪

বর্ণবিদ্বেষের জের ধরে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি ক্লাবকে নিজেদের স্টেডিয়ামে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্পোর্টস ট্রাইব্যুনাল৷ একটি ম্যাচে ঐ দলের সমর্থকরা রেফারির প্রতি বর্ণবৈষম্য প্রদর্শন করায় এই শাস্তি দেয়া হয়েছে৷

Arouca Brasilien
ছবি: picture-alliance/dpa

এসপোর্তিভো নামের ক্লাবটিকে এ জন্য ১৩ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ট্রাইব্যুনাল৷ মার্চের ৫ তারিখে রিও গ্রান্দে ডো সুল স্টেট চ্যাম্পিয়নশিপ চলার সময় একটি ম্যাচে ঐ দলের সমর্থকরা রেফারিকে ‘বানর' বলে সম্বোধন করে এবং তাকে জঙ্গলে ফিরে যেতে বলে৷ এমনকি দলের সমর্থকরা স্টেডিয়ামের বাইরে থাকা রেফারির গাড়িটিও ভাঙচুর করে এবং গাড়ির উপরে অনেকগুলো কলা রেখে দেয়৷

আশঙ্কা ছিল এ ঘটনার কারণে বড় বিপদে পড়তে পারে এসপোর্তিভো৷ পুরো বছরের আঞ্চলিক টুর্নামেন্টগুলোর জন্য নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল দলটির৷ কিন্তু বৃহস্পতিবার রাতে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত জানায়, কেবল বেনতো গনসালভেস স্টেডিয়ামে পাঁচটি হোম ম্যাচ খেলতে পারবে না দলটি৷

সান্তোসের আরোসাকে ‘বানর’ বলে ডাকা হয়েছেছবি: Getty Images/Afp/Thoshifumi Kitamura

তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে এসপোর্তিভোর৷ এদিকে যখন শুনানি চলছিল, তখন রেফারি মার্সিও সাগাস দা সিলভা ব্রাসিলিয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফের সাথে বৈঠক করছিলেন৷ প্রেসিডেন্ট তাঁকে এবং বর্ণবিদ্বেষের শিকার আরো দুই ফুটবল খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে৷ এই দুই খেলোয়াড়কেও মাঠে বানর বলে সম্বোধন করেছিল দর্শক৷ এদের একজন ক্রুজেরিও-র মিডফিল্ডার টিঙ্গা এবং অন্যজন সান্তোসের মিড ফিল্ডার আরোসা৷

সম্প্রতি খেলোয়াড়দের প্রতি বর্ণবিদ্বেষের ব্যাপারটি বেশ বড় খবর হয়ে উঠেছে ব্রাজিলের গণমাধ্যমগুলোতে৷ কেননা ব্রাজিল বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাস৷ এ সব ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট স্বয়ং৷ গত সপ্তাহে বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে দর্শকরা বর্ণবাদবিরোধী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে খেলা দেখতে হাজির হয়েছেন৷ আগামী ম্যাচে সান্তোসের জার্সিতে লেখা থাকবে ‘ব্ল্যাক ইজ প্রাইড', অর্থাৎ কৃষ্ণবর্ণই অহংকার৷

ফিফা এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে বর্ণবাদবিরোধী প্রচার শুরু করেছে৷ যেটা অনেক ক্ষেত্রে সফলও বলা যায়৷ ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফও তাঁর টুইটার অ্যাকাউন্টে সম্প্রতি লিখেছেন, তিনি এরই মধ্যে জাতিসংঘ এবং ফিফার সাথে কথা বলেছেন৷ ব্রাজিলে বিশ্বকাপকে কীভাবে শান্তিপূর্ণ এবং বর্ণবিদ্বেষবিরোধী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে৷

এপিবি/এসবি(এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ