1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্তমান রাজনীতি

১৬ মে ২০১২

বাংলাদেশে আর প্রায় দেড় বছর পরেই জাতীয় নির্বাচন৷ আর এরই মধ্যে সেই নির্বাচনকে ঘিরে নানা টানাপোড়েন বা ‘টেনশন’ শুরু হয়ে গেছে৷ এই টানাপোড়েন যেমন রাজনীতিবিদদের মধ্যে আছে, তেমনই রয়েছে সাধারণ মানুষদের মধ্যে৷

ছবি: DW/S.K.Dey

এই মুহূর্তে আগামী নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে চলছে নানা ধরনের টানাপোড়েন৷ শুধু রাজনীতিবিদ বা নাগরিকদের মধ্যেই নয়, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ দেশটির উন্নয়ন সহযোগীদের মধ্যেও এই ‘টেনশন' চোখে পড়ছে৷ বাংলাদেশের অন্যতম সমাজতত্ত্ববিদ এবং ব্র্যাক'এর ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার'-এর সঙ্গে যুক্ত খন্দকার শাখাওয়াত আলী এ প্রসঙ্গে বলেন, ‘‘এটা বাংলাদেশের জন্য নতুন কোন বিষয় নয়৷ নব্বই'এর দশকে এর এক ধরনের সমাধান আমরা করেছিলাম৷ যার ধারাবাহিকতায় দুর্বলতাসহই গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপে আমরা এসে পৌঁছেছি৷ কিন্তু গতবারের নির্বাচনের যে অভিজ্ঞতা, তা থেকে দুটো প্রশ্ন আমাদের সামনে উপস্থিত, বিশেষত রাজনৈতিক দলগুলোর ভিতরে৷ প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে এবং পরবর্তীতে ‘আর্মি ইন্টারভেনশন'-এ আমরা হোঁচট খেয়েছি৷ তারই পরিপ্রেক্ষিতে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল – তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে সংবিধান থেকে বাদ দেয়া হয়েছে৷''

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিতর্ক

অথচ এখন দেখা যাচ্ছে যে প্রধান বিরোধী দল, বিএনপি'ও সেই একই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনারই দাবি উপস্থাপন করেছে৷ এটা কি আবারো একটি নতুন জটিলতার সৃষ্টি করছে না? এ প্রশ্নের জবাবে খন্দকার শাখাওয়াত আলী জানান, ‘‘একদিকে বিরোধী দল বলছে, তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যাবে না৷ অন্যদিকে সরকার বলছে যে, তত্ত্বাবধায়ক সরকার তো দেখলাম৷ ভিতর থেকেই যে তার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে৷ তাই আগামীতে তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে এসে সমস্যার সমাধান করা কঠিন হয়ে যাচ্ছে৷ সুতরাং তার চেয়ে একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যেতে চাইছে আওয়ামী লীগ৷ আর সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা৷ আমার মতে, এটা একটা গ্রহণযোগ্যতা বা বিশ্বাসের সংকট৷''

ছবি: DW/S.K.Dey

জনগণের ভূমিকাকে অগ্রাহ্য করা ভুল হবে

তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশের জনগণও কি দু'ভাগে বিভক্ত? শাখাওয়াত আলী কিন্তু বলছেন অন্য কথা৷ তিনি বলছেন, ‘‘গোটা দেশকে দুটো ভাগে ভাগ করে ফেললে ভুল করা হবে৷ যাঁরা বিএনপি করেন, তাঁরা স্বাভাবিকভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছেন৷ আবার যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁরা সেটা চাইছেন না৷ এখানে কিন্তু একটা তৃতীয় পার্টিও আছে৷ তাঁরা হচ্ছেন ‘ইলেক্টোরাল'৷ তাঁরা এ বিতর্কে এখনও অংশগ্রহণ করছেন না৷ তাই আমার ধারণা, বাংলাদেশে যে ‘স্টেলমেট' তৈরি হয়েছে এর একটা সমাধান আমাদেরই বের করতে হবে৷ এক্ষেত্রে টানাপোড়েনটা হলো যে, কোন্ জায়গাটায় বসে এ আলোচনাটা হবে – সেটা নিয়ে৷ তবে এখানে দুটো দলকে একটা সমঝোতায় আসতে হবে, যদি তারা দেশে গণতন্ত্রের প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে চায়৷''

সাধারণভাবে দেখলে একটা গণতন্ত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসার কথা নয়৷ কিন্তু এই যে সংসদ বয়কট করার একটা চল শুরু হয়েছে... এটা কি গণতন্ত্রের প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে না? খন্দকার শাখাওয়াত আলীর কথায়, ‘‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে একটা ‘সফ্টওয়্যার'৷ সফ্টওয়্যার অনেক সময় ‘করাপ্ট' হয়ে পড়ে৷ ঠিক তেমনই, বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকার কোন কারণে ‘করাপ্ট' হয়েছে৷ ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ তাই এখন আমাদের একটা নতুন সফ্টওয়্যার'এর প্রয়োজন৷ আসলে আমাদের দেশের রাজনীতিতে আমরা ভোট দিয়ে সরকার গঠন করছি, বিরোধী দল গঠন করছি৷ কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করা যাচ্ছে না৷ সরকার মানে যে বিরোধী দল এবং সরকারি দল – দুটোই এবং বিরোধী দলেরও যে ‘পারফরমেন্স'-এর একটা ব্যাপার আছে – সেটা দেখতে হবে৷''

সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে আমাদেরই

তিনি আরো বলেন, ‘‘সামনের দেড়টা বছর হয়ত ঝড়-ঝঞ্ঝা হবে, কিন্তু এর মধ্য দিয়েই বিভিন্ন পক্ষের উপলব্ধির জায়গায় পৌঁছতে হবে আমাদের৷ যেটা হবে একটা আপোশ-রফা৷ আর আমাদের গণতন্ত্রে সে রকমই একটা সমাধানসূত্রের প্রয়োজন৷ আর সেটা আমাদেরই অভিজ্ঞতা থেকে আমরা বের করতে পারবো বলে আশা রাখি৷ কিন্তু সেটা যদি না হয়, তাহলে এটা গণতন্ত্রের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে, হবে ব্যয়সাপেক্ষ৷ এটা বস্তুতই একটা রূপান্তরের কাল৷ তবে এই রূপান্তরের মধ্যে দিয়েই সমাধানের একটা রাস্তা খুঁজে বের করতে হবে আমাদের৷''

সাক্ষাৎকার: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ