1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিচার হতেই হবে’

১৪ মে ২০১৫

অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়েছে যুক্তরাজ্যে৷ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও জানাচ্ছে নিন্দা এবং দ্রুত বিচারের দাবি৷ টুইটারের অনেকভাবেই এসেছে সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দাসের নাম৷

Bangladesch Proteste gegen den Mord an den Blogger Ananta Bijoy Das
অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ সমাবেশছবি: picture-alliance/AP Photo/A.M. Ahad

সিলেটে দিনের আলোয় কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাসকে৷ অনন্ত ব্যাংকে চাকরি করতেন, পাশাপাশি মুক্তমনা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে লিখতেন৷ লেখার জন্য পুরস্কৃতও হয়েছেন ৩২ বছর বয়সি অনন্ত৷ অল্প কিছুদিনের ব্যবধানে অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহনের পর আরেক ব্লগারের হত্যার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ও শঙ্কিত এবং প্রতিবাদমুখর৷

অনন্ত বিজয় দাস হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বৃটেন প্রবাসী বাঙালিরা বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন৷

যুক্তরাষ্ট্র সরকার এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে কড়া ভাষায়৷

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অনন্ত বিজয় দাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার হতেই হবে৷

কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত একজন ব্লগার হত্যারও বিচার হয়নি৷ কোনো হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই৷ ব্লগাররা তাই শঙ্কিত৷ আরাফাতুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ আর ব্লগারদের জন্য নিরাপদ নয়৷

এদিকে বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক লিখেছিল, মৃত্যুর আগে অনন্ত বিজয় দাস সুইডেনে চলে যেতে চেয়েছিলেন৷ এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সুইডিশ দূতাবাস৷ সে খবরও ছেপেছে পত্রিকাটি৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ