1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষপঞ্জি: জার্মানি ও ইউরোপ

১ জানুয়ারি ২০১২

সারা বছর জুড়ে আমরা জার্মানি ও ইউরোপের নানা খবরাখবর দেয়ার চেষ্টা করেছি৷ বর্ষশেষে কিছু উল্লেখযোগ্য বিষয়ের দিকে দৃষ্টি দেয়া যাক আরেকবার৷

Symbolbild EURO Zone. 1 Euro coin over EU flag, with EURO lettering, finished graphic
ইউরোজোনের প্রতিকছবি: AP Graphics

অর্থনীতি ক্ষেত্রে টালমাটাল অবস্থা

গত বছরে জার্মানির অর্থনীতি কিছুটা চাঙা হয়ে উঠেছিল৷ কিন্তু দক্ষিণ ইউরোপীয় দেশগুলি বিশেষ করে ঋণভারে জর্জরিত গ্রিসকে ঘিরে ইউরো সংকটের দরুণ জার্মানি তথা ইউরোপের মুদ্রা বাজারে আবার অস্থিতিশীলতা তীব্র হয়ে ওঠে৷ ইইউ-এর অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানিকে এই সংকট উত্তরণে হাল ধরতে হয়েছে৷ বাড়িয়ে দিতে হয়েছে সহায়তার হাত৷ সম্প্রতি ইউরো সংকট নিরসনে কঠোর বিধিবিধানসহ একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইইউভুক্ত দেশগুলির এক শীর্ষ বৈঠক হয়ে গেল ব্রাসেলস-এ৷ ব্রিটেন চুক্তিতে ভেটো দেয়ায় ইইউভুক্ত অন্যান্য দেশগুলিকে নিয়েই সামনের মার্চ নাগাদ এই নতুন অর্থকাঠামো চুক্তি চূড়ান্ত রূপ লাভ করতে যাচ্ছে৷

নব্য নাৎসি তত্পরতা

প্রায় এক যুগ ধরে এক গোপন নাৎসি চক্র হত্যা ও সন্ত্রাসি কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা সম্প্রতি প্রকাশ হয়ে পড়ে৷ সুইকাউ শহরের তিন উগ্র দক্ষিণপন্থি কমপক্ষে ১০জন মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই অভিবাসী৷ চালিয়েছে অসংখ্য ব্যাংক ডাকাতি৷ বেকার ও হতাশাগ্রস্ত তরুণদের সহজেই উগ্র দক্ষিণপন্থার দিকে আকৃষ্ট করা যায়৷ এদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে না দেখে সমূলেই উত্পাটন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা৷৷

পুলিশের হাতে আটক নরওয়ের ঘাতক ব্রেইভিকছবি: picture alliance/dpa

উগ্র নাৎসিবাদের ভয়ংকর প্রকাশ নরওয়েতেও

২২ জুলাই, শান্তির দেশ বলে পরিচিত নরওয়েতে সংঘটিত একটি সন্ত্রাসী ঘটনা বিশ্ববাসীকে চমকে দেয়৷ রাজধানী অসলোয় বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পরেই উটোয়া দ্বীপে নরওয়ের সরকারি দল লেবার পার্টি আয়োজিত এক যুব শিবিরে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে এক যুবক৷ অকালে ঝরে পড়ে অসংখ্য প্রাণ৷ ইউরোপের বহু সাংস্কৃতিক সমাজব্যবস্থা ও মুসলমানদের অভিবাসনকে ঔপনিবেশিক আগ্রাসন বলে মনে করে ব্রেইভিক নামে নাৎসি ভাবধারার সঙ্গে সম্পৃক্ত এই ব্যক্তি৷ এই ঘটনায় ইসলামি চরমপন্থার পাশপাশি খ্রিষ্টীয় সন্ত্রাসবাদের ব্যাপারেও সতর্ক থাকার কথা সোচ্চার হয়ে উঠছে

ইকোলাই আতঙ্ক

বছরের মাঝামাঝি নাগাদ জার্মানিতে ইকোলাই নামে একধরনের জীবাণু ছড়িয়ে পড়ে৷ আন্ত্রিক এই রোগে আক্রান্ত হলে কিডনি ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে৷ প্রথমে স্পেনের স্যালাড ও সাকসবজি থেকে এসেছে বলে সন্দেহ করা হলেও পরে লোয়ার স্যাকসনির একটি খামারে বিন স্প্রাউটস-এ পাওয়া যায় এই মারণঘাতী জীবাণুর অস্তিত্ব৷ সম্ভবত গোবর ও বায়ো গ্যাস থেকে শুরু হয়েছে তাদের অগ্রযাত্রা৷ তাই কাঁচা তরিতরকারি ও স্যালাদ খেতে বারণ করা হয় জার্মান স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে৷ জোর দেয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর৷ কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়৷ বেশ কিছু মৃত্যুর ঘটনার পর ইকোলাই জীবাণুকে অবশেষে বাগে আনা গেছে৷


জাপানের ফুকুশিমা বিপর্যের জের জার্মানিতে

এবছর জাপানে স্মরণকালের প্রবল ভূমিকম্পের পর দেখা দেয় ভয়াবহ সুনামি৷ হতাহত হয় বহু মানুষ৷ এরপর সাগরের পানি ফুকুশিমার পারবাণবিক স্থাপানায় ঢুকে তেজস্ক্রিয়া বের হতে থাকে৷ সরাসরি মৃত্যু ছাড়াও ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায়, যা সামলাতে সেখানকার সরকারকে হিমশিম খেতে হয়৷

এই ঘটনার জের ধরে জার্মানিতেও পরমাণু প্রকল্প বন্ধ করার জন্য জনমত দানা বাঁধতে থাকে৷ এই প্রেক্ষাপটে জার্মান সংসদে সিদ্ধান্ত নেয়া হয়, ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে পারমাণবিক শক্তি পুরোপুরি বর্জন করার৷ ধীরে ধীরে বিকল্প জ্বালানির পথ ধরেছে জার্মানি৷ উল্লেখ্য, জার্মানিতে উৎপাদিত বিদ্যুতের এক চতুর্থাংশ আসে পারমাণবিক শক্তি থেকে৷ বাকিটা উৎপন্ন হয় বায়ু, সৌর, জল, কয়লা, গ্যাস ইত্যাদি উপাদান থেকে৷ জার্মানি পরিবেশ রক্ষায় সচেতন বলে বিকল্প জ্বালানি খুঁজতে গিয়ে যেন পরিবেশ দুষণ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে চায় জার্মান সরকার৷

তাহরির চত্ত্বরে গণবিক্ষোভছবি: dapd

আরব বিশ্বে গণজাগরণ ঢেউ - ইউরোপের প্রতিক্রিয়া

স্বৈরাচারী শাসকদের পতনের দাবিতে আরব জগতে জেগে ওঠা গণজাগরণের ঢেউ ইউরোপ তথা জার্মানিতে নতুন চিন্তাভাবনার জন্ম দিয়েছে৷ প্রাণ বিপন্ন করে তরুণরা যে বিক্ষোভ দেখাচ্ছে, তাতে মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারণাটা বিশেষ করে গণমাধ্যমের কল্যাণে অনেকটাই বদলে গেছে৷ সেই সাথে বদলে দিচ্ছে বিশ্বমঞ্চের রসায়ন৷ মুসলমানরা যে স্বাধীনতাকামী ও তাদের অনেকেই যে শান্তিপ্রিয়, সে চিত্রটাই উঠে আসছে এখন৷

স্টুটগার্ট ২১

অবশেষে জার্মানির বাডেন-ভুর্টেমব্যার্গ রাজ্যের রাজধানী স্টুটগার্টে অত্যাধুনিক রেল স্টেশন তৈরি নিয়ে বিতর্কের অবসান ঘটলো৷ গণভোটের রায় এই নতুন রেল স্টেশন তৈরির পক্ষেই গেল৷ পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনায় সবুজ দল ও নতুন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী এই প্রকল্পের বিরোধী ছিলেন৷ প্রায় ৪.৫ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিতব্য এই রেলস্টেশন দিয়ে দ্রুতগামী ট্রেন জার্মানির নানা জায়গায় এবং ফ্রান্স ও অস্ট্রিয়ায় খুব অল্পসময়ে যেতে পারবে৷

ক্রিস্টা ভল্ফ

সমকালীন জার্মান সাহিত্যের এক শীর্ষস্থানীয় স্রষ্টা ক্রিস্টা ভল্ফ চলে গেলেন পয়লা ডিসেম্বর৷ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই লেখিকার গল্প, উপন্যাস কুড়িটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে৷ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ বিতর্কও হয়েছে তাঁর লেখা নিয়ে৷ একদিকে পুঁজিবাদ অন্যদিকে সাবেক পূর্বজার্মান কম্যুনিস্ট শাসকগোষ্ঠীর সমালোচনায় মুখর ছিলেন স্বনামধন্য এই লেখিকা৷

ভাসলাভ হাভেল

দীর্ঘ রোগভোগের পর আজকের চেক প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ভাসলাভ হাভেল শেষ নিঃশ্বাস ফেললেন ১৮ ডিসেম্বর৷ বিভাজনের আগে চেকোশ্লোভাকিয়ার শেষ প্রেসিডেন্ট হিসাবে দেশটির গণতান্ত্রিক উত্তরণে বিশেষ ভুমিকা রাখেন তিনি৷ বিরুদ্ধবাদী হিসেবে নেতৃত্ব দেন রক্তপাতহীন ‘ভেলভেট রেভ্যুলেশন-এর৷ নাট্যকার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছিল তাঁর৷ জার্মান চেক সৌহার্দ্যের উদ্যোক্তা ছিলেন বড় মাপের এই রাষ্ট্রনায়ক৷

ইয়োহানেস হেস্টার্স

বিশ্বের সবচেয়ে বর্যীয়ান সক্রিয় অভিনেতা ইয়োহানেস হেস্টার্স মৃত্যুবরণ করলেন ২৪ ডিসেম্বর ১০৮ বছর বয়সে৷ জার্মানিতে নাৎসি আমলে গায়ক ও অভিনেতা হিসাবে ব্যাপক সাফল্য পান ডাচ বংশোদ্ভূত এই শিল্পী৷ যুদ্ধের পর সমালোচিত হলেও তাঁর ক্যারিয়ারে বাধা পড়েন৷ স্বদেশ নেদারল্যান্ডস-এ অবশ্য সবসময়ই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে৷

রাজকীয় বিয়ের পর প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনছবি: dapd

রাজকীয় বিয়ে

সবশেষে বছরের সাড়াজাগানো এক সুন্দর ঘটনার উল্লেখ করে ইতি টানা যাক৷ আর তা হল ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের জাঁকজমকপূর্ণ বিয়ে৷ বিশ্বের প্রায় ২০০কোটি মানুষকে সাক্ষী রেখে ২৯ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি৷ রানি এলিজাবেথের ইচ্ছা অনুযায়ী কেটকে ডাচেস অব কেমব্রিজ উপাধি দেয়া হয়৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ