1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষার অর্থনীতি, রাজনীতি

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৮ জুন ২০১৩

এ বছর নির্ধারিত সময়ের একমাস আগেই গোটা ভারতে বর্ষা এসে পড়ায় শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক মহলেও এক ব্যাপক আশার সঞ্চার হয়েছে৷ কৃষিজীবীদের আশা বিপুল ফলনের আর সরকারের আশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে নির্বাচনী বৈতরণি পার হওয়ার৷

ছবি: AP

গোটা দেশে বর্ষা এসে গেছে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই৷ সাধারণত ভারতে বর্ষা আসে জুলাই মাসের মাঝামাঝি৷ কিন্তু এ বছর এসেছে জুনের মাঝামাঝি৷ আবহাওয়া দপ্তর বলছে, বর্ষা আগে আসবে জানা ছিল, তবে এত আগে আসবে জানা ছিল না৷ ফলে বিপুল কৃষি উৎপাদনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালীন ফসলের, যেমন, ধান, তেলবীজ, আখ, সয়াবিন, ভুট্টা, কাপাস ইত্যাদি৷ হবে না? ভারতের যে প্রায় ৫০-৫৫ শতাংশ চাষযোগ্য জমি বৃষ্টি নির্ভর!

কৃষি বিশেষজ্ঞদের মতে, বর্ষা আগে আসায় গ্রীষ্মকালীন ফসল বোনার কাজ আগেই শুরু হতে পারবে৷ এবং ফসল পরিণত হবার যথেষ্ট সময় পেলে উৎপাদনও হবে ভালো৷ সাধারণত, ভালো বৃষ্টি হলে খরা এলাকার মাটি নরম হয়৷ পশ্চিম ভারতে গত চার দশক ধরে খরাবস্থা চলছে৷ পশ্চিম মহারাষ্ট্রের প্রধান ফসল আখ৷ গত বছর আখ চাষে মন্দা ছিল৷ তবে এবারের বর্ষা তা পুষিয়ে দিতে সাহায্য করবে বলে আশা করা যায়৷

কৃষকরা বিপুল ফলন আশা করছেনছবি: picture-alliance/dpa

ভারতে কৃষিজীবীদের সংখ্যা ২৩ কোটি৷ ধান, আখ ও কাপাস চাষীদের সংখ্যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম৷ এঁরা সবাই বৃষ্টি নির্ভর বলে বর্ষা শুরু হবার সঙ্গে সঙ্গেই প্রায় ৮ লাখ হেক্টরে ধানের বীজ, ১৬ লাখ হেক্টরে তেলবীজ, ৪০ লাখ হেক্টরে আখ এবং ১৬ লাখ হেক্টরে কাপাস বোনার কাজ প্রায় শেষ করে এনেছেন তাঁরা৷

ভারতের অর্থনীতি এশিয়ার তৃতীয় বৃহত্তম, যার মেরুদণ্ড কৃষি৷ ২০ হাজার কোটি ডলারের অর্থনীতির ৩০-৪০ শতাংশ কৃষি-কেন্দ্রিক৷ গোটা দেশে ভালো বর্ষার সম্ভাবনায় অর্থনীতি চাঙ্গা হবার আশা তাই উজ্জ্বল৷ সরকার মনে করছে, এতে দ্রব্যমূল্য তথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে৷ সেই ছবিটা সামনে রেখেই ভারতের রিজার্ভ ব্যাংক হালে সুদের হার রেখেছে অপরিবর্তিত৷ তার ওপর আগামী বছর দেশে সাধারণ নির্বাচন৷ তাই মনমোহন সিং সরকারকে ভোটের বৈতরণি পার করাতে এবারের বর্ষা কংগ্রেসের পক্ষে হতে পারে আশীর্বাদ৷

এখানেই শেষ নয়৷ আগাম বর্ষা বিদ্যুতের চাহিদা কম করতে সাহায্য করবে৷ সেচের জন্য কৃষকদের বিদ্যুৎ-চালিত পাম্প ব্যবহার করার দরকার পড়বে না৷ খরচ বাঁচবে তাঁদের৷ আর বিদ্যুৎ সরবরাহ ভালো হলে দ্রব্যমূল্যের ওপরও তার প্রভাব পড়বে৷ দিল্লিতে মাথাপিছু বিদ্যুৎ খরচ দেশের মধ্যে সর্বাধিক৷ বর্ষা আসার আগে বিদ্যুতের চাহিদা ছিল ৫৬৫৩ মেগাওয়াট৷ বর্ষা শুরু হবার পর তা কমে দাঁড়ায় ৪৫০০ মেগাওয়াট৷

তবে বর্ষা ভারতের মতো দেশে অবিমিশ্র আশীর্বাদ নয়৷ বন্যা এবং ভূমিধ্বসে জানমালের ক্ষয়ক্ষতি বড় কম হয় না৷ উত্তরাখন্ডে ইতিমধ্যেই বন্যায় এবং ভূমিধ্বসে মারা গেছে ৫০ জন, নিখোঁজ আরো ৬০৷ এছাড়াও আটকা পড়েছে বহু মানুষ৷ বিশেষজ্ঞদের মতে, এর প্রধাণ কারণ হিমালয় অঞ্চলে অবাধে বনভূমি ধংস করা এবং পাহাড় ফাটিয়ে যথেচ্ছ বাঁধ নির্মাণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ