জার্মানিতে মানুষের বিয়েও বোধহয় এতটা জাঁকজমক হয় না, যতটা হয়ে গেল ভারতের উত্তরপ্রদেশে৷ আপনি বলবেন, কেন? ভারতীয় বিয়ে মানেই তো এলাহি কাণ্ড৷ এতে আর নতুন কী? আছে৷ কারণ এ গল্পের বর এবং কনে – দু'জনেই যে কুকুর!
বিজ্ঞাপন
ভারতে বিয়ে মানেই মহা ধুমধাম, রীতি-নীতি আর ভুড়িভোজ৷ আসলে ছেলে বা মেয়ের বিয়ের আয়োজনে কোনো রকমের ত্রুটি রাখতে চান না বাবা-মা৷ কিন্তু তাই বলে কুকুরের বিয়েতেও? অবিশ্বাস্য হলেও এ রকমই এক ঘটনা ঘটে গেল ক'দিন আগে৷ কুকুর দম্পতির বিয়েতে সেখানে খেলেন প্রায় পাঁচ হাজার অতিথি আর চোখের জলে ভাসলেন পাত্রীর বাবা৷
উত্তর প্রদেশের কৌশম্বী জেলার পাওয়ারা গ্রাম৷ সেখানে হিন্দুধর্মের রীতিনীতি মেনে আর পাঁচটা বিয়ের মতোই আয়োজন করা হয়েছিল বিয়ে৷ গ্রামের সন্তানহীন দুই বন্ধু বসন্ত ত্রিপাঠি আর জং বাহাদুরের কুকুর দু'টির নাম শাগুন আর শাগুনিয়া৷ নামে যেমন মিল, ছোটবেলা থেকে বেশ চেনাশোনাও হয়ে গিয়েছিল পাত্র-পাত্রীর৷ তাই দুই বন্ধু ঠিক করে বসলেন, তাঁদের বন্ধুত্বকে এবার আত্মীয়তায় বাঁধতে হবে৷ ঠিক করলেন নিজেদের প্রিয় কুকুর দু'টোর বিয়ে দেবেন তাঁরা৷
যেমন ভাবা, তেমন কাজ৷ শাগুনিয়াকে মানুষের বিয়ের কনের মতো নতুন জামা-কাপড় পরিয়ে সাজানো হলো৷ বরও এলো সাজানো গাড়িতে৷ আর তারপর শাগুনিয়াকে তার মালিক, থুড়ি বাবা জং বাহাদুর বসন্ত ত্রিপাঠির ছেলে কুকুর শাগুনের হাতে তুলে দিলেন, শাস্ত্রীয় সব নিয়মকাকুন মেনে৷ ব্যাস্, হয়ে গেল বিয়ে!
টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, মজার এই বিয়েকে ঘিরে স্থানীয় মানুষ ও অতিথিদের মধ্যেও নাকি উৎসাহের কমতি ছিল না৷ ‘ব্যান্ড পার্টি' থেকে শুরু করে হালের ডিজেও (ডিস্কো জকি) নাকি আনা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে৷ যার তালে তালে নাচলেন আমন্ত্রিতরা তো বটেই, বর-কনেও!
ডিজি/জেডএইচ
দেখলেন ভিডিওটা? কেমন লাগলো, জানান নীচের ঘরে৷
কুকুরও আমাদেরই মতো প্রাণী
কুকুর জার্মানদের কাছে বেশ আদরের৷ অনেক জার্মানই শখ করে বাড়িতে বিভিন্ন জাতের কুকুর পোষেন৷ তবে জার্মানির হাইডেলব্যার্গের একটি সামাজিক গবেষণা প্রতিষ্ঠান-এর সমীক্ষায় দেখা গেছে, জার্মানিতে কুকুর পোষেন বিত্তবান লোকেরা৷
ছবি: AP
রোদ দেখে কুকুরও আনন্দিত
কুকুর যে খুবই প্রভুভক্ত গৃহপালিত পশু তা আমাদের সকলেরই জানা৷ তবে কুকুর শুধু গৃহপালিত পশু নয়, জার্মানিতে কুকুরকে প্রাণী হিসেবেই ভাবা হয়৷ আর তারই কিছু নমুনা দেখা যাক আজকের এই ছবিঘরে ৷
ছবি: picture-alliance/dpa
বিত্তবানেরাই কুকুর পোষেন
অনেক জার্মানই শখ করে বাড়িতে বিভিন্ন জাতের কুকুর পোষেন৷ তবে জার্মানির হাইডেলব্যার্গের একটি সামাজিক গবেষণা প্রতিষ্ঠান-এর সমীক্ষায় দেখা গেছে, জার্মানিতে কুকুর পোষেন বিত্তবান লোকেরা৷ এই চকচকে বিশাল কুকুরটির ওজন ১১১ কেজি৷ মাসে ৫০ কেজি খাবার খায়৷
ছবি: picture-alliance/dpa
কুকুরের সেলুন
কুকুরকে চুল কাটার জন্য সেলুনে নিয়ে যাওয়া হয়৷ যেন যেখানে সেখানে চুল না পড়ে যায় এবং ওকে দেখতেও যেন কুকুরের মালিকের মতোই ফিটফাট মনে হয়৷ এদেশে কখনো রাস্তায় কুকুরকে মালিক ছাড়া দেখা যায়না৷ গৃহপালিত কুকুর পথচারী বা বা অন্য কাউকে কামড় দেয়না৷
ছবি: picture-alliance/dpa
কুকুরও দেশের জন্য কাজ করে
কুকুর যে শুধু পরিবারের সাথেই থাকে, তাদের সঙ্গ দেয় তা নয়৷ ট্রেনিংপ্রাপ্ত কুকুরও আছে, যেগুলো অবৈধভাবে টাকার নোট পাচারকারীদের ধরিয়ে দিতে সরকারকে সাহায্য করে৷ এই ছবিটি ফ্রাংকফুর্ট বিমানবন্দরেররই একটি দৃশ্য, যাতে পাঁচশো টাকার নোট পাচারকারী ধরা পড়েছে, বুদ্ধিমান কুকুরটির সাহায্যে৷
ছবি: picture-alliance/dpa
কুকুর পালুন/ফিট থাকুন
বাইরে যে আবহাওয়াই থাকুক না কেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে কুকুরকে দিনে কয়েকবার বাড়ির বাইরে নিয়ে যেতে হয়৷ এদেশে অতিরিক্ত ওজনের মানুষদের ওজন কমানোর জন্য অনেক সময় ডাক্তাররাও কুকুর পোষার পরামর্শ দিয়ে থাকেন৷ তখন তাকে কুকুরের জন্য হলেও বাইরে বের হতেই হবে, হাঁটতে হবে৷
ছবি: Maksim Nelioubin
কুকুরেও চাই বিনোদন
নিজে যে শুধু গরম পোশাক পরেন তাই নয়, প্রচণ্ড শীতের সময় প্রিয় কুকুরটিরও যেন কষ্ট না হয় তাই ওকেও গরম পোশাক পরিয়ে নিয়ে যান গাড়িতে করে হাওয়া খেতে৷ ঠিক যেন পরিবারের একজন সদস্য৷
ছবি: picture-alliance/dpa/dpaweb
কুকুরের রেস্তোরাঁ
কুকুরের মন-মেজাজ ভালো রাখতে মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় ওদেরই জন্য তৈরি বিশেষ রেস্তোরাঁতে৷ যেখানে কুকুর নিজের খাবার নিজেই পছন্দ করতে পারে তার ব্যবস্থা রয়েছে৷ কুকুরের জন্য আলাদা রেস্তোরাঁ, হোটেল, স্কুল, সেলুন, দোকান, গোরস্থান সবই রয়েছে৷
ছবি: picutre-alliance/dpa
মা আর সন্তান
মা বলে কথা! আদর করে মুখে তুলে খাওয়াতেই যেন আনন্দ৷ নিঃসন্তান এই মাকে কুকুরটিই দিয়েছে সন্তানের ভালোবাসা৷ মা’কে কিছুক্ষণ না দেখলেই অস্থির হয়ে পড়ে৷ মা বাইরে থেকে ফিরে এলে লাফিয়ে কোলে ওঠে নয় তো লেজ নেড়ে তার আনন্দ প্রকাশ করে৷
ছবি: picture-alliance/dpa
নিয়মিত ডাক্তারের চেম্বারে
কুকুরকে চেকআপের জন্য নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়৷ রাস্তায় কোন কুকুর কখনো কোন পথচারীকে কামড় দিয়েছে, একথা সহজে শোনা যায়না৷ কুকুর সেভাবেই ট্রেনিংপ্রাপ্ত৷ কুকুরে জন্যও রয়েছে স্বাস্থ্যবীমা৷
ছবি: picture-alliance/dpa
কুকুরের খেলনার দোকান
কুকুরের খেলনা বা ব্যবহারযোগ্য জিনিসের দোকান৷ এখানে প্রায় বেশিরভাগ ডিপার্টমেন্টাল স্টোরেই কুকুর বা বেড়ালের টিনজাত খাবারের জন্য আলাদা বিভাগ রয়েছে৷
ছবি: DW/V.Weitz
গর্বিত মা
তিন জাতের তিন কুকুরের গর্বিত পালক মা৷ এই কুকুরগুলোই তার গর্ব৷ শুধু তাই নয়, মা মহিলাটি গর্ব করে বলেন ওরা শুধু তার সন্তান নয়, তাঁর বডিগার্ডও বটে৷ কারণ তাঁর বিশাল বাড়িতে এই তিন সন্তানদের নিয়েই থাকেন তিনি৷ বাড়ির দেয়ালে ওদের ছবি টাঙানো৷ হাতব্যাগেও থাকে ওদেরই ছবি৷
ছবি: picture-alliance/dpa
একই পরিবারের সদস্য
একটি সাধারণ কুকুরের মূল্য কিন্তু ২০০ ইউরোর কম নয়৷ তবে কুকুরের জাত বুঝে কয়েক হাজার ইউরোও হতে পারে৷ তাছাড়া একটি কুকুরের জন্য মাসে যে পরিমাণ টাকা খরচ করা হয়, সে টাকায় সহজেই একটি বাচ্চাও বড় হতে পারে৷ আর এরা ঠিক যেন ৬টি সন্তান ! একইসাথে বেড়ে উঠছে৷