1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডকে হাতিয়ার করে চীন জয় করতে চায় ভারত

৫ জানুয়ারি ২০১২

রাজনৈতিক মঞ্চে যতই রেষারেষি থাকুক না কেন, জ্যাকি চ্যান ও আমির খান এখন একে অপরের দেশে বেশ পরিচিত হয়ে উঠেছেন৷ এবার চীনের বাজার দখল করার উদ্যোগ নিচ্ছে ভারত৷

Bollywood actor Aamir Khan, flanked by co actors Sharman Joshi, left and R. Madhavan, right, talks to the media during the preview of a song from his forthcoming movie "3 Idiots" in Mumbai, India, Thursday, Nov. 5, 2009.(AP Photo/Rafiq Maqbool)
‘থ্রি ইডিয়েটস’ ছবির তিন অভিনেতা (বাঁ থেকে) শর্মন যোশি, আমির খান এবং আর. মাধবনছবি: AP

দুই দেশের মধ্যে যতই রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক না কেন, খেলাধুলা বা মনোরঞ্জনের মতো হাতিয়ার তা প্রায়ই দূর করতে পারে৷ ইংরাজি ভাষায় আজকাল যাকে ‘সফট পাওয়ার' বলা হয়৷ ভারত-পাকিস্তানের ক্ষেত্রে ক্রিকেট প্রায়ই এই কাজ করে থাকে৷ এবার ভারত চীনের উপর এভাবে ‘কব্জা' করতে চায়৷ তবে ক্রিকেট নয়, হাতিয়ার বলিউড৷ আমির খানের ‘থ্রি ইডিয়েটস' ছবিটি সম্প্রতি চীনে যে সাফল্য পেয়েছে, তার ফলে ভারত নড়েচড়ে বসেছে৷ গত অক্টোবর মাসে মুক্তি পাওয়ার পর প্রায় ২৯ লক্ষ ডলারের ব্যবসা করেছে এই ছবি৷ পরিচালক বিধু বিনোদ চোপড়া মনে করেন, চীনেও ছাত্রছাত্রীদের বেশ চাপের মুখে থাকতে হয়৷ ফলে ভারতে তৈরি এই ছবিটি তাদের মনে ধরেছে৷ তাছাড়া সামগ্রিকভাবে ভারতীয় ছবির প্রতি আগ্রহও বাড়ছে৷ শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান' ছবিটিও চীনে প্রশংসা কুড়িয়েছে৷ এই মুহূর্তে চোপড়া ‘ফেরারি কি সওয়ারি' নামের একটি ছবি তৈরি করছেন৷ এপ্রিল মাসে সেটি মুক্তি পাওয়ার কথা৷ চীনে এরই মধ্যে ছবিটি সম্পর্কে আগ্রহ দেখা যাচ্ছে৷

‘চাঁদনি চক টু চায়না’ ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনছবি: AP

চীনে ভারতীয় ছবির জনপ্রিয়তা মোটেই নতুন কোনো ঘটনা নয়৷ গত শতাব্দীর চল্লিশ ও পঞ্চাশের দশকে রাজ কাপুর সহ অনেকের ছবিই চীনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল৷ কিন্তু তিব্বত, সীমান্ত যুদ্ধ ইত্যাদি নানা কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির ফলে সাংস্কৃতিক আদান-প্রদানের পথও প্রায় বন্ধ হয়ে যায়৷ ২০০৯ সালে যৌথ উদ্যোগে ‘চাঁদনি চক টু চায়না' ছবিটি তৈরি হয়৷ চীনের তারকা জ্যাকি চ্যান ও ভারতের নায়িকা মল্লিকা শেরাওয়াত ‘দ্য মিথ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন৷ তবে বলিউড সম্প্রতি পশ্চিমা বিশ্বের বাজারে জায়গা করে নিতে ব্যস্ত৷ চীন সহ এশিয়ার বাজারের প্রতি এখনো তেমন আগ্রহ দেখা যাচ্ছে না৷ চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, এবার সেই পরিস্থিতি বদলে যেতে চলেছে৷ ১০০ কোটিরও বেশি জনসংখ্যার দেশের বাজার সম্পর্কে কি উদাসীন থাকা যায়!

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ