1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের নতুন ছবি বিনামূল্যে ইউটিউবে!

৮ জুন ২০১১

ইন্টারনেটে হিন্দি ছবি দেখার চেষ্টা করেননি, এমন সিনেভক্ত খুঁজে পাওয়া মুশকিল৷ মানুষের এই চাহিদাকে পুঁজি করে বৈধ-অবৈধ পথে অনেকে হিন্দি ছবি তুলে দেন ওয়েবসাইটে৷

Logo YouTube weiß mit Rahmen

ইন্টারনেটে হিন্দি ছবির এই বাজারকে এবার নিজেদের দখলে নিতে চায় ইউটিউব৷ গুগলের এই ভিডিও সেবা সংস্থা এবার চালু করেছে একটি চ্যানেল, নাম ‘ইউটিউব বক্স অফিস'৷ এই চ্যানেলে সদ্য মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি ছবি দেখানো হবে বিনামূল্যে৷ তবে, সেখানে থাকবে বিজ্ঞাপন৷ এখন পর্যন্ত যা খবর, তাতে মাসে অন্তত একটি নতুন হিন্দি ছবি দেখানো যাবে এই চ্যানেলে৷

ইতিমধ্যে রণবীর সিং এবং আনুস্কা শর্মার ‘ব্যন্ড বাজা ভারত' ছবিটি ইউটিউবে প্রদর্শন করা হয়েছে৷ তবে হতাশার কথা হচ্ছে, ইউটিউবের এই বিশেষ সেবা শুধুমাত্র ভারতের জন্য৷ অন্য কোনো দেশ থেকে এই পদ্ধতিতে হিন্দি ছবি দেখা যাবেনা, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে এই তথ্য৷

প্রসঙ্গত, ইউটিউবে আগেও হিন্দি ছবি দেখা যেত৷ তবে, সেগুলো ছিল অবৈধ বা চুরি করা ভিডিও৷ সিনেমা নির্মাতা এবং ইউটিউব চোরাদের মধ্যে বেশ লুকোচুরি ছিল হিন্দি ছবি প্রকাশের ক্ষেত্রে৷ এবার ইউটিউবের প্রত্যাশা, নতুন এই উদ্যোগের ফলে পাইরেসি অনেকটাই কমবে৷

ভারতে ইউটিউবের এই বিনামূল্যে হিন্দি সিনেমা প্রদর্শনের সেবার পৃষ্ঠপোষকতা করছে ইন্টেল৷ এছাড়া নতুন ছবি প্রকাশের ক্ষেত্রে নির্মাতার সঙ্গে মুনাফা ভাগাভাগি করবে ইউটিউব৷ এভাবেই ইন্টারনেটে বলিউড বাণিজ্যের এক নতুন ধারা চালু করে দিল ইউটিউব৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ