1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কজ আই হ্যাভ ভ্যাজাইনা রে...'

১৫ সেপ্টেম্বর ২০১৭

নায়কপ্রধান গল্প, তাঁদের স্বেচ্ছাচারিতা, পারিশ্রমিকে বৈষম্য, পরিবারের আধিপত্য, নায়িকাদের পণ্য হিসেবে দেখানো – বলিউডের এমনই সব নির্মম সত্য গানে গানে তুলে ধরেছেন কঙ্গনা রানাউত৷ তুলে ধরেছেন বলিউডের পুরুষতান্ত্রিক মানসিকতাকে৷

Indien Film Bollywood Schauspielerin Kangana Ranaut
ছবি: STRDEL/AFP/Getty Images

ভারতের কমেডি গ্রুপ অল ইন্ডিয়া বাকচোদ বা এআইবি-এর সঙ্গে মিলে নতুন এই গানে অংশ নিয়েছেন কঙ্গনা৷ ‘কজ আই হ্যাভ ভ্যাজাইনা রে' শিরোনামের এই গানের মাধ্যমে তিনি বলেছেন, নারী এখনও বলিউডে কেবলই পণ্য৷ আত্মমর্যাদা নিয়ে থাকতে চাইলে তাই তাঁদের চলে যেতে হয় পর্দার আড়ালে৷

বলিউডে নায়িকারা এখনও পরিচালকদের কাছে এতই কম গুরুত্বপূর্ণ যে তাঁদের নামও কোনো কোনো ক্ষেত্রে মনে রাখতে পারেন না তাঁরা৷ চরিত্র যা-ই হোক না কেন, পরিচালকের কথামতো চটুল সব সংলাপ আউড়ানো আর গানের কথায় নাচতে হয় তাঁদের৷ স্ক্রিপ্টে এ সবের পরিবর্তন চাইলে পুরুষ পরিচালকের তিরস্কার শুনতে হয়, শুনতে হয় ফিল্ম হিট করানোর বাহানা৷ অথচ ঐ একই দাবি নায়ক করলে তিনি ‘স্মার্ট' বলে বাহবা পান৷

প্রতিষ্ঠিত নায়করা নিজের খুশিমতো শুটিং সেটে হাজির হন, স্ক্রিপ্ট না পড়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন৷ কখনও তাঁদের ইচ্ছেমতো নায়িকা নির্ধারণ করা হয়৷ কখনও আবার শুটিং করার পরও সিনেমা থেকে বাদ পড়েন নায়িকারা৷ পঞ্চাষোর্ধ নায়করা এখনও যেখানে দিব্যি তাঁদের অর্ধেক বয়সি নারীদের সঙ্গে সিনেমা করে চলেছেন, সেখানে বিয়ে হলেই নায়িকাদের কপালে আর সিনেমা জুটছে না৷ এ সমস্ত নানা  অসঙ্গতি উঠে এসেছে ভিডিওটিতে৷

মামা-চাচার জোর যে বলিউডেও আছে, সেই প্রসঙ্গও উঠে এসেছে এই গানে৷ যাঁর পারিবারিক ভিত যত মজবুত, তাঁর ক্যারিয়ারও তত স্বর্ণালী ৷ পত্রিকার প্রচ্ছদে নিজের ‘ক্লিভেজ' বা বুকের ভাঁজ দেখাতে যে নায়িকা পিছ-পা হন না, তাঁর চাহিদাও তত বেশি হয়৷

সত্য ও স্পষ্টবাদী হিসেবে খ্যাত কঙ্গনা রানাউতের সঙ্গে এআইবি-র সদস্যরাও অভিনয় করেছেন গানের ভিডিওতে৷

এএম/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ