নায়কপ্রধান গল্প, তাঁদের স্বেচ্ছাচারিতা, পারিশ্রমিকে বৈষম্য, পরিবারের আধিপত্য, নায়িকাদের পণ্য হিসেবে দেখানো – বলিউডের এমনই সব নির্মম সত্য গানে গানে তুলে ধরেছেন কঙ্গনা রানাউত৷ তুলে ধরেছেন বলিউডের পুরুষতান্ত্রিক মানসিকতাকে৷
বিজ্ঞাপন
ভারতের কমেডি গ্রুপ অল ইন্ডিয়া বাকচোদ বা এআইবি-এর সঙ্গে মিলে নতুন এই গানে অংশ নিয়েছেন কঙ্গনা৷ ‘কজ আই হ্যাভ ভ্যাজাইনা রে' শিরোনামের এই গানের মাধ্যমে তিনি বলেছেন, নারী এখনও বলিউডে কেবলই পণ্য৷ আত্মমর্যাদা নিয়ে থাকতে চাইলে তাই তাঁদের চলে যেতে হয় পর্দার আড়ালে৷
বলিউডে নায়িকারা এখনও পরিচালকদের কাছে এতই কম গুরুত্বপূর্ণ যে তাঁদের নামও কোনো কোনো ক্ষেত্রে মনে রাখতে পারেন না তাঁরা৷ চরিত্র যা-ই হোক না কেন, পরিচালকের কথামতো চটুল সব সংলাপ আউড়ানো আর গানের কথায় নাচতে হয় তাঁদের৷ স্ক্রিপ্টে এ সবের পরিবর্তন চাইলে পুরুষ পরিচালকের তিরস্কার শুনতে হয়, শুনতে হয় ফিল্ম হিট করানোর বাহানা৷ অথচ ঐ একই দাবি নায়ক করলে তিনি ‘স্মার্ট' বলে বাহবা পান৷
প্রতিষ্ঠিত নায়করা নিজের খুশিমতো শুটিং সেটে হাজির হন, স্ক্রিপ্ট না পড়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন৷ কখনও তাঁদের ইচ্ছেমতো নায়িকা নির্ধারণ করা হয়৷ কখনও আবার শুটিং করার পরও সিনেমা থেকে বাদ পড়েন নায়িকারা৷ পঞ্চাষোর্ধ নায়করা এখনও যেখানে দিব্যি তাঁদের অর্ধেক বয়সি নারীদের সঙ্গে সিনেমা করে চলেছেন, সেখানে বিয়ে হলেই নায়িকাদের কপালে আর সিনেমা জুটছে না৷ এ সমস্ত নানা অসঙ্গতি উঠে এসেছে ভিডিওটিতে৷
মামা-চাচার জোর যে বলিউডেও আছে, সেই প্রসঙ্গও উঠে এসেছে এই গানে৷ যাঁর পারিবারিক ভিত যত মজবুত, তাঁর ক্যারিয়ারও তত স্বর্ণালী ৷ পত্রিকার প্রচ্ছদে নিজের ‘ক্লিভেজ' বা বুকের ভাঁজ দেখাতে যে নায়িকা পিছ-পা হন না, তাঁর চাহিদাও তত বেশি হয়৷
সত্য ও স্পষ্টবাদী হিসেবে খ্যাত কঙ্গনা রানাউতের সঙ্গে এআইবি-র সদস্যরাও অভিনয় করেছেন গানের ভিডিওতে৷
মাসিক বা ঋতুস্রাব নিয়ে বলিউড তারকাদের ভাবনা
‘মাসিক’ এখনো আমাদের সমাজে একটা ‘ট্যাবু’৷ আর এই ট্যাবুকে ভাঙতে এ বিষয় নিয়ে কথা বলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা৷ কী বলছেন তারা জানুন ছবিঘরে৷
ছবি: AP
কারিনা কাপুর খান
‘‘ঈশ্বর এটা সৃষ্টি করেছেন৷ মাসিক একটা স্বাভাবিক জিনিস৷ তাই আমরা কীভাবে বলতে পারি যে মাসিক চলাকালীন নারীরা অপবিত্র? কেন মেয়েদের এ কারণে নোংরা ভাবা হবে এবং এই একই কারণে মেয়েরা স্কুলে যেতে পারবে না?
ছবি: DW/P. Tewari
টুইঙ্কেল খান্না
‘‘স্যানিটারি প্যাড নিয়ে এমন আচরণ করা হয় যেন এগুলো রেডিওঅ্যাকটিভ আইসোটোপ বা তেজষ্ক্রিয় পদার্থ৷ দোকানে কিনতে গেলে খবরের কাগজ দিয়ে ঢেকে গোপনে দেয়া হয়৷ এটা কী এমন ব্যাপার যে পুরুষরা যদি এই প্যাকেট সম্পর্কে জেনে ফেলে যে এটা ‘হুইসপার উইথ উইংস’ এবং জানার সাথে তারা ভেঙ্গে পড়বে?’’
ছবি: Getty Images/AFP/STR
কঙ্গনা রানাউত
‘‘মাসিকের রক্ত নিয়ে কেউ যদি কথা বলে সেটা নিয়ে মোটেও আমি বিচলিত হই না৷ কেবল এটাকে বিশাল একটা কিছু না ভাবলেই হলো৷ এর ফলেই আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হওয়ার সামর্থ্য জন্মে৷ পুরুষদের শরীরের নির্গত ফ্লুইড নিয়ে যদি এত কথা না হয়, তাহলে মেয়েদের শরীর নিঃসৃত তরল নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই৷’’
ছবি: AP
গুল পানাগ
‘‘ঋতুস্রাব বা মাসিক খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া৷ কোনো মেয়ের এটা নিয়ে অস্বস্তিতে পড়ার কারণ নেই৷ এ বিষয়ে নিশ্চুপ থাকা মানে এ বিষয়ে শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করা, যেটা কিনা মেনোপজের আগ পর্যন্ত আমাদের জীবনের মাসিক ঘটনা৷’’
ছবি: UNI
পরিনীতি চোপড়া
‘‘এটা ভীষণ লজ্জাজনক যে পুরুষরা এখনো মাসিক সম্পর্কে সচেতন নয়৷ এটা আরও দুঃখজনক যে তারা এটাকে সমস্যা বলে মনে করে৷ একবিংশ শতাব্দীতেও আমরা এ ধরনের কথা বলছি!’’
ছবি: Getty Images
কালকি কোচলিন
‘‘যখন আমরা আমাদের মাসিক চলাকালীন সময়টা নির্বিঘ্নে পার করছি, তখন হাজার হাজার মেয়েকে নানা কুসংস্কার ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে৷ তাই আমি মেয়েদের বলতে চাই, সব কুসংস্কার ভেঙ্গে সামনে এগিয়ে চল৷’’
ছবি: AP
শ্রদ্ধা কাপুর
‘‘আমি স্কুলে মাসিক নিয়ে ছেলেদের সঙ্গে মজা করতাম৷ আমার যে মাসিক চলছে সেটাও তাদের জানিয়ে দিতাম৷ তারা বলতো, ‘তুই কীভাবে নির্দ্বিধায় এটা বলিস?’ আমি বলতাম, ‘এই যে আমি বললাম৷’