1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডের হাওয়া পাল্টাচ্ছে

১১ মে ২০১০

এককালে বলিউডে বিবাহিত মহিলাদের ফিল্মে স্থান ছিল না, এক মা’মাসীর ভূমিকায় ছাড়া৷ অপরদিকে নাচগান আর বাস্তবের মধ্যে নাচগানকে বেছে নেওয়ার প্রবণতা তো আছেই৷ কিন্তু এখন দেখা দিচ্ছে ভিন্নধর্মী চিন্তা৷

হেমা মালিনীছবি: UNI

রভিনা ট্যান্ডন ২০০৬ সালের পর আর কোনো ছবি করেননি৷ ব্যস্ত ছিলেন ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানি'কে জীবনসাথী করে তাঁর নিজস্ব জীবননাট্য নিয়ে৷ ‘খিলাড়িওঁ কা খিলাড়ি', ‘দুলহে রাজা', ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' খ্যাত অভিনেত্রী রভিনা আজ ৩৫ বছরে পা দিয়েছেন এবং বলছেন, গত ১৫-২০ বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা বদলে গেছে৷ আজ বিবাহিত মহিলাদেরও চ্যালেঞ্জিং সব রোল অফার করা হয়৷ রভিনা উদাহরণ দিয়েছেন শাবানা আজমি, শর্মিলা ঠাকুর, হেমা মালিনী এবং ঐশ্বর্য্য রায়ের৷

মজার কথা হল, রভিনাও ফিরছেন ছবির জগতে৷ রাজীব ওয়ালিয়া'র ‘অগ্নি'-তে তিনি নায়িকা৷ আবার তাঁর প্রথম বাংলা ছবি হচ্ছে রাজা সেনের ‘ল্যাবোরেটরি', যা আবার রবীন্দ্রনাথের একটি কাহিনীর ভিত্তিতে৷ ছবির তিনটি মূল চরিত্র হল এক বাঙালী বিজ্ঞানী, এক অশিক্ষিতা শিখ মহিলা এবং তাঁর কন্যা৷

ঋত্বিকের স্বপ্ন

নতুন দিল্লীতে ‘কাইটস’-এর রেডিও প্রোমোশনে ঋত্বিক রোশনছবি: UNi

ঋত্বিক বলতে ঋত্বিক রোশন, যিনি ‘কাইটস' ছবি নিয়ে রুপোলি পর্দায় ফিরছেন৷ এবং দৃশ্যত এই ছবিটি করা তাঁর চিন্তায় অনেক পরিবর্তন ঘটিয়েছে৷ ঋত্বিক এখন বলছেন, সততার সঙ্গে তৈরী করা ছবি ভাষার ব্যবধান দূর করতে পারে৷ ঋত্বিক বলছেন, তিনি নেচেকুঁদেই হিরো হয়েছেন৷ এবং ‘ধুম ২' একটি সৎ ছবি৷ অপরদিকে ‘কাইটস' জীবনের এক টুকরো৷ ‘কাইটস'-এর গল্পে ‘ধুম'-এর গান ঢোকানো যায় না৷

অপরদিকে ঋত্বিকের মতে ভারতীয় ছবিগুলি আন্তর্জাতিক বাজারে আমল পায় না কেননা ভারতীয়রা তাদের সাফল্যের ফর্মুলা অনুযায়ী ছবি তৈরী করে যায়৷ ‘‘আমরা আমাদের ছোট্ট পুকুরে ভারী আনন্দে থাকি এবং আমরা জানি, এখানে কি চলে আর কি চলে না৷ এটা খুবই বাণিজ্যিকভাবে প্রভাবিত এবং আমি আর ঐ ধরণের ছবি করতে চাই না,'' বলেছেন ঋত্বিক রোশন৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ