বলিউড তারকাদের মাদক পাচার বা নেয়া নিয়ে কোনো প্রমাণ তাদের হাতে নেই। সংসদে জানিয়ে দিল সরকার।
বিজ্ঞাপন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই অভিযোগ উঠতে শুরু করে বলিউডের নায়ক-নায়িকারা মাদক নেন এবং মাদক চোরাকারবারের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে। মাদক রাখার অভিযোগে সুশান্তের বন্ধু অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর গ্রেফতারের ঘটনা সেই অভিযোগ আরো উসকে দেয়। কঙ্গনা রানাওয়াতের মতো বলিউডের নায়িকা মাদক নিয়ে একের পর এক টুইট করেন। তাঁর দাবি ছিল, ঠিকভাবে তদন্ত করলে প্রচুর বলিউড তারকা মাদক-যোগের জন্য জেলে যাবেন।
সংসদেও এই নিয়ে বিজেপির তারকা সাংসদ রবি কিষেনের সঙ্গে সমাজবাদী পার্টির তারকা সাংসদ জয়া বচ্চনের কথার লড়াই হয়েছে। রবি কিষেন বলিউডের তারকাদের মাদকাশক্তি নিয়ে অভিযোগ করেছিলেন। তার প্রতিবাদ করেন জয়া বচ্চন। তিনি রবির অভিযোগ পুরোপুরি খারিজ করে দেন।
সুশান্ত মৃত্যু-কাণ্ড: গ্রেফতার রিয়া
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জল অনেকদূর গড়়াল। তদন্তে নেমে তাঁর বন্ধু রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে তাঁদের বিরুদ্ধেও রাজনৈতিক চাপে ব্যবস্থা নেয়ার অভিযোগ উঠেছে।
ছবি: IANS
সুশান্তকে মাদক দেয়ার অভিযোগ
সিবিআই, ইডি, নারকোটিক্স ব্যুরোর দীর্ঘ জেরার পর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হলো। সুশান্তকে মাদক সরবরাহের অভিযোগে। অর্থাৎ, সুশান্তকে হত্যা করা হয়েছে এমন কথা সিবিআই এখনো বলছে না। রিয়া সুশান্তকে হত্যা করেছে, এমন অভিযোগ এখনো করা হয়নি। ৫৯ গ্রাম মারিজুয়ানা ও অন্য মাদক রাখা এবং সুশান্তকে দেয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
ছবি: AFP/S. Jaiswal
রিয়া মুম্বইয়ের জেলে
গ্রেফতারের পর রিয়াকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে রাখা হয়। রাত কাটাতে হয় সেখানে। তারপর রিয়া চক্রবর্তীকে মুম্বইয়ের বাইকুল্লা জেলে রাখা হয়েছে। সেখানেই মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ভিমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত সুধা ভরদ্বাজ এই জেলেই বন্দি।
ছবি: picture-alliance/NurPhoto/H. Bhatt
রিয়ার ভাইও গ্রেফতার
রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ হলো তিনি মাদক চক্রের সঙ্গে জড়িত। তিনি নাকি সুশান্তের দুই সহযোগী স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্তের সঙ্গে জোট বেঁধে সুশান্তকে মাদক সরবরাহ করতেন। এই অভিযোগ সত্যি হলে তো সুশান্তের ঘাড়েও মাদক সেবনের অভিযোগ চাপবে।
ছবি: AFP/B. Koyande
বলিউড ও মাদক
বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের বিরুদ্ধে মাদক নেয়ার অভিযোগ আজকের নয়, অনেক পুরনো। অনেকের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। অতীতের দুই খ্যাতনামা অভিনেত্রীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল। হাল আমলের অনেকের বিরুদ্ধে আছে। তবে একমাত্র মাদক নেয়ার কথা প্রকাশ্যে এসেছিল সঞ্জয় দত্তের ক্ষেত্রে। তাঁর বাবা সুনীল দত্ত অনেক চেষ্টা করে তাঁকে মাদকের নেশা থেকে বের করে আনেন।
ছবি: IANS
কৃতিত্ব দাবি বিজেপি-র
রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পরেই তার কৃতিত্ব দাবি করল বিজেপি। দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, মহারাষ্ট্র সরকার ৬৫ দিন তদন্ত করেও কোনো পদক্ষেপ নিতে পারেনি। সিবিআই ১৯ দিনেই রিয়াকে গ্রেফতার করল। উদ্ধব ঠাকরে সরকার রিয়াকে বাঁচাবার চেষ্টা করছিল। বিরোধীদের অভিযোগ, রিয়াকে বলির পাঁঠা করা হলো।
ছবি: IANS
কঙ্গনার বিস্ফোরক অভিযোগ
গত ১৪ জুন সুশান্তের দেহ উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। তার পরের দিন থেকেই কঙ্গনার টুইটার-বোমা চালু আছে। তিনি একের পর এক বলিউডের অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। তাঁরাই সুশান্তকে বিশাদগ্রস্ত করেছেন। খারাপ ব্যবহার করেছেন। তাঁর দাবি, সুশান্ত আত্মহত্যা করেননি।
ছবি: STRDEL/AFP/Getty Images
কঙ্গনার মুখে রামমন্দির
কঙ্গনাকে ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কঙ্গনার সঙ্গে এখন শিবসেনার সরাসরি সংঘাত লেগেছে। তাঁর মণিকর্ণিকা ফিল্মসের অফিস বেআইনি বলে তা ভাঙতে শুরু করেছে পুরসভা। কঙ্গনার অভিযোগ, আবার বাবর এসেছে এবং রামমন্দির ভাঙা হচ্ছে। কারণ, তিনি অযোধ্যা নিয়ে সিনেমা করছিলেন।
ছবি: Getty Images
বিতর্কের ছোঁয়া পশ্চিমবঙ্গ রাজনীতিতে
প্রথমে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটার-ব্যস্ত অভিনেত্রীকে কেন ওয়াই প্লাস নিরাপত্তা দেয়া হলো? এরপর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কম্যান্ডো নিরাপত্তা কেন দেয়া হয়? বাবুল সুপ্রিয়কে তৃণমূলের তারকা সাংসদ নুসরতের প্রশ্ন, ''রোজ ভ্যালি চিট ফান্ডকে তুলে ধরা ছাড়া আপনার উল্লেখযোগ্য অবদান কী, যার জন্য আপনি ‘জেড’ নিরাপত্তা পাচ্ছেন?''
ছবি: cc-by/www.bollywoodhungama.com
রিয়ার পাশে বলিউডের তারকারা
গ্রেফতার হওয়ার সময় রিয়া একটা টি শার্ট পরেছিলেন, যাতে লেখা, 'আমি আর আপনি মিলে পিতৃতান্ত্রিকতা ভাঙি।' এরপর করিনা কাপুর খান, বিদ্যা বালান, সোনম কাপুর, অনুরাগ কাশ্যপ, শাবানা আজমি, জোয়া আখতার, অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা সহ বলিউডের একাধিক তারকা সেই লেখা তুলে ধরে টুইট করেছেন। করিনা বলেছেন, অন্যের বিষয় হলে সকলে উইচ হান্ট করতে ভালোবাসে। অনেকে জাস্টিস ফর রিয়া হ্যাশট্যাগও শেয়ার করছেন।
ছবি: DW/P. Tewari
মিডিয়া ট্রায়াল
সুশান্ত সিং রাজপুতকে নিয়ে শুরু হয়েছে মিডিয়া ট্রায়াল। কিছু মিডিয়ার বিচারে রিয়াকে পুরোপুরি কঠগড়ায় তুলে দেয়া হয়েছে। কিছু চ্যানেলের দৈনিক বিচারসভায় সুশান্তের মৃত্যুকে হত্যা এবং রিয়াকে অপরাধী করে বিচারপর্বও শেষ। সামাজিক মাধ্যমেও রিয়াকে জাদুকরী, বাঙালি ব্ল্যাক ম্যাজিশিয়ান বলে কতরকম পোস্ট করা হয়েছে। রিয়ার বাবাও টুইট করে বলেছেন, একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করার জন্য ভারতকে অভিনন্দন।
ছবি: Reuters/F. Mascarenhas
বিহার ও মহারাষ্ট্রের জন্য?
বিরোধী নেতাদের দাবি, সুশান্তকে নিয়ে এই আলোড়নের কারণ রাজনৈতিক। বিহারে ভোট আসছে। সুশান্ত আদতে বিহারের ছেলে। তাই তাঁকে সামনে রেখে সহানুভূতি পাওয়ার লড়াইয়ে নেমেছে বিজেপি তথা এনডিএ। আর মহারাষ্ট্রে তাঁরা যে কোনো ভাবে সরকার ফেলতে চায়। বিজেপি অবশ্য বলছে, তাঁরা সুশান্তকে ন্যায় দেয়ার চেষ্টা করছে মাত্র।
ছবি: AFP/S. Jaiswal
11 ছবি1 | 11
বিতর্ক যখন জোরদার, তখনই সরকারের তরফে জবাব এলো, বলিউডেরসঙ্গে মাদক যোগের কোনো প্রমাণ নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি একটি প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, কোভিড লকডাউনের সময়ে এই মাদক যোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে গত ২৮ অগাস্ট মুম্বইয়ে নারকোটিক্স ব্যুরো একটি অভিযান চালায়। সেখানে গাঁজা, চরস, এলএসডির মতো মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।