1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা

১৪ জুন ২০২০

মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন বলিউডের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত৷ এখনও তার আত্মহত্যার কারণ জানা যায় নি, কোন ‘সুইসাইড নোটও’ মেলেনি৷

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা
ছবি: picture-alliance/Everett Collection

৩৪ বছর বয়সী সুশান্ত একের পর এক চলচ্চিত্রে নিজের অভিনয় দিয়ে নজর কেড়েছেন৷ ‘কাই পো ছে' দিয়ে বলিউডে অভিষেক তার, শেষ দেখা গেছে নেটফ্লিক্স চলচ্চিত্র ‘ড্রাইভ'-এ৷ রোববার সকালে বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে দেরিতে ঘুমাতে গিয়েছিলেন সুশান্ত সিং৷ দুপুর পর্যন্তও কোন সাড়া না পেয়ে তার বন্ধুদের খবর দেন গৃহকর্মী৷ পরে তারা দরজা ভেঙ্গে তরুণ এই অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷

সুশান্ত বিষন্নতায় ভুগছিলেন বলে নিউজ নেটওয়ার্ক ‘আজ তাক'কে জানিয়েছেন তার বন্ধুরা৷ স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত ৯ জুন তার ম্যানেজার দিশা সালিয়ানও একটি ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন৷

সুশান্ত এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তরুণ প্রতিভাবান এই অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন বলে টুইটে উল্লেখ করেন তিনি৷ 

সুশান্ত তার অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায়৷ ‘পবিত্র রিশতা’ নামের একটি সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করে ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন৷ ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘কাই পো ছে'তে৷ এরপর অভিনয় করেছেন ‘শুধ দেশি রোমান্স’, আনুশকা শর্মার বিপরীতে ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ মত জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে৷ ‘কেদারনাথ’ এ  অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি সবাইকে৷ সবশেষ কাজ করেছেন ‘দিল বেচারা'তে, যা এখনও মুক্তির অপেক্ষায় আছে৷

এদিকে ইরফান খান এবং ঋষি কাপুরের পর সুশান্তের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড অঙ্গনে৷ অনেকেই টুইট করে তাকে স্মরণ করেছেন৷ অক্ষয় কুমার খবরটি শুনে  বাকরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন৷ অজয় দেবগন লিখেছেন এমন মৃত্যুর খবর সত্যিই দুঃখজনক৷ এছাড়া তরুণ আর প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুর খবরে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন শচিন টেন্ডুলকারও৷

এফএস/জেডএ (টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ