1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানি

২০ জানুয়ারি ২০১৩

কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিষয়ক একটি ভারতীয় ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার৷ এমন এক সময় এই ছবি মুক্তি পেল, যখন কিনা নতুনদিল্লিতে গণধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কের মুখে রয়েছে বলিউডও৷

ছবি: dapd

ছবির নাম ‘ইনকার' মানে অস্বীকার৷ অপরাধ এবং ভালোবাসার মিশ্রণে তৈরি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একটি বিজ্ঞাপনী সংস্থার পুরুষ প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল৷ এবং উচ্চাভিলাষী নারী মায়া, যে কিনা কাজ করে সেই প্রতিষ্ঠানে৷ বিজ্ঞাপনী সংস্থাটির প্রসারে মায়ার ভূমিকাও অনেক৷ কিন্তু হঠাৎ করেই একদিন রাহুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে সে৷ আর সেই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে রাহুল৷

ছবিতে রাহুল এবং মায়া এক সমাজকর্মীর সঙ্গে সাক্ষাৎকারে তাদের অতীত সম্পর্কে জানায়৷ দুই সহকর্মীর মধ্যে সম্পর্ক, ভালোলাগা, হয়রানি - সবকিছুই এতে তুলে ধরা হয়েছে ফ্ল্যাশব্যাক আকারে৷

এখানে বলা প্রয়োজন, বলিউডে এধরনের বিষয় নিয়ে সাধারণত ছবি তৈরি করা হয় না৷ মোটের উপর এমন এক সময় এই ছবি মুক্তি পেয়েছে, যখন কিনা গণধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কের আঁচ লেগেছে বলিউডে৷ হিন্দি ছবিতে অত্যন্ত স্বল্প পোশাকে মেয়েদেরকে যেভাবে উপস্থাপন করা হয়, তা ভারতের মূল্যবোধের সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে চলছে বিস্তর আলোচনা৷

ভারতে মহিলারা এখন অফিসের কর্মী এবং সেই হিসেবে পুরুষদের সহকর্মীছবি: AP

প্রসঙ্গত, গত মাসের ১৬ তারিখ দিল্লিতে একটি বাসে গণধর্ষণের শিকার হন এক ২৩ বছর বয়সি তরুণী৷ এই ঘটনার কয়েকদিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি৷ তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে ফুঁসে ওঠে গোটা ভারত৷ অভিযুক্ত ধর্ষণকারীদের এখন দ্রুত আদালতে বিচারের ব্যবস্থা করা হয়েছে৷

ইনকার ছবির পরিচালক সুধীর মিশ্র অবশ্য বলেছেন, গণধর্ষণ বিতর্কের মধ্যেই তাঁর ছবিটি মুক্তি দেওয়ার পেছনে বিশেষ কোন কারণ নেই৷ বরং এটি একটি কাকতালীয় ঘটনা৷ তবে ভারতের আধুনিক এবং দ্রুত এগিয়ে যাওয়া জীবনধারার এক অন্ধকার দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে৷

ইনকার ছবিতে ভারতের কর্মপরিবেশকে আলাদা আলাদাভাবে পুরুষ এবং নারীর দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে বলেও জানান মিশ্র৷

এদিকে, শুক্রবার ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ কেউ কেউ বলছেন, যৌন হয়রানির মতো কঠিন ইস্যু নিয়ে এটি তৈরি করা হলেও শেষতক পুরুষের আধিপত্যই ফুটে উঠেছে৷ অন্যরা বলছেন, ইনকারে কর্মক্ষেত্রের এক অন্ধকার দিক তুলে ধরা হয়েছে, এরকম ছবি আরো বেশি করে তৈরি করা উচিত৷

এআই / এসি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ