1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড ও মাজার

২৪ জুলাই ২০১২

স্কার্ট পরেই আজমির শরিফে ঢুকতে চেয়েছেন এক বলিউড তারকা৷ আর তাতে খেপেছেন এই মাজারের প্রধান জয়নুল আবেদিন আলি খান৷ বলিউড তারকাদের এই ভণ্ডামি থেকে মাজারকে মুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি৷

Golden Temple, Sikhism's holiest shrine lights up under fireworks during Diwali celebrations, in Amritsar, India, Friday, Nov. 12, 2004. Diwali, the festival of lights, is being celebrated across India. (AP Photo/Aman Sharma) Diwali, das das Festival der Lichter ist, kennzeichnet das Ende von einem kommerziellen Jahr und den Anfang von anderen. Häuser werden mit Öl lampen verziert.
ছবি: AP

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়নুল আবেদিন আলি খান মাজারের পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ করে বলিউড তারকাদের প্রতি৷ তিনি বলেন, অনেক চলচ্চিত্র তারকা এই মাজারে তাদের ছবির সিডি নয়তো ডিভিডি নিয়ে আসেন৷ তারপর সেই ছবির ব্যবসায়িক সাফল্য কামনা করে প্রার্থনা করেন৷ অথচ বেশিরভাগ ছবিগুলো অশ্লীলতায় ভরা৷

এইভাবে ছবির জন্য আজমির শরিফে আসা এবং একে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা পুরোপুরি ইসলাম বিরুদ্ধ, বলে মত দেন জয়নুল আবেদিন আলি খান৷ মানুষ এই জায়গাতে আসে তাদের ধর্মীয় উদ্দেশ্য নিয়ে, অথচ বলিউডের নামজাদা সব তারকা এখানে আসছেন তাদের ব্যবসা বাড়াতে৷ স্বাভাবিকভাবেই এজন্য তাদের তীব্র সমালোচনা করেন আজমির শরিফের প্রধান৷

ভারতের রাজস্থানে বিখ্যাত পীর মইনুদ্দিন চিশতির মাজার এই আজমির শরিফ৷ মুসলমান তো বটেই, এমনকি হিন্দুদেরও অন্যতম তীর্থস্থান এই মাজার৷ আর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো বলিউড তারকারাও ইদানিং এখানে এসে ঢু মারছেন৷ দিন কয়েক আগে এখানে ঘুরে গিয়েছেন ক্যাটরিনা কাইফ আর কারিনা কাপুর৷ জয়নুল আবদিন আলি খান কারও নাম না বললেও জানিয়েছেন স্কার্ট পরেই এক তারকা মাজার শরিফে ঢুকে গিয়েছিলেন৷ মাজারের এই অবমাননায় ভীষণ খেপেছেন তিনি৷ বলেছেন, এভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা খুবই আপত্তিকর৷

আরআই / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ