জাতিসংঘের অভিবাসী শিবির তুলে দিল বসনিয়ার পুলিশ। অভিবাসীদের পাঠিয়ে দেয়া হয়েছে প্রত্যন্ত এলাকায়, যেখানে সুযোগসুবিধা অনেক কম।
বিজ্ঞাপন
বসনিয়ার উত্তর পশ্চিমে জাতিসংঘের শিবির থেকেই উচ্ছেদ করা হলো অভিবাসীদের। কয়েকশ অভিবাসীকে নিয়ে চলে যাওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলে। জাতিসংঘের ওই শিবির বন্ধ করে দেয়া হয়েছে।
ওই শিবিরে মূলত অল্পবয়সীরা থাকতেন। তাঁদের যে শিবিরে পাঠিয়ে দেয়া হয়েছে সেটা অনেক দূরে। সেখানে সুযোগ সুবিধা নেই। শীত আসছে। শীতের জন্য উপযুক্ত ব্যবস্থাও নেই সেখানে। আর সেই শিবিরে এমনিতেই প্রচুর অভিবাসী আছেন। তাঁরাই গাদাগাদি করে থাকেন।
জাতিসংঘের অভিবাসন এজেন্সি অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তরফ থেকে এক আধিকারিক টুইট করে জানিয়েছেন,'' ৩৫০ জন অভিবাসীকে জোর করে বিরা থেকে লিপার শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। লিপার শিবির এমনিতেই ভর্তি।''
বসনিয়া-হ্যারৎসেগোভিনায় শরণার্থীদের শীত
শীতের প্রকোপে মানবেতর দিন পার করছেন বসনিয়া-হ্যারৎসেগোভিনার ভুচিয়াক ক্যাম্পের শরণার্থীরা৷ অস্থায়ী এই ক্যাম্পের পরিবেশ এমনিতেই নোংরা আর অস্বাস্থ্যকর৷ সেই সঙ্গে শীতের কারণে আরও বিপাকে পড়েছেন সেখানে আশ্রয়গ্রহণকারীরা৷
ছবি: Reuters/M. Djurica
কেন বসনিয়া-হ্যারৎসেগোভিনায়?
ইউরোপে প্রবেশের জন্য নতুন নতুন পথ খুঁজে নিচ্ছে অভিবাসীরা৷ তারই একটি বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্ত৷ সেখান দিয়ে তারা পাড়ি জমাতে চান মধ্য আর পশ্চিম ইউরোপে৷
ছবি: DW/D. Planert
ঠাঁই ময়লার ভাগাড়ে
বর্তমানে বসনিয়া-হ্যারৎসেগোভিনায় ৭,০০০-৮,০০০ অভিবাসী শরণার্থী রয়েছে৷ তবে তাদের অধিকাংশই আটকা পড়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের ছোট্ট শহর বিহাকে৷ সেখানকার ক্যাম্পগুলো এরইমধ্যে ধারণক্ষমতা অতিক্রম করেছে৷ আর সেজন্যেই পরিত্যক্ত ময়লার ভাগাড়ে গড়ে তোলা হয়েছে নতুন এক ক্যাম্প৷
ছবি: Reuters/M. Djurica
শীতের সঙ্গে বসবাস
অস্থায়ী এই ক্যাম্প অঞ্চলে অক্টোবর থেকেই প্রচণ্ড ঠান্ডা নামতে শুরু করেছে৷ এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে৷ ঠান্ডা থেকে বাঁচার জন্য অভিবাসীদের কাছে নেই পর্যাপ্ত কাপড়৷ এমনকি অনেকের পায়ের জুতাটিও নেই৷ দানের পোশাক আর কম্বলই তাদের একমাত্র ভরসা৷
ছবি: Reuters/M. Djurica
ধোঁয়া অথবা মৃত্যু
পাতলা তেরপলের পর্দা ভেদ করে ঠিকই ঠান্ডা ঢুকে পড়ে তাবুর ভেতরে৷ সেজন্য আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন কয়েকজন শরণার্থী৷ তাদের মধ্যে আছেন সিরিয়ান, আফগান ও পাকিস্তানি৷ আগুনের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হলেও তা শীতে মৃত্যুর চেয়ে নিশ্চয়ই ভাল৷
ছবি: Reuters/M. Djurica
মৃত্যু অনিবার্য
ক্যাম্পটি বন্ধ করে শরণার্থীদের জন্য আরো উন্নত ব্যবস্থার উদ্যোগ নিতে বসনিয়া সরকারের প্রতি আর্জি জানিয়ে আসছে দাতা সংস্থাগুলো৷ জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন তার একটি৷ তাদের পশ্চিম বলকান সমন্বয়ক পিটার ফন দেয়ার আউয়েরায়ের্ট বলেন, ‘‘শীতের সময়টা সেখানে কাটালে মানুষগুলোর কয়েকদিন বা সপ্তাহর মধ্যেই মৃত্যু ঘটবে৷’’
ছবি: Reuters/M. Djurica
ইউরোপ কত দূর
ভুচিয়াক থেকে ক্রোয়েশিয়ার দুরত্ব মাত্র আট কিলোমিটার৷ দুই দেশের মধ্যে অরক্ষিত সীমান্তপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে চান শরণার্থীরা৷ কেউ সফল হন, কেউ ব্যর্থ হয়ে ফিরে আসেন ক্যাম্পে৷ যেমনটা ঘটেছে সিরিয়ার এই তিন ব্যক্তির ক্ষেত্রে৷ সীমান্ত পাড়ির এই পথে আছে ল্যান্ডমাইনের ভয়ও৷ যেগুলো ১৯৯০ সালে যুগোস্লাভিয়া যুদ্ধের সময় পুঁতে রাখা হয়েছিল৷
ছবি: Reuters/M. Djurica
ঠান্ডা জলে গোসল
বোতল ভর্তি ঠান্ডা পানিই গোসলের একমাত্র উপায়৷ ক্যাম্পের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় আশ্রয় নেয়াদের বিভিন্ন রোগ লেগেই থাকে৷ খোস-পাঁচড়ার মত সমস্যা ক্রমশ ছড়াচ্ছে৷ নেই তেমন কোন স্বাস্থ্য সেবার ব্যবস্থা৷ গুরুতর কোন অসুখে পড়লেই কেবল হাসপাতালে যাওয়ার সুযোগ পান তারা৷
ছবি: Reuters/M. Djurica
বিশ্ব থেকে বিচ্ছিন্ন
ক্যাম্পে পানি আর বিদ্যুৎ দুইয়েরই অভাব আছে৷ যাদের কাছে মোবাইল আছে তারা কিছুটা ভাগ্যবান, পরিবার, বন্ধুবান্ধব আর পাড়ি জমানোর জন্য যোগাযোগের সুযোগ পান তারা৷ কিন্তু অনেক শরণার্থী জানিয়েছেন, সীমান্তে ক্রোয়েশিয়ার পুলিশ তাদের মোবাইল নষ্ট করে ফেলেছে৷ যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রোয়েশিয়া৷
ছবি: Reuters/M. Djurica
ভাল থাকার চেষ্টা
শত কষ্টের মধ্যেও আনন্দে থাকার উপলক্ষ খোঁজেন এসব অভিবাসী৷ রেডক্রস যা সরবরাহ করে তা দিয়ে বড়জোর দিনে দুইবেলা উদরপূর্তি হয়৷ সংস্থাটির অভিযোগ সেখানকার কেন্দ্রীয় সরকার অভিবাসীদের পর্যাপ্ত সহযোগিতা দেয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে৷
ছবি: Reuters/M. Djurica
মুক্তির স্বপ্ন
তাবুর বাইরে আগুন জ্বালিয়েছেন শরণার্থীরা৷ সবাই মিলে কিছুটা উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন৷ এই মানুষগুলো ভুচিয়াক ক্যাম্পের কষ্টকর জীবন পেছনে ফেলে এগিয়ে যেতে চান তাদের স্বপ্নযাত্রায়৷ কেননা, ‘‘আমি স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ায় প্রাণীদের ব্যবস্থা দেখেছি, যা এই ক্যাম্পের চেয়ে উন্নততর,’’ বলেন এক আফগান ৷ তাঁর মতে, ‘‘এটি কোনো ক্যাম্প নয়৷ এখানে মানুষের জন্য কোন জায়গা নেই৷’’
ছবি: Reuters/M. Djurica
10 ছবি1 | 10
তিনি টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে লিপার শিবিরের করুণ অবস্থা। ওই আধিকারিকের মতে, বেশ কিছু অভিবাসী ক্রোয়েশিয়া সীমান্তের শহর বিহাচের দিকে হাঁটতে শুরু করেছেন। লিপি থেকে এই শহরের দূরত্ব ২০ কিলোমিটার।
সংবাদসংস্থা এএফপি-কে জাতিসংঘের আধিকারিক জানিয়েছেন, লিপি-র শিবির শীঘ্রই বন্ধ করে দিতে হবে। কারণ, এটা গরমের সময়ের শিবির। শীতে লিপিতে অভিবাসীদের শিবির চালানো সম্ভব নয়।
বসনিয়ার কর্তৃপক্ষের দাবি, তাঁরা একেবারে ঠিক কাজ করেছেন। কারণ, লিপিতেই অভিবাসীদের ভালো সুযোগ-সুবিধা দেয়া যাবে। স্থানীয় এক সরকারি আধিকারিকের দাবি, লিপাতে প্রচুর জায়গা আছে। সেখানে দুই-তিন হাজার অভিবাসীকে অনায়াসে রাখা সম্ভব। দরকার হলে সরকার যাবতীয় সাহায্য দেবে।
অভিবাসীদের সুব্যবস্থার জন্য ইইউ বসনিয়াকে ৬ কোটি ডলার দিয়েছে।