1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসনিয়া যুদ্ধের ওপর ছবি করলেন জোলি

১১ ডিসেম্বর ২০১১

বসনিয়া যুদ্ধের ওপর নির্মিত হলিউডের নতুন ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৩ ডিসেম্বর৷ তার আগেই সব মহল থেকে প্রশংসা পাচ্ছেন ছবির পরিচালক হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি৷

Die US-amerikanische Schauspielerin Angelina Jolie posiert am Mittwoch, 18. August 2010, in Berlin bei einem Pressetermin zum Film "Salt". Der Film kommt 19. August in die deutschen Kinos. (apn Photo/Berthold Stadler) --- U.S. actor Angelina Jolie poses for the photographers on occasion of the German premiere of the film "Salt" Wednesday, Aug. 18, 2010, in Berlin. (apn Photo/Berthold Stadler)
অ্যাঞ্জেলিনা জোলিছবি: AP

অস্কার বিজয়ী হলিউডের অভিনেত্রী জোলির এটিই প্রথম ছবি পরিচালনা৷ আর প্রথম ছবিটিই তিনি করলেন বসনিয়া যুদ্ধের মত ঐতিহাসিক ঘটনা নিয়ে৷ ছবির নাম ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি'৷ এতে দেখানো হয়, সার্ব এক সৈন্য খুঁজে পায় তার সাবেক বসনীয় প্রেমিকাকে যে কিনা বন্দি শিবিরে আটক রয়েছে৷ ছবিটিতে নেই হলিউডের নামিদামি কোন তারকা৷ বরং বসনিয়ার স্থানীয় চলচ্চিত্র শিল্পীরাই এতে অভিনয় করেছেন৷ বসনিয়া যুদ্ধের প্রত্যক্ষদর্শী এসব শিল্পীদের অভিনয়ে ফুটে উঠেছে সেব্রেনিৎসা গণহত্যা সহ ভয়াল সেই দিনগুলো৷ সেই যুদ্ধ কভার করা ব্রিটিশ সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর ভূয়সী প্রশংসা করেছেন জোলির নতুন ছবির৷ ছবি সম্পর্কে তাঁর মন্তব্য, এটি সত্যিই খুব সাহসী এবং কঠিন সিদ্ধান্ত৷

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি'র পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি বলেন, দুই ঘণ্টা ধরে এই ছবিটি দেখা সত্যিই খুব কঠিন৷ আমরা চাই মানুষকে বোঝাতে যুদ্ধে বেঁচে থাকাটা আসলে কেমন৷ এবং আমরা চাই যে কোনভাবে এসব যুদ্ধ বন্ধ হোক৷

উল্লেখ্য, জোলির ছবিটি চলতি মাসে মুক্তি পাবে প্রথমে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রেক্ষাগৃহে৷ এরপর আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডস, তুরস্ক, বেলজিয়াম এবং ফ্রান্সে এটি মুক্তি পাবে৷

২০১০ সালে বসনিয়া সফরের সময় বসনীয় এক পরিবারের মাঝে জোলিছবি: AP

ঢাকায় আসছে তারেক মাসুদের রানওয়ে

এদিকে আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় মুক্তি পাচ্ছে প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের সর্বশেষ চলচ্চিত্র ‘রানওয়ে'৷ বার্তা সংস্থা বিডিনিউজ জানিয়েছে, একুশে বইমেলা উপলক্ষে ছবিটিকে ঢাকায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে তার আগে শনিবার ছবিটি মাদারীপুরে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে৷ সেখানে সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে৷ এই প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন কমিটি৷ এদিকে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় আসবে ‘রানওয়ে'৷ একুশে বইমেলা উদযাপন উপলক্ষে ছবিটি ঢাকায় প্রদর্শন করা হবে৷ গত বছরের ডিসেম্বর মাসে চট্টগ্রামে প্রদর্শনের মাধ্যমে ‘রানওয়ে'র প্রদর্শনযাত্রা শুরু হয়৷ এরপর থেকে দেশের অন্তত ৪০টি জায়গায় ছবিটি দেখানো হয়েছে৷

ক্যাথরিন মাসুদ জানান, তারেক মাসুদ সবসময় চেয়েছিলেন চলচ্চিত্রকে ঢাকাকেন্দ্রিক না করে সারা দেশে ছড়িয়ে দিতে৷ তাই রাজধানী ঢাকার আগেই দেশের অন্যান্য জায়গায় তাঁর ছবির প্রদর্শন শুরু হয়৷ চট্টগ্রামের পর সিলেট, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর সহ নানা অঞ্চল পার হয়ে রানওয়ে এতো পরে আসছে ঢাকাতে৷

উল্লেখ্য, গত আগস্ট মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিন্নধারার চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ