1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসন্তেও হাড় কাঁপানো শীত, কারণ উষ্ণায়ণ

২৯ মার্চ ২০১৩

জার্মানিতে এখনো প্রচণ্ড শীত৷ অবাক করা ব্যাপার, কোথায় বসন্তের মৃদুমন্দ হাওয়ায়, ঝলমলে আকাশের নীচে ফুরফুরে মেজাজে রোদ পোহাবে সবাই, তা নয়, শীতে সবাই জুবুথুবু৷ কারণ নাকি উষ্ণতা!

ছবি: picture-alliance/dpa

অদ্ভুত শোনাতে পারে, তবে বিজ্ঞানীরা বেশ তথ্যানুসন্ধান আর গবেষণা করেই এসেছেন এই সিদ্ধান্তে৷ ক'দিন আগে জার্মানির এক পত্রিকায় ছাপা হয়েছে দুটি ছবি৷ একটিতে দেখানো হয়েছে গত বছরের মার্চে সংক্ষিপ্ত পোষাকে দিব্যি সূর্যস্নান করছেন আবাল-বৃদ্ধ-বণিতা৷ পরেরটি চলতি মাসের৷ সেখানে সবাই গায়ে পোশাকের পোশাক চাপিয়েও শীতের কষ্ট সয়ে নেমেছে ঘরের বাইরে৷ ইউরোপ এবং পূর্ব ইউরোপের বড় একটা অংশ জুড়েই চলছে এই অবস্থা৷ চলছে তুষার আর বরফের উৎপাত৷ তারা আড়াল হলে গম্ভীর আকাশের নীচে কনকনে ঠাণ্ডা হালকা ঝড়ো হাওয়ার দাপট৷ জীবন অতীষ্ঠ! বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের উষ্ণায়নই নাকি নাটের গুরু৷ এক হিসেবে দেখা গেছে ১৯৭৯ সালে যখন উপগ্রহের মাধ্যমে পরিমাপ শুরু হলো তখন উত্তর মেরুতে ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল বরফ আর বরফ৷ গত বছর সেই বরফ গলে কমতে কমতে এসে ঠেকেছে ৩৪ লক্ষ বর্গ কিলোমিটারে! বরফ তো উত্তাপেই গলে৷ সেই উত্তাপের কারণ ‘উষ্ণায়ণ'/এর কুপ্রভাব ছাড়া কী হবে!

তা সেই উত্তর মেরুর বরফ গলে অসময়ে ঠাণ্ডা বাড়িয়েছে ইউরোপ আর উত্তর ইউরোপে৷ ভাববেন না, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান পাকিস্তান, আফগানিস্তান বা আশপাশের এলাকায় থাকলেও নিজেদের নিরাপদ ভাববেন না যেন! প্রকৃতির দিকে তাকান৷ প্রকৃতি বিরূপ হলে কিন্তু রক্ষা নেই কারো!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ