1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ‘বসন্ত’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ ফেব্রুয়ারি ২০১৩

ঢাকার সব পথ গিয়ে মিশেছে একটি চত্তর শাহবাগে৷ কেউ বলছেন প্রজন্ম চত্তর৷ আবার কেউ বলছেন শাহবাগ স্কোয়ার৷ বাংলাদেশের বসন্তে সবার দাবি রাজাকারদের ফাঁসি, কাদের মোল্লার ফাঁসি৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি৷

An effigy of a snake is pictured as Bangladeshi social activists and bloggers participate in a demonstration demanding the death sentence for the country's war criminals during a nationwide strike in Dhaka on February 6, 2013. Police fired rubber bullets Wednesday at hundreds of activists from Bangladesh's largest Islamic party during a second day of rioting sparked by the conviction of a top opposition figure for war crimes. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: Getty Images

তৃতীয় দিনে শাহবাগে মানুষের ঢল আরো বেড়েছে৷ নানা শ্রেণি, পেশা আর বয়সের মানুষ একাত্ম হচ্ছেন৷ অংশ নিচ্ছেন তরুণ প্রজন্মের এই অভূতপূর্ব জাগরণে৷ তাঁদের সবার মুখে একটিই কথা কাদের মোল্লার ফাঁসি ছাড়া ঘরে ফিরবেন না, মাঠে থাকবেন যতদিন প্রয়োজন ততদিন৷ তাঁদের দাবি সব যুদ্ধাপরাধীর ফাঁসি৷

বৃহস্পতিবারের সমাবেশ রাজনৈতি দলের মতো নেতাদের বক্তৃতার সমাবশে নয়৷ এই সমাবেশ মূলত একাত্মতা আর সংহতি প্রকাশ করা মানুষের আরো অধিক জমায়েত৷ আরো তীব্র করে দাবিকে তুলে ধরার সমাবেশ৷

কেউ বলছেন প্রজন্ম চত্তর, কেউ আবার শাহবাগ স্কোয়ার...ছবি: picture alliance/ZUMA Press

এই সমাবেশে মেহনতি, খেটে খাওয়া মানুষও কাজ ফেলে অংশ নিয়েছেন৷ তাঁদের খাবরের জন্য অকাতরে যে যাঁর মতো তহবিলে টাকা দিচ্ছেন স্বেচ্ছায়৷

মুক্তিযোদ্ধারা ছুটে আসছেন৷ শুধু দেশের নয়, প্রবাসী মুক্তিযোদ্ধারাও আসছেন৷ তাঁদের কথা, ফাঁসি না দেখে দেশ ছাড়বেন না৷ এছাড়া, বুদ্ধিজীবী আর সুশীল সমাজের নাগরিকরাও একাত্ম হচ্ছেন৷ জানাচ্ছেন সংহতি৷ তবে তাঁরা বলছেন এই আন্দোলনের নেতৃত্ব যেন ভুল কোনো হাতে না যায়৷

এই আন্দোলন ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর সহ সব বিভাগ ও জেলা শহরে৷ সেখানেও নেমেছে মানুষের ঢল৷ সিলেটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কাদের মোল্লার মতো যুদ্ধাপরাদীর যাবজ্জীবন কারাদণ্ড মেনে নেয়া যায় না৷ আর সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হন ইনু বলেছেন, জামায়াতকে কিভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে কাজ শুরু করেছে সরকার৷

আগামীকাল শুক্রবার শাহবাগে হবে মহাসমাবেশ৷ তবে শাহবাগ ছাড়ছেন না তরুণ প্রজন্ম৷ তাঁদের অবস্থান চলতেই থাকবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ