1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্তি জীবন

৬ এপ্রিল ২০১২

সরকারের সহযোগিতা পেলে ঢাকার বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা করতে প্রস্তুত বাংলাদেশের রিয়েল এস্টেট এবং হাউজিং কোম্পানিগুলোর সংগঠন রিহ্যাব৷ শিল্প কারখানার বিকেন্দ্রীকরণের প্রস্তাবও শোনা যাচ্ছে৷

ছবি: AP

রাজধানী ঢাকার প্রায় ৪০ লাখ বস্তিবাসী যেন ঝরা পাতার মত৷ আজ এ বস্তিতে তো কাল আরেক বস্তিতে গিয়ে ওঠেন তারা৷ রয়েছে উচ্ছেদ আতঙ্ক৷ তারা কেউ রিকশা চালান, কেউ দিনমজুর, কেউ পরিচ্ছন্ন কর্মী আবার কেউবা কাজ করেন তৈরি পোশাক শিল্পে সেলাই দিনমণি হিসেবে৷ তারা নগরবাসীকে নানা সেবা দিলেও তাদের জীবন মান খুবই নীচু – বললেন নগর গবেষক অধ্যাপক ড. নজরুল ইসলাম৷

বস্তির চেহারাছবি: Christoph Hasselbach

আর রিহ্যাব সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী ডয়চে ভেলেকে জানান, পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা অমানবিক৷ তিনি জানান, সরকার সহযোগিতা করলে বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রস্তুত আছেন তারা৷ সরকার যদি ঢাকায় খাসজমির ব্যবস্থা করে দেয়, তাহলে এই অতি দরিদ্র মানুষের জন্য তারা আবাসনের ব্যবস্থা করবেন৷

মুরাদ ইকবাল চৌধুরী বলেন, ঢাকায় দিন দিন কাজের খোঁজে দরিদ্র মানুষের ভিড় বাড়ছে৷ এর কারণ হল শিল্প কারখানা গড়ে উঠছে ঢাকাকে কেন্দ্র করে৷ সরকার যদি নীতিমালা তৈরি করে শিল্প কারখানার বিকেন্দ্রীকরণ করে, তাহলে মানুষ কষ্ট করে ঢাকার বস্তিতে থাকতে আসবেনা৷ আর যদি যোগাযোগ ব্যবস্থা ভাল হয়, তাহলে দিনে কাজ করে রাতে মানুষ ঢাকার বাইরে চলে যেতে পারবে৷

তিনি মনে করেন, বস্তিবাসীর প্রতি নজর না দিলে, তাদের অবহেলা করলে রাজধানীতে অপরাধ প্রবণতা আরো বাড়বে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ