1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্তিবাসীদের জীবন সহজ করে তুলছে ডিজিটাল ঠিকানা

২১ জুলাই ২০২১

ঘিঞ্জি বস্তি এলাকায় মানুষের কঠিন জীবনযাত্রা অনেকেরই অজানা নয়৷ ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক অভিনব উদ্যোগের মাধ্যমে বস্তিবাসীদের ডিজিটাল ঠিকানা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতির চেষ্টা চলছে৷

ছবি: DW

ভারতের পশ্চিমে মহারাষ্ট্র রাজ্যে কোলহাপুর শহরে প্রায় দশ লাখ মানুষের বাস৷ অন্যান্য শহরের মতো সেখানেও অনেক মানুষ বস্তিতে থাকেন৷ সাধারণত নগর পরিকল্পনার আওতায় বাইরে ঘিঞ্জি এলাকা হয়ে ওঠে সেগুলি৷

কিছুদিন আগে পর্যন্তও সেখানে সঠিক দিকনির্ণয় করা অসম্ভব ছিল৷ এক হাজার ৭০০-রও বেশি পরিবার আইনত বৈধ এই বসতিতে বাস করলেও কারও নিজস্ব ঠিকানা নেই৷ অথচ আজ অর্ডার করে একেবারে দোরগোড়া পর্যন্ত পিৎসা পৌঁছে দেওয়া যাচ্ছে৷

অক্ষরেখা ও দ্রাঘিমা অনুযায়ী কোনো জায়গার অবস্থানের চিহ্ন হিসেবে গুগল প্লাস কোড ব্যবহার করে সেটা সম্ভব হচ্ছে৷ ভাগ্যশ্রী কল্যাণকরের মতো বস্তিবাসীর জন্য সেটা সত্যি আশীর্বাদের মতো৷ তিনি বলেন, ‘‘নিখুঁত লোকেশনের জন্য আমাকে এই কোড দেওয়া হয়েছে৷ আগে আমাদের বাসায় কোনো ডেলিভারির প্রয়োজন হলে অথবা কোনো আত্মীয় দেখা করতে এলে আমাদের ফোন করতে হতো৷ আমরা ফোনে রিকসা স্ট্যান্ড বা কাছের দোকানের নাম উল্লেখ করে পথের বর্ণনা দিতাম৷’’

প্রতিমা যোশী ও তার টিম এই প্লাস কোড তৈরির কাজ করেছেন৷ স্থপতি এবং ‘শেল্টার অ্যাসোশিয়েটস' নামের এনজিও-র প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বস্তি এলাকার পরিবেশের উন্নতির চেষ্টা করছেন৷

গুগলের সঙ্গে জোট বেঁধে তারা ডিজিটাল ঠিকানা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন৷ বস্তির ঠিক বাইরে বোর্ডের উপর ‘স্লাম ম্যাপ’ বসিয়েছেন৷ ‘শেল্টার অ্যাসোসিয়েটস’ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রতিমা যোশী বলেন, ‘‘প্রত্যেক বাড়ির জন্য এখানে আমরা লোকেশানাল অ্যাড্রেস দিচ্ছি৷ ফলে পরিস্থিতি এখন পুরো বদলে যেতে পারে কারণ সব বাড়ির ঠিকানা থাকবে৷ বস্তিতে কখনও সেটা হয় না৷’’

বস্তির ঠিকানাও মিলবে গুগল ম্যাপে

04:22

This browser does not support the video element.

২৩০ কিলোমিটার দূরে পুণে শহরে এনজিও-র সদর দপ্তরে ডেটা অ্যানালিস্টদের এক টিম কাজ করে৷ তাঁরা জিআইএস ম্যাপিং নামের ভৌগোলিক তথ্য প্রণালী ব্যবহারে বেশ দক্ষ৷

প্রতিমার নেতৃত্বে তাঁরা স্যাটেলাইট ইমেজ ও ফিল্ড ম্যাপিং ব্যবহার করে যতটা সম্ভব নিখুঁত ডিজিটাল অ্যাড্রেস সৃষ্টি করেন৷ কোনো বস্তিতে সেই কাজ মোটেই সহজ নয়৷ প্রতিমা যোশী বলেন, ‘‘দেখলে একটি বাড়ি মনে হবে, কিন্তু সেখানে পৌঁছলে বুঝবেন আসলে একই ছাদের নীচে তিনটি ঠিকানা রয়েছে৷ ফলে শুধু স্যাটেলাইটের ছবি ব্যবহার করে বস্তি এলাকার ডিজিটাল পরিচয় তৈরি করা যায় না৷ সাক্ষাৎ উপস্থিত হয়ে ফিল্ড ম্যাপিং-এর কোনও বিকল্প নেই৷’’

এই স্থপতির মতে, একই কৌশল প্রয়োগ করে পাবলিক টয়লেট, ম্যানহোল, নিকাশি নেটওয়ার্ক, আবর্জনা ফেলার জায়গার মতো অবকাঠামোর মানচিত্রও সৃষ্টি করা হয়৷ সব তথ্য তাঁদের ওয়েবসাইটে রয়েছে৷ প্রতিমা মনে করেন, ‘‘দপ্তরে বসে প্রশাসনের কোনো কর্মীও এর সুবিধা পেতে পারেন৷ এই মানচিত্র খুললে এখনো পর্যন্ত বসানো সব নেটওয়ার্ক চোখে পড়বে৷ পানি বিভাগের প্রধান সব বসতির মানচিত্র খতিয়ে দেখে কোনো এলাকায় পানির সরবরাহ সম্পর্কে ধারণা পেতে পারেন৷ ফলে পরিকল্পনা করতে অনেক সুবিধা হয়৷''

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিমার টিম স্যানিটেশন কর্মসূচিও এগিয়ে নিয়ে যেতে চায়৷ বেশিরভাগ বস্তির বাসিন্দারা শুধু পাবলিক টয়লেট ব্যবহার করতে পারেন৷ সেখানে পানির অভাব, দীর্ঘ অপেক্ষা ও অস্বাস্থ্যকর পরিবেশ বড় সমস্যা৷

প্রতিমা তাই বাড়ির মধ্যেই নিজস্ব টয়লেটের ব্যবস্থা করতে চান৷ কোলহাপুরের একটি বসতিতে তার টিম ম্যাপিং করতে গিয়ে খুব কম ড্রেন নেটওয়ার্কের সন্ধান পেয়েছেন৷ তথ্যের ভিত্তিতে শহরের নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকটি পাইপের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করেছেন তাঁরা৷ ফলে পৌর কর্তৃপক্ষ অনেক সহজে নতুন নর্দমার পাইপ বসাতে পারে৷

সারিকা চোপড়ে সম্প্রতি প্রথমবার বাসায় নিজস্ব টয়লেট পেয়েছেন৷ নিরাপত্তা ও গোপনীয়তার অনুভূতি পেয়ে তিনি অত্যন্ত খুশি৷ তিনি বলেন, ‘‘আমার কিশোরি মেয়ে আছে৷ বিশেষ করে রাতে বস্তির কমিইউনিটি টয়লেট ব্যবহার বিপজ্জনক ছিল৷ পুরুষরা আশেপাশে ঘোরাঘুরি করে আমাদের হয়রানি করতো৷ ড্রেন বসানো শুরু হওয়ার পর আমরা নিজেদের বাসায় টয়লেট তৈরির সিদ্ধান্ত নিলাম৷’’

কোলহাপুর শহর জুড়ে প্রতিমার টিম এখনো পর্যন্ত প্রায় ৩,৮০০ টয়লেট তৈরি করেছে৷ আধুনিক ম্যাপিং প্রযুক্তির কল্যাণে আরও নিরাপদ ও পরিষ্কার পরিবেশ সৃষ্টি সম্ভব হচ্ছে৷

সোনিয়া ফালনিকর/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ