1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্তিবাসী এক তরুণের স্বপ্নজয়ের গল্প

রায়হানা বেগম১৯ জানুয়ারি ২০০৯

এবছরের গোল্ডেন গ্লোব চলচ্চিত্র পুরস্কার জিতে নিল ভারতীয় পটভূমিকায় নির্মিত ছায়াছবি ‘স্লামডগ মিলিওনেয়ার’৷ প্রতিবছর শ্রেষ্ঠ ছায়াছবি, পরিচালক ও অভিনেতাসহ চলচ্চিত্র ও টেলিভিশন জগতের ২৫ টি বিভাগে দেয়া হয় এই পদক৷

‘স্লামডগ মিলিওনেয়ার' এর একটি দৃশ্যছবি: AP

দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ‘দি কিউরিয়াস কেস অব বেনজামিন বাটোন' এবং ‘ফ্রস্ট/নিক্সনকে' হারিয়ে চারটি বিভাগে জয় অর্জন করে নেয় ব্রিটিশ ও আমেরিকার যৌথ প্রোযোজনায় নির্মিত ছবি ‘স্লাম ডগ মিলিওনেয়ার'৷ এতে করে অস্কার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার পথও সুগম হয়ে যায় ছবিটির৷ স্লাম ডগ মিলিওনিয়ার ছবির পরিচালক ড্যানি বয়েল এবং চিত্রনাট্যকার সাইমন ব্যুফয়-এর পাশাপাশি সংগীতের জন্য পুরস্কার পান এ আর রহমান৷ তিনিই প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন৷

সংগীতের জন্য পুরস্কার পান এ আর রহমান৷ছবি: picture alliance / landov

মুম্বাই এর বস্তিবাসী হত দরিদ্র এক তরুণ জামাল মালিকের হৃদয়স্পর্শী কাহিনী ও তার ভালবাসা নিয়ে নির্মিত হয়েছে ‘স্লামডগ মিলিওনেয়ার'৷ ‘কে হতে চায় ক্রোড়পতি' - টেলিভিশনের এই গেমশোতে অংশ গ্রহণ করে জামালের আর্থিক অবস্থা এক ঝটকায় বদলে যাওয়ার পথে৷ ১৪ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে সে৷ আর মাত্র একটি প্রশ্ন তারপরই খুলে যাবে স্বপ্নের রাস্তা৷ কিন্তু অনুষ্ঠানের উপস্থাপকের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়েছে৷ সামান্য বস্তিবাসী অশিক্ষিত এক তরুণের পক্ষে এতগুলি প্রশ্নের উত্তর দেয়া কোনোভাবেই সম্ভব নয় বলে তাঁর মনে হয়৷৷ নিশ্চয়ই সে প্রতারণার আশ্রয় নিয়েছে৷ এই ধারণার বশবর্তী হয়ে জামালকে পুলিশের হাতে তুলে দিতেও কুন্ঠাবোধ করেননি উপস্থাপক৷ পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের মুখেও কাতর হয়নি আত্মবিশ্বাসী এই তরুণ৷ বার বারই সে উত্তর দেয়, কোনো প্রতারণার আশ্রয় নেয়নি সে৷ প্রতিটি প্রশ্নের সঙ্গেই জড়িয়ে রয়েছে তার জীবন কাহিনী৷ মুম্বাইএ তার বাল্যকাল, ডাকাতের আক্রমণে মায়ের মৃত্যু, ভাইয়ের সঙ্গে এক শিশু বিক্রেতার হাতে পড়া এবং পালিয়ে যাওয়া, সর্বোপরি এক তরুণীর প্রতি তার গভীর প্রেম৷ এ সব কিছুর মাঝেই খুঁজে পেয়েছে সে প্রশ্নের উত্তর৷

১৪টি প্রশ্নের উত্তর দিয়ে জামাল প্রচারমাধ্যমের দৌলতে ছোটখাট এক তারকা হয়ে গেছে ইতোমধ্যে৷ পুলিশও অবশেষে জামালকে নির্দোষ মনে করে এবং ছেড়ে দেয়৷ এদিকে জামালের প্রেমিকা লতিকা অত্যাচারী স্বামীর হাত থেকে পালিয়ে উদ্ধার পায়৷ শেষ প্রশ্নের সঠিক উত্তর দিতেও সক্ষম হয় জামাল৷ মিলন হয় প্রেমিকার সঙ্গে৷ বেজে ওঠে উঁচু লয়ে সংগীতের ঝংকার, বলিউডের চিরাচরিত স্টাইলে৷

পরিচালক ড্যানি বয়েল সূক্ষ্ম কলাকৌশলের সাথে জামালের অতীত ও বর্তমানের চিত্র ফুটিয়ে তুলেছেন৷ ‘স্লামডগ মিলিওনেয়ার' ছবিটি বাস্তবধর্মী করার জন্য সুটিং করা হয়েছে মুম্বাইএর বস্তি এলাকায় নানারকম অসুবিধার মধ্য দিয়ে৷ কাজ করা হয়েছে বেশির ভাগই অপেশাদার নতুন শিল্পীদের নিয়ে৷ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে হিন্দি সংলাপ৷ দারিদ্র্য ও দুঃখ দুর্দশায় ভারাক্রান্ত, শোষিত ও বঞ্চিত এক সমাজের চিত্র এটি৷ ঐতিহ্য ও আধুনিকতার সংঘাত, ধনী ও দরিদ্রের মধ্যে বিশাল ফারাক এসবই শ্বাসরুদ্ধকর দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক৷

২০০৮ সালের সেপ্টেম্বর মাসে টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় স্লামডগ মিলিওনেয়ার এবং জিতে নেয় পিপলস চয়েস এ্যাওয়ার্ড৷

আশা করা যায়, স্লামডগ মিলিওনিয়ারের গোল্ডেন গ্লোব পুরস্কার জয় হলিউড ও বলিউড চিত্রাঙ্গনের পারস্পরিক সম্পর্ক আরো নিবিড় করে তুলবে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ