1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নগর সংকট

৫ এপ্রিল ২০১২

বস্তি৷ শব্দটা এসেছে ‘বসতি' থেকে৷ অর্থাৎ, বসবাসের স্থান৷ কিন্তু, এখন তা সংকীর্ণার্থে৷ ঘিঞ্জি, নোংরা বসবাসের স্থান৷ সেই তালিকায় এখন ঢাকা একা নয়৷ রয়েছে করাচি, কলম্বো, মুম্বই, অনেকেই৷

ছবি: AP

কলম্বোর কথা দিয়েই শুরু করা যাক৷ শ্রীলঙ্কার রাজধানী এই শহরটিতে নাগরিক যারা বসবাস করেন, তাঁদের ৩৪ শতাংশই বাস করছেন বস্তিতে৷ বাংলাদেশের রাজধানী ঢাকার ৪০ শতাংশ মানুষ বাস করেন বস্তিতে, নেপালের মোট বাসিন্দার ২৫ শতাংশ শহরবাসী, আর তাদের আবার ৪০ শতাংশ বস্তিতে অধিষ্ঠিত৷ ভারতের মোট জনসংখ্যার ৯৩ মিলিয়ন মানুষ বস্তিবাসী আর রাজধানী দিল্লির মোট বাসিন্দার অর্ধেকের বসবাস বস্তিতেই৷ পাকিস্তানের বড় শহরগুলিতে ৩৬ শতাংশ বস্তিবাসী৷ আর ভারতের বাণিজ্য রাজধানী বলে পরিচিত চিত্রতারকাদের ঝাঁ চকচকে শহর মুম্বই-এর শতকরা ৬০ শতাংশ মানুষের আবাস হল এই বস্তি৷

ব্যাংককের বস্তিছবি: AP

ওপরে যে সমস্ত হিসেবনিকেশ বলা হল, তাহল এশিয়ার বাস্তব ছবির কিছুটা৷ সম্প্রতি শ্রীলঙ্কার নগর উন্নয়ন দপ্তরের এক সেমিনারে দপ্তরের ডেপুটি ডিরেক্টর ইন্দু বীরাসুরিয়া একটি তথ্য দিয়ে বলেন, কলম্বোর ৪৩ শতাংশ মানুষ বস্তিবাসী৷ যে সমস্ত বস্তিতে মানুষের বসবাসের সুযোগ সুবিধা ভালো মাত্রায় অপ্রতুল৷ স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গিতে যেখানে বসবাস করা অসম্ভব৷ উল্লেখ করার প্রয়োজন নেই যে ঢাকা, নতুন দিল্লি, করাচি কিংবা মুম্বইয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷ কারণ বস্তির জীবন আসলে বস্তিরই জীবন৷

নতুন দিল্লির বস্তি এলাকাছবি: AP

এই বস্তিবাসীরা যেহারে বড় শহরগুলিতে ক্রমশ ভিড় বাড়াচ্ছে, তাতে বেশিদিন নয়, সময় লাগবে মাত্র আর ২৫টি বছর৷ তারপরেই দেখা যাবে, নগরবাসীদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে এইসব শহরগুলিতে৷ আর তাদের শতকরা ৫০ শতাংশেরও বেশি হবে বস্তিবাসী৷ নোংরা, অপরিচ্ছন্ন, পয়ঃপ্রণালী এবং পানীয় জলের অব্যবস্থা নিয়ে প্রতিটি শহরের বুকে আরও গেড়ে বসবে এইসব বস্তি৷ ফলে নাগরিক স্বাচ্ছন্দ্য হয়ে উঠবে বিষময়৷ শহরের সৌন্দর্যায়নের প্রসঙ্গে কোন কথা বলার আর সুযোগ থাকবে না৷ এ তথ্য জানাচ্ছেন বিশ্ব ব্যাঙ্কের দক্ষিণ এশিয়া বিভাগের নগর উন্নয়ন, জল পরিবহণ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ম্যানেজার মিং ঝাং৷ ঝাং জানাচ্ছেন, ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার এইসব বড় শহরগুলোর নাগরিকদের প্রতি চারজনের মধ্যে একজন করে পড়ছেন সেই হিসাবের তালিকায়, যাদের ‘নাগরিক' তকমা দেওয়াটা ভুল৷ কারণ তাঁরা নগরে বাস করলেও, বাস করেন অব্যবস্থাপূর্ণ বস্তিতে৷ যাতে নাগরিক সুবিধাগুলির কিছুই মেলেনা৷

পরিস্থিতি যেখানে তাতে যেকোন প্রাকৃতিক বিপর্যয়ে দেখা যায় এই বস্তিবাসী ‘নাগরিক'দের চরম দুর্গতি৷ যেমনটা হয়েছিল ২০১০ সালে কলম্বোর বন্যায়৷ তাই প্রয়োজন নাগরিক পরিকল্পনার৷ কিন্তু, ঢাকা, কলম্বো বা মুম্বই বা করাচির মত শহরে বস্তির সংখ্যা এত দ্রুতবেগে বাড়ছে যে প্রশাসন কার্যত অসহায়৷ আগামীর ভবিষ্যৎ তাই সত্যিই সংকটাপন্ন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ