1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্তি থেকে বাগান

৫ অক্টোবর ২০১৬

কলম্বিয়ার রাজধানী বোগোটার প্রান্তে এক বস্তির মানুষেরা মাদক পাচার আর খুনোখুনি ছেড়ে প্রকৃতি সংরক্ষণে নেমেছেন৷ নোংরা একটি নালা, যেখানে ময়লা থেকে শুরু করে লাশ পড়ে থাকত, সেখানে আজ পাখির কুজন!

Symbolbild Slum
ছবি: picture-alliance/AP Photo/S. Izquierdo

বস্কে কালদেরন তেহাদা হল বোগোটার পূর্ব প্রান্তে একটি ছোট্ট বস্তি৷ তবে জায়গাটার বিশেষ সুনাম নেই৷ এখন কিন্তু এখানে সম্পূর্ণ নতুন একটি দৃশ্য চোখে পড়বে! এমন একটা নালা, যেখানে পরিষ্কার জল বইছে, কোনো আবর্জনা পড়ে নেই, প্রকৃতি এখানে দম ফেলার সুযোগ পায়৷ ভাবছেন এতে আশ্চর্য কী? তাহলে জানতে হবে, জায়গাটা আগে কেমন দেখতে ছিল!

সোফিয়া লোপেস এখানেই বড় হয়েছেন কিনা৷ সোফিয়া জানালেন, ‘‘এটা ছিল একটা ময়লা ফেলার জায়গা৷ চারিদিকে পুরনো টায়ার, বাড়ির কুড়ো, প্লাস্টিক, যা কিছু আর কোনো কাজে লাগবে না – এমনকি মানুষের লাশ পর্যন্ত! এটা যে শুধু একটা জঘন্য জায়গা ছিল, শুধু তাই নয়, এখানে সর্বক্ষণ খুনোখুনি চলত!''

এখন যেখানে সুন্দর প্রকৃতি, আগে সেখানে ছিল অপরাধমূলক কাজকর্ম আর আবর্জনা৷ কিছুদিন আগে পর্যন্ত পাহাড়ের ওপরের বস্তিগুলো বোগোটার অন্যান্য সমস্যাকর এলাকার মতোই ছিল৷ মানুষের কাজকর্ম ছিল না, ভবিষ্যতের আশাও না৷ তার বদলে ছিল ড্রাগস আর গুণ্ডাবাজি৷

ছিল বস্তি, হয়ে গেল বাগান

03:33

This browser does not support the video element.

টন টন ময়লা সরাতে হয়েছে

কনজারভেশন ইন্টারন্যাশনাল একটি পরিবেশ প্রকল্পের মাধ্যমে পরিস্থিতি বদলাতে চেয়েছিল৷ সমাজবিজ্ঞানী অক্টাভিও রডরিগেস এই প্রকৃতি সংরক্ষণ সংগঠনের সদস্য৷ তিনি, সোফিয়া লোপেজ ও আরো অনেকের অক্লান্ত পরিশ্রমেই অসম্ভব সম্ভব হয়েছে৷ ৫৩ ঘনমিটার আবর্জনা সরানো হয়েছে৷ সাড়ে আট হাজার গাছ বসানো হয়েছে, যেগুলি দিয়েছে বোটানিক্যাল গার্ডেন৷

কিন্তু এখানে যারা থাকেন, সেই বাসিন্দাদের বাদ দিলে সব কিছু বৃথা হতো৷ যেমন এই লোকগুলি, যাদের অনেকে আবার দাগী আসামি৷ এডউইন টাপাস্কো পারা মাদক পাচারের দায়ে ছ'বছর জেলে ছিলেন৷ এখন তিনি অন্যান্যদের সাথে মিলে খেয়াল রাখেন, যাতে নালাটা পরিষ্কার থাকে৷ তারা ঘাস ছাঁটেন, গাছ লাগান৷ বাকি দিনগুলোয় তারা গাছপালা আর পরিবেশ সম্পর্কে শেখেন৷ এজন্য তারা কিছু পারিশ্রমিকও পান৷ সকলেরই দায়িত্ব আছে৷ এডউইন সাত সন্তানের জনক৷ এডউইন বলেন, ‘‘কেউ কেউ বাসে কিংবা ট্রেনে ভিক্ষে করে দিন চালায়... আবার কেউ কেউ অতো কষ্ট করতে চায় না, সোজা বন্দুক হাতে ডাকাতি করে৷ এই প্রকল্প আমাদের সে সব থেকে সরিয়ে রাখে, খুবই সাহায্য করে৷ আমাদের মধ্যে অধিকাংশ আগে অকাজ করেছে, গোল বাঁধিয়েছে৷ বুঝলেন তো?''

ইতিমধ্যে টুরিস্টরাও নাকি এই নালা ও তার পারিপার্শ্বিক দেখতে আসতে শুরু করেছে৷ যেমন পাখিরাও এক টুকরো সবুজ প্রকৃতি আর পানির লোভে এখানে আসে৷

মিশায়েল ভেৎসেল/এসি

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ