1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহিষ্কারাদেশ মানেন না নাজমুল হুদা

২২ নভেম্বর ২০১০

রোববার রাতে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর সোমবার ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলন ডেকে ব্যারিস্টার নাজমুল হুদা বললেন, তিনি এই বহিষ্কারাদেশ মানেন না৷ তিনি বলেন, তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠেনা৷

BNP, headquarter, Naya Paltan , Dhaka. Bangladesh, বহিষ্কারাদেশ মানেন না নাজমুল হুদা
বিএনপি’র প্রধান কার্যালয় (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

রাজনীতিতে এরকম বহিষ্কারের ঘটনা হর হামেশাই ঘটে৷ আজ আছেন, কালকে থাকবেননা৷ আবার পরদিন ফিরে আসবেন৷ তিনি আশা করেন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবার তাকে বিএনপিতে ফিরিয়ে নেয়া হবে৷

নাজমুল হুদা ব্যরিস্টার মওদুদকে ইঙ্গিত করে বলেন নোয়াখালীর কিছু আইনজীবী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ আর তারাই খালেদা জিয়াকে তাকে বহিষ্কারে প্ররোচিত করছে৷ ওই নেতা নোয়খালীর চ্যাম্পিয়ন হতে পারেন, বাংলাদেশের নয়৷ হুদার দাবি, খালেদা জিয়া তাকে ভুল বোঝেননি৷ তিনি ভুল লোক পরিবেষ্টিত হয়ে আছেন৷

নিজের আবস্থান ব্যাখ্যা করে নাজমুল হুদা বলেন, তাকে তার নির্বাচনী এলাকা থেকে বিচ্ছিন্ন করা যাবেনা৷ তিনি নির্বাচনে বিএনপি থেকেই মনোনয়ন চাইবেন৷ না পেলে স্বতন্ত্র বিএনপি হিসেবে নির্বাচন করবেন৷ কারণ তিনি স্বতন্ত্র দাড়ালেও ভোটাররা তাকে বিএনপি হিসেবেই ভোট দেবেন৷

দুই নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ সম্পর্কে নাজমুল হুদা বলেন, তিনি এখন নির্দলীয় হওয়ায় বিষয়টি আগের চেয়ে সহজ হয়ে গেল৷

এদিকে বিএনপি নেতা এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, নাজমুল হুদা নি:শর্ত ক্ষমা চাইলে তাকে দলে ফিরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করে দেখা যেতে পারে৷ অন্যদিকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করার বিষয়টি বিএনপির অভ্যন্তরীণ বিষয়৷ তারা এক কলমের খোঁচায় কাউকে বের করে দিতে পারেন, আবার ফিরিয়েও আনতে পারেন৷ এর আগে একইভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বহিষ্কার করে আবার রাতারাতি ফিরিয়ে আনে বিএনপি৷ তাদের রহস্য বোঝা কঠিন৷

বিএনপি'র সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা ৪ দিন আগে সংবাদ মাধ্যমকে বলেন, আইনজীবীদের ভুলে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হয়েছে ৷ তিনি ঈদের আগে বিএনপির ডাকা হরতালেরও সমালোচনা করেন৷ আর শেষ পর্যন্ত তাকে এর মাশুল দিতে হল৷ রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ