1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহিষ্কৃত ছাত্রের হামলায় আহত প্রধান শিক্ষক

১০ এপ্রিল ২০২৩

মানিকগঞ্জ সদরে বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক শিক্ষার্থীর বিরুদ্ধে৷ ওই শিক্ষার্থীকে নানা ধরনের অভিযোগের কারণে ২০২২ সালে বহিষ্কার করেছিল স্কুল কর্তৃপক্ষ৷

প্রতীকী ছবিছবি: bilderbox

রোববার দুপুরে বালিরটেক এলাকায় এই ঘটনা ঘটে বলে সদর থানা ওসি আব্দুর রউফ সরকার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷

আহত মিজানুর রহমান বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে৷

রাজু আহমেদ খাবাশপুর কলেজের অফিস সহকারী শহিদুল ইসলামের ছেলে৷ ২০২২ সালে তাকে বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়৷

ওসি আব্দুর রউফ বলেন, রোববার দুপুরে মিজানুর রহমান স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বালিরটেক বাজারে আসেন৷ এ সময় রাজু আহমেদ ও তার সহযোগীরা মিজানুর রহমানকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়েমাথায় কোপ দিয়ে পালিয়ে যায়৷

 ‘‘এরপর স্থানীয়রা মিজানুর রহমানকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে৷”

এ ঘটনায় প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিবারের লোকজন থানায় অভিযোগ করেছেন৷ পুলিশ রাজুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা৷

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, দুপুরে মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে৷

খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন বলেন, ‘‘২০২২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় রাজু আহমেদর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়৷”

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ