1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহুগামী রোনাল্ডো কয়জনের বাবা?

৭ ডিসেম্বর ২০১০

ফুটবলের মাঠে অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছেন রোনাল্ডো, শেষ পর্যন্ত এবার পিতৃত্বের পরীক্ষা দিলেন তিনি৷ পর্তুগালের রোনাল্ডো নয়, বলছি ফেনোমেনো বলে পরিচিত ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডোর নতুন স্ক্যান্ডালের কথা৷

যখন ফর্মে ছিলেন রোনাল্ডোছবি: AP

বয়স এখন ৩৪, সেই ক্যারিয়ারও নেই, নেই সেই অঢেল উপার্জন৷ কিন্তু যখন ফুটবল বিশ্বে একনামে সকলে রোনাল্ডোকে চিনতো, তখন জীবনটাকে বেশ করে উপভোগ করেছেন এই ফুটবল তারকা৷ জীবনে একের পর এক নারীর সঙ্গ লাভ করেছেন তিন বারের ফিফা বিশ্বসেরা ফুটবলার রোনাল্ডো৷ এই নিয়ে অনেক স্ক্যান্ডালেরও জন্ম দিয়েছেন তিনি৷

খুব বেশিদিন আগের কথা নয়, ২০০৮ সালের এপ্রিলে তিন পতিতার সঙ্গে রোনাল্ডোর স্ক্যান্ডালের কথা শোনা গিয়েছিল৷ জানা গিয়েছিল ফুর্তি করতে সেই তিন পতিতাকে নিয়ে আসলেও কিছুক্ষণ পর বোঝা যায় তারা আসলে পুরুষ৷ যাই হোক সেটার জন্য বর্তমান স্ত্রী মারিয়া আন্থনির সঙ্গে বাগদান অনুষ্ঠানটা পিছিয়ে দিতে হয় তাঁকে৷

রোনাল্ডোর সাবেক মেয়েবন্ধু ব্রাজিলিয়ান মডেল রাইকা অলিভিয়েরাছবি: AP

এবার নতুন করে এক ঘটনা জানা গেছে৷ তা হলো সিঙ্গাপুরে বসবাসরত পাঁচ বছরের এক ছেলের পিতৃত্ব দাবি নিয়ে৷ বাচ্চার মা মিচেল উমেজু দাবি করেছেন, এই ছেলের বাবা নাকি রোনাল্ডো৷ রোনাল্ডো তো কখনো সিঙ্গাপুরে খেলেননি, সেখানে কিভাবে তাঁর ছেলে আসলো? জবাবে মিচেল জানিয়েছেন, ২০০২ সালে ব্রাজিল যখন বিশ্বকাপ জেতে তখন টোকিওতে রোনাল্ডোর সঙ্গে তাঁর পরিচয়৷ এর দুই বছর পর রোনাল্ডো আবারও যান টোকিওতে রেয়াল মাদ্রিদের হয়ে খেলতে৷ তখনই নাকি তিনি মিচেলকে গর্ভবতী করেন, এমনটি দাবি ২৮ বছর বয়সি এই ব্রাজিলীয় নারীর৷ তিনি বর্তমানে সিঙ্গাপুরে বাস করছেন৷ উল্লেখ্য, রোনাল্ডোর ইতিমধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে৷

এই ঘটনা নিয়ে রোনাল্ডোর বক্তব্য কি? তিনি নিজেই জানিয়েছেন, অ্যালেক্স মানে তাঁর সম্ভাব্য নতুন ছেলের পিতা তিনি কিনা সেটি জানতে ইতিমধ্যে ডিএনএ পরীক্ষা দিয়েছেন তিনি৷ এই নিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় রোনাল্ডোর দার্শনিক মন্তব্য, জীবনটা আসলেই অনেক আশ্চর্যে ভরপুর!

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ