1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্স-জার্মানি ম্যাচ

৭ ফেব্রুয়ারি ২০১৩

ছিল তো ফ্রেন্ডলি, তবুও ২৬ বছর পরে জেতাটা কি কম কথা? নিন্দুকে বলবে রেয়াল মাদ্রিদের মেসুত ও্যজিল, সামি কেদিরা জুটির কল্যাণে৷ কিন্তু সব মিলিয়ে ল্যোভ-দেশঁ দুই কোচই খুশি৷ আর তা হবে নাই বা কেন?

ছবি: Bongarts/Getty Images

জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ-এর আবার গোটা আষ্টেক বাঁধা প্লেয়ার আসতে পারেননি হয় চোট, নয়তো সপ্তাহান্তে বুন্ডেসলিগার কারণে৷ তবু তাঁর জোড়াতালি দেওয়া একাদশ বুধবার স্টাড দ্য ফ্রঁস-এ মনোবল এবং দক্ষতা, দুই-ই দেখিয়েছে বলে ল্যোভ মনে করেন৷ অর্থাৎ এই বিশ্বকাপ কোয়ালিফিকেশনের বছরে ল্যোভ ভয় পাবার মতো কিছু দেখছেন না৷

ঠিক এক বছর আগে ব্রেমেনে এই ফ্রান্সের বিরুদ্ধেই হারে জার্মানি ২-১ গোলে৷ এবার সেই ফলাফলটা উল্টে দেওয়া সম্ভব হয়েছে৷ মাটিউ ভালবুয়েনা-র হেড করা গোলে হাফটাইমে এক গোলে এগিয়ে ছিল ফ্রান্স৷ পরে টোমাস ম্যুলার ইকোয়ালাইজ করেন এবং সামি কেদিরা জেতার গোলটি দেন – মেসুত ও্যজিল-এর একটি চমৎকার পাসে৷

ম্যাচ দেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ওলঁদ ও জার্মানির চ্যান্সেলর ম্যার্কেলছবি: Bongarts/Getty Images

বলতে কি, খেলার একাধিক পর্যায়ে ফ্রান্স জার্মানিকে ভালোমতো চাপে ফেলেছিল৷ দিদিয়ের দেশঁ কোচ হওয়া যাবৎ ফরাসি দলের যেন ভোল পাল্টে গেছে৷ এককালে জিনেদিন জিদানের সঙ্গে খেলে অভ্যস্ত দেশঁ জানেন ফ্রঙ্ক রিবেরি-র মতো মেজাজি ‘‘শিল্পীদের'' কীভাবে খুশি রাখতে হয়৷ বুধবার রিবেরি-র খেলা দেখেই সেটা বোঝা গেছে৷ দেশঁ'র তাঁবে এই ফরাসি দল সম্প্রতি খোদ স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে, ইটালিকে হারিয়েছে ২-১ গোলে৷ কাজেই বুধবারে তারা জিতলেও কেউই আশ্চর্য হতো না৷

হতাশ করলেন স্কোলারি, রোনাল্ডিনিও

৩২ বছর বয়সি রোনাল্ডিনিও যে ব্রাজিলের কোন্ অখ্যাত ক্লাবে অজ্ঞাতবাস থেকে জাতীয় একাদশে ফিরবেন, সেটাই ভাবা যায়নি৷ আর কোচ হিসেবে স্কোলারি-র আগমন যাবৎ ব্রাজিল ২০১৪'য় স্বদেশের মাটিতে বিশ্বকাপের জন্য মুখিয়ে আছে৷ তবুও বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে ২-১ গোলে হারল ব্রাজিল, যেটা আরো বেশি চোখে লাগে কেননা ঐ দিনই স্পেন উরুগুয়েকে হারিয়েছে ৩-১ গোলে, আর্জেন্টিনা সুইডেনকে হারিয়েছে ৩-২ গোলে৷

স্কোলারির তত্ত্বাবধানেই ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বখেতাব জিতেছিল ব্রাজিল৷ তিনি এবার এসেই রোনাল্ডিনিও-কে এক বছর বিরতির পর আবার জাতীয় দলে ফেরৎ আনার সিদ্ধান্ত নেন৷ রোনাল্ডিনিও কিন্তু বুধবার ওয়েম্বলে-তে একটি পেনাল্টি মিস করেছেন৷ অন্যদিকে ওয়েন রুনি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড-এর গোলে সুদীর্ঘ ২৩ বছর পরে আবার ব্রাজিলের বিরুদ্ধে জিতল ইংল্যান্ড৷

স্কোলারি অবশ্য পোড় খাওয়া কোচ৷ বলেছেন, ‘‘প্রথম গেমটা হারায় আমি অভ্যস্ত, কিন্তু তার পর আমি ম্যাচ আর কমপিটিশন জিততেই অভ্যস্ত৷''

এসি/এসবি (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ