1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিল কলিন্স

মারুফ আহমদ৩১ জানুয়ারি ২০১৩

রক-পপ সংগীত জগতে সেরা শিল্পীদের অন্যতম ব্রিটিশ সংগীত তারকা ফিল কলিন্স৷ বিশ্বব্যাপী সাফল্য ও জনপ্রিয়তার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সংগীতাঙ্গনের এক প্রতীক পুরুষ৷ ৩০শে জানুয়ারি এই সংগীত শিল্পীর ৬২তম জন্মবার্ষিকী৷

British singer-songwriter Phil Collins attebnds the press conference to present his lates album "Going back", in Madrid, center Spain, 22 September 2010. Phil Collins a drummer and vocalist for English rock group Genesis and as a solo artist. Photo: EPA/ANGEL DIAZ
ছবি: picture-alliance/dpa

চার দশকেরও বেশি সময় ধরে গীতিকার, সুরকার, প্রযোজক, বাদক ও গায়ক ফিল কলিন্স বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন৷ পেয়ে আসছেন প্রতিষ্ঠা৷ অসংখ্য মুগ্ধ অনুরাগীদের উপহার দিয়ে আসছেন তাঁর সুদক্ষ ও সৃজনশীল সংগীত৷

টারজান তারকাদের সঙ্গে ফিল কলিন্স (মাঝে)ছবি: picture-alliance/ dpa

একজন দক্ষ ড্রামস বাদক ছাড়াও একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী কলিন্স, সত্তরের শুরুতে বিখ্যাত সংগীত শিল্পী পিটার গ্যাব্রিয়েল-এর নেতৃত্বাধীন ব্রিটিশ রক সংগীত গোষ্ঠী ‘জেনেসিস'-এর ড্রামার ও নেপথ্য গায়ক হিসেবে সুরের ভুবনে তাঁর সফল জয়যাত্রা৷

ফিলিপ ডেভিড চার্লস কলিন্স-এর জন্ম ১৯৫১ সালে, লন্ডনে৷ পাঁচ বছর বয়সে তিনি উপহার পান একটি খেলনা ড্রাম-সেট এবং সেই থেকেই এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি৷ কিছুকাল পর বাবা-মা তাঁকে কিনে দেন একটি পেশাদার ড্রাম-সেট৷ টেলিভিশন ও রেডিওতে সংগীতানুষ্ঠান শুনে শুনেই ড্রামস বাদনে তাঁর স্বশিক্ষা৷

‘জেনেসিস'-এর কর্ণধার ও একক সংগীত শিল্পী হিসেবে তিনি পেয়েছেন অসাধারণ সাফল্যছবি: picture-alliance / dpa

স্কুলে নাট্যাভিনয়ে মেধার পরিচয় দিলেও সংগীতের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন কলিন্স এবং গঠন করেন ‘রিয়েল থিং' বাদক দল৷ ৬৯ সালে প্রথম পেশাদার ড্রাম বাদক হিসেবে তিনি যোগ দেন ‘ফ্লেমিং ইয়থ' গোষ্ঠীতে৷ ১৯৭০ সালে বিখ্যাত রক সংগীত গোষ্ঠী ‘জেনেসিস'-এ যোগ দেয়ার সুযোগ পান তিনি৷ এরপর ১৯৭৫ সালে পিটার গ্যাব্রিয়েল এই গোষ্ঠি ছেড়ে গেলে কলিন্স গীতিকার, সুরকার, বাদক ও প্রধান গায়ক হিসেবে ‘জেনেসিস'-এর নেতৃত্ব গ্রহণ করেন৷

‘জেনেসিস'-এর কর্ণধার ও একক সংগীত শিল্পী হিসেবে তিনি পেয়েছেন অসাধারণ সাফল্য৷ ২৫ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ২০১০ সালে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম'-এ অভিষিক্ত হয়েছেন তিনি৷ চলচ্চিত্র সংগীত রচনায়ও পেয়েছেন সমান সমাদর৷ একবার অস্কার, দু'বার গোল্ডেন গ্লোব, সাতবার গ্র্যামি, পাঁচবার ব্রিট সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রক-পপ অঙ্গনের অন্যতম সেরা সংগীত শিল্পী ফিল কলিন্স৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ