1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক সংগীত

১ নভেম্বর ২০১২

রক সংগীত জগতে এক সুপরিচিত ব্যক্তিত্ব ব্রায়ান অ্যাডামস৷ ক্যানাডার এই সংগীত শিল্পী তিন দশকেরও বেশি সময় যাবৎ পেয়ে আসছেন বিশ্ব সাফল্য ও জনপ্রিয়তা৷

ছবি: AP

ব্রায়ান অ্যাডামস একাধারে গীতিকার, সুরকার, প্রযোজক, বাদক, গায়ক ও আলোকচিত্র শিল্পী৷ সমাজ সচেতন এই সংগীত শিল্পী সারা বিশ্বের সংগীতানুরাগীদের উপহার দিয়ে আসছেন তাঁরই রচিত ব্যালেড আঙ্গিকের অসাধারণ সব গান৷ ১৯৮৩ সালে ‘কাটস লাইক এ নাইফ' অ্যালবাম তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

তাঁর পরবর্তি অ্যালবাম ‘ব়েকলেস' তাঁকে এনে দেয় বিরাট সাফল্য৷ বেস্ট সেলার এই অ্যালবামের তিনটি গান বিখ্যাত বিলবোর্ড সংগীত তালিকায় প্রথম ১০টি গানের মধ্যে স্থান অধিকার করে৷ তারপর থেকেই বিশ্বব্যাপী শুরু হয় তাঁর একের পর এক কনসার্ট৷

ব্রায়ান অ্যাডামস-এর জন্ম ১৯৫৯ সালের ৫ই নভেম্বর ক্যানাডার কিংস্টন শহরে৷ বাবা ছিলেন কূটনীতিক৷ সেই সুবাদে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি৷ ১৪ বছর বয়স থেকে মায়ের সাথে ব্রিটিশ কোলাম্বিয়ার ভেঙ্কুভারে থিতু হন ব্রায়ান৷ এ সময়ই তিনি কেনেন তাঁর প্রথম গিটার৷ সেই থেকেই শুরু হয় তাঁর সংগীত চর্চা৷ ১৯৭৮ সালে ‘এ অ্যান্ড এম' রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন তিনি৷ ১৯৮০ এবং ১৯৮১ সালে প্রকাশ পায় তাঁর দুটি অ্যালবাম৷ ৮৩ সালে ‘কাটস লাইক এ নাইফ' অ্যালবামের মধ্য দিয়ে বিশ্ব রক-ব্যালেড সংগীতের অঙ্গনে ব্রায়ান জয় করেন খ্যাতি ও সাফল্য৷ তারপর থেকেই তাঁর একের পর এক হিট অ্যালবাম বের হয় বাজারে৷

আজ অবধি বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ব্রায়ান অ্যাডামস৷ ২০১১ সালে ভারত, নেপাল ও বাংলাদেশে কনসার্ট পরিবেশন করেছেন তিনি৷ চলচ্চিত্র সংগীত রচনা ও আলোকচিত্র শিল্পী হিসেবে তিনি পেয়েছেন সমান সমাদর৷ মানবিক সাহায্যার্থে বিশ্বব্যাপী বহু বেনেফিট কনসার্ট পরিবেশনও করেছেন তিনি৷ বিশ্বের অবহেলিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সাহায্যার্থে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ব্রায়ান অ্যাডামস ফাউন্ডেশন'৷ আলোকচিত্র শিল্পী হিসেবে অর্জিত গোটা অর্থই এই কর্মসূচির জন্য নিয়োগ করা হয়৷ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রক সংগীত জগতের বহুমুখী প্রতিভার অধিকারী ব্রায়ান অ্যাডামস৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ