1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহুল আলোচিত পানি বন্টন চুক্তি আর হলো না

৭ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা ও ফেনী নদীর পানিন্টন চুক্তি সই হয়নি৷ হয়নি ট্রানজিট নিয়ে কোন প্রটোকল সই৷ সহযোগিতা চুক্তি এবং কয়েকটি সমঝোতা স্মারক ও সীমানা নির্ধারণ প্রটোকল সই হয়েছে মাত্র৷

মঙ্গলবার ঢাকা বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংছবি: dapd

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং-এর মধ্যে বৈঠকের পর যে একটি মাত্র চুক্তি সই হয় তা হল - আঞ্চলিক সহযাগিতা রূপরেখা চুক্তি৷ 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে তিস্তা ও ফেনী নদী নিয়ে পানি চুক্তি সই হয়নি৷ আর ট্রানজিট নিয়ে পত্র বিনিময় প্রটোকলও সই হয়নি৷ 

চুক্তির বাইরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়ছে এগুলো হল - ১.বাংলাদেশ ভারতের মধ্যে বিদ্যমান রেলওয়ে চুক্তির আওতায় নেপালকে সংযুক্ত করা৷ ২.নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সহযোগিতা৷ ৩. বাংলাদেশ টেলিভিশন এবং দূরদর্শনের মধ্যে সহযোগিতা৷ ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতা এবং ৫. সুন্দরবন রক্ষায় দু'দেশ একযোগে কাজ করা৷ এছাড়া সই হয়েছে সীমানা নির্ধারণ প্রটোকল৷ এর বাইরে ভারত বাংলাদেশের ৪৬ ধরনের গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে৷আর তিনবিঘা করিডোর খোলা থাকবে ২৪ ঘন্টা৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রাতে যৌথ ঘোষণায় দু'দেশের সম্পর্ক, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন৷

আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী  ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সিনেট হলে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া' শীর্ষক বক্তৃতা দেবেন৷ এরপর তিনি বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম এরশাদের সঙ্গে বৈঠক করবেন৷ সন্ধ্যায় তাঁর ঢাকা ছাড়ার কথা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ