1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে: দীপুমনি

২৪ মে ২০১১

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে ব়্যাব৷ তবে বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরকারের কোন মদদ নেই৷

রোঁদে বেরিয়েছে ব়্যাব (ফাইল ছবি)ছবি: DPA

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালেয়র প্রেস বিফিংয়ে ব়্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার পরিস্থিতি গুরুত্ব পায়৷ দেশের ভেতরে এবং বাইরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেশ আলোচনাও হচ্ছে৷ বিশেষ করে ব়্যাব ভেঙে দিতে হিউম্যান রইটস ওয়াচের সুপারিশ ব়্যাবের জন্য একটা বড় ধাক্কা৷ এসব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেন, অতীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব়্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে তারা এখন আর রাষ্ট্রের বা সরকারের সমর্থন পাচ্ছেনা৷ তবে রাতারাতি এই এলিট বাহিনিকে নিয়ন্ত্রণে আনা যাবেনা৷ এর জন্য সময় প্রয়োজন৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি (ফাইল ছবি)ছবি: DW

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশ সফরে নানে মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধী দলীয় নেত্রীর বহির্বিশ্বে নালিশ করতে যাওয়া দেশ ও জাতির জন্য বিব্রতকর৷ তিনি দেশের বাইরে নালিশ না করে সংসদে গিয়ে এসব অভিযোগ তুলে ধরার আহ্বান জানান৷

ডা. দীপুমনি বলেন, ট্রানজিটসহ বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান ইস্যুগুলো এগিয়ে নিতে দু'দেশের মধ্যে মতামত যাচাই-বাছাই করতে আরো সময় লাগবে৷ তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটার কোন কারণ নেই৷ আন্তর্জাতিক বিশ্ব ড. ইউনূসের ব্যাপারে বাংলাদেশের আদালতের রায়কে সম্মান দেখাবে বলে মনে করেন তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ