1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের কার্যক্রমে সন্তুষ্ট নয় ব্রিটিশ সরকার: ষ্টিফেন ইভান্স

২৯ মে ২০১১

বাংলাদেশের এলিট ফোর্স ব়্যাবের কার্যক্রমে সন্তুষ্ট নয় ব্রিটিশ সরকার৷ তাই ব়্যাবের জন্য তাদের সহায়তা অব্যাহত থাকবে কিনা তা ব়্যাবের কার্যক্রমের উপর নির্ভর করছে৷ ঢাকায় বিদায়ী ব্রিটিশ রাষ্ট্রদূত ষ্টিফেন ইভান্স একথা বলেছেন৷

ফাইল ছবিছবি: DW/Harun Ur Rashid Swapan

তাঁর মতে বাংলাদেশের বড় সমস্যা রাজনৈতিক সংঘাত এবং অবিশ্বাস৷ আজ ঢাকায় কূটনৈতিক রিপোর্টারদের এক অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলেন ব্রিটিশ রাষ্ট্রদূত ষ্টিফেন ইভান্স৷ তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাঁর সরকারের আগ্রহ কম৷ তবে বাংলাদেশে গণতন্ত্রকে সফল দেখতে চায় তাঁর সরকার৷ তিনি বলেন, গত নির্বাচনের মত আগামী নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া দরকার৷ তবে তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না অন্য কোন ব্যবস্থায় হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে তিনি মনে করেন৷

ষ্টিফেন ইভান্স বলেন, বাংলাদেশের বড় সমস্যা রাজনৈতি সংঘাত এবং অবিশ্বাস৷ তিনি বলেন, যুক্তরাজ্যে গণতন্ত্র সফল হওয়ার বড় কারণ শক্তিশালী বিরোধী দল৷ তারা সংসদে কার্যকর ভূমিকা রাখে৷ তিনি বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ব্রিটেন সফরের কথা উল্লেখ করে বলেন, বিবোধী দলের সংসদে যাওয়া উচিত৷ নয়তো সংসদ কার্যকর হবে না৷

ব্রিটিশ রাষ্ট্রদূত ষ্টিফেন ইভান্সছবি: picture-alliance / dpa/dpaweb

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ব়্যাবের ক্রসফায়ার এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ও উঠে আসে৷ ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, ব়্যাবকে প্রথম দিকে তাঁর সরকার মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে৷ কিন্তু সাম্প্রতিক সময়ে ব়্যাব মানবাধিকার লঙ্ঘন করছে৷ ভবিষ্যতে ব়্যাবকে সহায়তা দেয়া হবে কিনা তা ব়্যাবের কার্যক্রম মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে৷ তিনি বলেন, তাঁর সরকার এবং তাঁর দেশের জনগণ মানবাধিকারকে মূল্য দেয়৷ মানবাধিবার লঙ্ঘনকারী কোন প্রতিষ্ঠানকে তারা সহায়তা দেয় না৷

ষ্টিফেন ইভান্স বলেন, গত ৪০ বছরে বাংলাদেশের ইতিবাচক অগ্রগতি লক্ষ্যণীয়৷ তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে যুক্তরাজ্য পাশে থাকবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ