1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতা কমানো কৌশলগত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৭ মে ২০১৪

র‌্যাবকে তার মূল কাজে ফিরিয়ে নেয়া হয়েছে৷ এখন থেকে র‌্যাব টহল, নিরাপত্তা তল্লাশি বা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করবে না৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কৌশলগত কারণে র‌্যাবের ক্ষমতা কমিয়ে আনা হয়েছে৷

ছবি: Getty Images/AFP

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

বাংলাদেশে ২০০৪ সালে র‌্যাব প্রতিষ্ঠার সময় তাদের সাত ধরণের দায়িত্ব দেয়া হয়েছিল৷ এগুলো হলো অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যসহ সবধরনের অবৈধ দ্রব্য উদ্ধার, অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সরকারি নির্দেশে যে-কোনো অপরাধের তদন্ত করা এবং সরকারের নির্দেশ অনুযায়ী যে-কোনো ধরনের দায়িত্ব পালন করা৷ কিন্তু এর বাইরে আরো কিছু বাড়তি দায়িত্ব পালন করে আসছিল র‌্যাব৷ আর এই দায়িত্ব পালনের সীমারেখাও স্পষ্ট ছিল না৷

র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান জানিয়েছেন, ‘‘এখন থেকে র‌্যাব সদস্যরা নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিয়মিত টহল, দরপত্র বাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন-সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিরোধ বা কোনো অনুষ্ঠানের নিরাপত্তা দেয়ার মতো কর্মকাণ্ডে অংশ নেবেন না৷’’ ইতিমধ্যে র‌্যাবের প্রত্যেক ব্যাটালিয়নকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি৷
র‌্যাবের মিডিয়া এবং লিগ্যাল উইং এর পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, ‘‘বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে র‌্যাব সদস্যরা নানা ঝামেলায় জড়িয়ে পড়ছেন৷ কেউ কেউ জড়িয়ে পড়ছেন বেআইনি কাজে, যা নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা৷’’ তিনি স্বীকার করেন নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণ এবং হত্যার ঘটনা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে৷ তিনি বলেন, বাড়তি চাপ না নিয়ে র‌্যাব সদস্যদের এখন আরো বেশি প্রশিক্ষণ দেয়া হবে৷

এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠকের পর বলেছেন, ‘‘র‌্যাবকে যখন যেখানে প্রয়োজন কাজে লাগান হবে৷ তবে তাদের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব আছে৷’’ র‌্যাবের ক্ষমতা কমিয়ে আনাকে তিনি কৌশলগত বলে মন্তব্য করেন৷

বৈঠকে উপস্থিত র‌্যাব মহাপরিচালক বলেন, ‘‘সাতটি সুনির্দিষ্ট কাজের বেশি দায়িত্ব না পালনের সিদ্ধান্ত হলেও, রমজান ও ঈদের সময় কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় র‌্যাব টহল দেবে৷’’
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘‘আইনে যেভাবে বলা আছে, র‌্যাব সেভাবেই তার দায়িত্ব পালন করবে৷ রমজানের সময় প্রতিবছর যেভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, এবারও একইভাবে নিয়ন্ত্রণ করা হবে৷’’

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই ক্রসফায়ার, এনকাউন্টার, অপহরণ, গুম, চাঁদাবাজিসহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই বাহিনী৷ আর সর্বশেষ নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ এবং হত্যার ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন৷ এই ঘটনায় শুধু সংস্কার নয়, র‌্যাব বাতিলের দাবি ওঠে৷

র‌্যাব মূলত পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হলেও সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি এবং আনসারের সদস্যদের নিয়ে গঠিত৷ তবে ৪০ ভাগ সদস্য সেনা, নৌ ও বিমানবাহিনীর৷ এপর্যন্ত নানা অপরাধে ২,০০০ র‌্যাব সদস্য শাস্তির মুখোমুখি হয়েছেন৷

‘এখন থেকে র‌্যাব সদস্যরা নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিয়মিত টহল, দরপত্র বাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন-সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিরোধ বা কোনো অনুষ্ঠানের নিরাপত্তা দেয়ার মতো কর্মকাণ্ডে অংশ নেবেন না’ছবি: Getty Images/AFP
২০০৪ সালে র‌্যাব প্রতিষ্ঠার সময় তাদের সাত ধরণের দায়িত্ব দেয়া হয়েছিলছবি: Getty Images/AFP
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ