1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব়্যাবের দায়মুক্তির বিধান নাই'

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ সেপ্টেম্বর ২০১৪

বৃহস্পতিবার বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব সদস্যদের দায়মুক্তি দেয়া বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় পার্লামেন্ট৷ তারই প্রতিক্রিয়ায় শুক্রবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন৷

Rapid Action Battalion (RAB) in Bangladesh
ছবি: DW

তথ্যমন্ত্রী বলেন,‘এলিট ফোর্স' বা ‘‘ব়্যাবের দায়মুক্তির কোনো বিধানই নেই৷ আর ব়্যাবের দায়মুক্তির আইন তৈরি করার কোনো পরিকল্পনাও আমাদের নেই৷''

ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে সশস্ত্র বাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত এবং ‘ডেথ স্কোয়াড' হিসেবে পরিচিত ব়্যাব সদস্যদের দায়মুক্তি দেয়া বন্ধ করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান হয়৷ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ব়্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগের তদন্ত-প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা বলে তারা৷ একই সঙ্গে যুক্তিগ্রাহ্য ফৌজদারি অপরাধ না থাকলে আটক ও গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বানও জানানো হয়৷

ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আনা একটি যৌথ প্রস্তাব বিতর্কের পর পার্লামেন্টে গৃহীত হয়৷ বাংলাদেশ সরকার ও সংসদ, ইউরোপীয় কমিশন, কমিশনের ভাইস প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এবং নিরাপত্তা নীতিমালা সংক্রান্ত জ্যেষ্ঠ প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র ও তাদের পার্লামেন্টে প্রস্তাবটি পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে৷

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘‘আমরা মনে করি, দায়মুক্তির যত বিধান আছে, সেটা অগণতান্ত্রিক৷ ইউরোপীয় পার্লামেন্টের বক্তব্য অত্যন্ত অনভিজ্ঞ ও অজ্ঞতাপ্রসূত৷ তারা বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না৷ তাই এ রকম প্রস্তাব সম্পর্কের অবনতি ও বিভ্রান্তি ঘটাবে৷ এটা ক্ষতিকারক প্রস্তাব৷''

তথ্যমন্ত্রী বলেন, ‘‘ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল নয়৷ তারা দেশের ও ব়্যাবের আইন পড়েনি৷ ব়্যাবকে আইনের ঊর্ধে রাখা হয়, নিরাপত্তা দেয়া হয় ব়্যাবের আইনে – এ ধরনের কোনো বিধান নেই৷ আদতে কিন্তু ব়্যাবের অনেক কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হচ্ছেন, সাজা খাটছেন৷''

হাসানুল হক ইনু বলেন, ‘‘একমাত্র রাষ্ট্রপতি ছাড়া সশস্ত্র বাহিনী, ব়্যাব, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, মন্ত্রী, প্রধানমন্ত্রী কারুরই আইনগতভাবে ক্ষমতার অপব্যহারের অভিযোগ বিচার করা যাবে না – এমন কোনো বিধান নেই৷''

তাই তথ্যমন্ত্রীর দাবি, ‘‘ইউরোপীয় পার্লামেন্ট ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ