1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তদন্তে আস্থা নেই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ মে ২০১৪

নারায়ণগঞ্জের নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ এবং হত্যার ব্যাপারে ব়্যাবের বিরুদ্ধে তদন্তে আস্থা রাখতে পারছেন না বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা৷ তাঁদের কথা, একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনই পারে প্রকৃত ঘটনা তদন্ত করতে৷

ছবি: Getty Images

ব়্যাবের তিন কর্মকর্তার বিরুদ্ধে ৬ কোটি টাকা ঘুস নিয়ে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার অভিযোগ তদন্তে অন্তত ২টি কমিটি এখন কাজ করছে৷ এর একটি গঠন করা হয়েছে হাইকোর্টের নির্দেশে এবং আরেকটি গঠন করেছে ব়্যাব সদর দপ্তর৷ হাইকোর্টের নির্দেশে প্রশাসনিক তদন্ত কমিটিতে ব়্যাবের কোন প্রতিনিধি রাখা হয়নি৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রশাসনিক তদন্ত কমিটিতে ব়্যাবের কাউকে না রাখা একটি ভাল খবর৷ কিন্তু এটি কোনো বিচার বিভাগীয় তদন্ত কমিটি নয়৷ তাই তারা কতটা প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে, তা নিয়ে সন্দেহ আছে৷'' তিনি বলেন, অতীতেও এরকম তদন্ত হয়েছে তাতে ব়্যাব সদস্যদের অভিযোগ থেকে বাঁচান ছাড়া আর কোন কাজ হয়নি৷ তাই স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন ছাড়া অন্য কোন তদন্ত গ্রহণযোগ্য হবে না বলে তাঁর অভিমত৷ আর তাঁর মতে, ব়্যাবের নিজস্ব তদন্ত অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে৷

তিনি আরও বলেন, ‘‘অপহরণের পর নজরুলের শ্বশুর ব়্যাব অফিসে যাওয়ার পর উলটে তাঁকে ৬ ঘণ্টা আটকে রাখা হয়৷ এর পর তিনি থানায় মামলা করতে গেলে ৩ ব়্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ৷ এতেই প্রমাণিত হয় ব়্যাব শুরু থেকেই এই ঘটনার সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত৷ আর সেই ব়্যাব কর্মকর্তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি৷ এখনো মামলার এজাহারে তাদের নাম অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া দৃশ্যমান নয়৷ তাই চলমান তদন্তে কী হবে তা এখন আর কারুর বুঝতে বাকি নেই৷'' এমন মন্তব্য করেন হাফিজ উদ্দিন খান৷

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক(তদন্ত) নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘ব়্যাবের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত ছাড়া আর কোনো তদন্ত কাজে আসবেনা৷ কারণ ব়্যাব অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্ট ও সুপারিশ গ্রহণ করেনি৷ তারা তাদের বক্তব্যেই অবিচল থাকে৷'' তিনি বলেন, ‘‘যে সব ব়্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুস নিয়ে হত্যার অভিযোগ এসেছে তাদের নিরস্ত্র এবং আইনের আওতায় না এনে কোনো তদন্তই কার্যকর হবে না৷''

নূর খান বলেন, ‘‘অভিযোগ আদমজিতে ব়্যাব-১১-র অফিসে বসেই সাতজনকে হত্যার পর লাশ শীতলক্ষ্যায় ফেলে দেয়া হয়৷ আর সেই অফিস তল্লাশি এখন খুবই জরুরি৷ কিন্তু এখন পর্যন্ত তার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না৷ সত্যিই যদি সেখানে এই হত্যাকাণ্ড ঘটে থাকে, তাহলে তল্লাশিতে দেরি করা হলে আলামত গায়েব হয়ে যেতে পারে৷'' তিনি বলেন, ‘‘শুরু থেকেই এই ঘটনায় ব়্যাব এবং পুলিশের ভূমিকা এবং অপহরণ ও হত্যার ধরণই বলে দেয় এর সঙ্গে সুশৃঙ্খল গ্রুপ জড়িত৷ কোনো সাধারণ অপরাধী গ্রুপের এটা কাজ নয়৷''

তবে ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, ‘‘তদন্তে কোনো পক্ষপাতিত্ব হবে না৷ তদন্তে অপরাধ প্রমাণিত হলে ব়্যাব কর্মকর্তারা আইনের আওতায় আসবেন৷''

গত ২৭শে এপ্রিল নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল সহ ৭ জনকে অপহরণের পর শীতলক্ষ্যায় রাশ পাওয়া যায় ৩০শে এপ্রিল৷ এরপর ৪ঠা মে নজরুলের শ্বশুর শহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘‘নারায়ণগঞ্জ এলাকার ব়্যাব-১১-র কমান্ডিং অফিসার লে. কর্নেল সৈয়দ তারেক মাহমুদ এবং মেজর জাহাঙ্গির ও মেজর রানা ৬ কোটি টাকা ঘুসের বিনিময়ে সাতজনকে অপহরণ ও হত্যা করে৷'' তিনি আরো অভিযোগ করেন, পুলিশের কাছে মামলা করতে গেলে তারা ব়্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নেয়নি৷ তিনি মঙ্গলবার অভিযোগ করেন. ‘‘ব়্যাবের বিরুদ্ধে অভিযোগ করায় তাকে এখন নানাভাবে হুমকি দেয়া হচ্ছে৷ তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন৷''

‘প্রশাসনিক তদন্ত কমিটিতে ব়্যাবের কাউকে না রাখা একটি ভাল খবর৷ কিন্তু এটি কোনো বিচার বিভাগীয় তদন্ত কমিটি নয়৷ ’ছবি: fotolia
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ