1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে মানবাধিকার কমিশন

১১ এপ্রিল ২০১১

আইন-শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ মানবাধিকার কমিশন৷ বিশেষ করে ঝালকাঠির কলেজ পড়ুয়া লিমনকে পায়ে গুলি করে আহত করায় ব়্যাবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে কমিশন৷

Bangladesh, security, force, Rapid, Action, Battalion, RAB, Dhaka, Bangladesh, ব়্যাব, শক্ত, অবস্থান, মানবাধিকার, কমিশন, বাংলাদেশ
সতর্ক পাহারায় ব়্যাব সদস্যদের একাংশ (ফাইল ছবি)ছবি: DPA

ওই ঘটনায় ব়্যাবের বিরুদ্ধে মামলাও হয়েছে৷ কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর অপরাধের তদন্তের জন্য তাদের বাদ দিয়ে অন্য কোন সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে৷ কারণ যারা অপরাধ করে, তারাই তদন্ত করলে তা নিরপেক্ষ হয় না৷

ড. মিজানুর রহমান জানান, তাদের আশা এই সরকার মানবাধিকার রক্ষায় যত্নবান হবে৷ কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডে তার লক্ষণ দেখা যাচ্ছে না৷ আর তাদের অপরাধের তদন্ত তারা নিজেরা করায় তদন্ত নিরপেক্ষ হয়না৷ তাই তিনি আলাদা কোন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানান৷

ড. মিজান বলেন, আইনে বাংলাদেশ মানবাধিকার কমিশনকে তদন্তের ক্ষমতা দেয়া আছে৷ কিন্তু তাদের তদন্তের জন্য এখনো লোকবল দেয়া হয়নি৷ একারণে তারা তদন্ত করতে পারছেন না৷ তিনি বলেন, তবে তারা বার কাউন্সিল এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে তদন্ত শুরু করবেন৷ বিশেষ করে লিমনের ঘটনা তদন্তে কমিশন বার কাউন্সিলের সহায়তা চেয়েছে৷

ড. মিজান আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হালকাভাবে নেয়ার সুযোগ নেই৷ এ অবস্থা চলতে থাকলে তা আইনের শাসনের জন্য হুমকিতে পরিণত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ