1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের হাতে দুই হরকাতুল জিহাদ নেতা গ্রেফতার

২৬ মে ২০১১

সাভারে জঙ্গি আস্তানা থেকে দুই হরকাতুল জিহাদ নেতাকে গ্রেফতার করেছে ব়্যাব৷ উদ্ধার করা হয়েছে বোমা এবং বিস্ফোরক৷ ব়্যাব জানিয়েছে, তারা নাশকতার পরিকল্পনা করছিল৷

দুই হরকাতুল জিহাদ নেতাকে গ্রেফতার করেছে ব়্যাবছবি: DW/Harun Ur Rashid Swapan

ঢাকার অদূরে সাভার নবী নগর বাসষ্ট্যান্ড এলাকার একটি বাসা থেকে আজ ভোর রাতে গ্রেফতার করা হয় হরকাতুল জিহাদ-হুজি'র দুই শীর্ষ নেতা আব্দুস সামাদ এবং আশরাফুল ইসলামকে৷ তারা যথাক্রমে সিলট এবং পাবনা জেলায় হুজি পরিচালনা করে৷ কয়েক মাস আগে গার্মেন্টস কর্মী পরিচয়ে তারা সাভারে বাসা ভাড়া নিয়েছিল৷ ওই বাসা থেকে ৪০টি হাতবোমা, গ্রেনেডের ৪১টি খোলস এবং নাইট্রিক এসিডসহ বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়৷

ব়্যাব জানায়, তারা ঢাকা এবং আশপাশ এলাকায় বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল৷ ব়্যাবের পরিচালক কমান্ডার সোহায়েল আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ হুজি এবং জেএমবি কয়েকটি প্রকাশ্য ইসলামি দলের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলেছে৷ উভয়ের উদ্দেশ্য সংগঠনকে শক্তিশালী করা৷ এজন্য তাদের মধ্যে কয়েক দফা বৈঠকের প্রমাণ পেয়েছে ব়্যাব গোয়েন্দারা৷

ব়্যাব জানায়, হুজির শীর্ষ নেতা মুফতি হান্নান, শেখ ফরিদ এবং সাব্বির গ্রেফতার হওয়ার পর মাওলানা ইয়াহিয়াকে তাদের নতুন নেতা নির্বাচন করা হয়েছে৷ তার নেতৃত্বে এখন হুজি সংগঠিত হচ্ছে৷ দেশে ও দেশের বাইরে তাদের কমপক্ষে ১ লাখ সদস্য আছে৷ প্রবাসী সদস্যরা তাদের অর্থ সহায়তা পাঠায়৷ কমান্ডার সোহায়েল আহমেদ জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ