1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ জানুয়ারি ২০১৩

সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১৯শে জানুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘আল্টিমেটাম’ দিয়েছেন সাংবাদিক নেতারা৷ অন্যথায় ২০শে জানুয়ারি ঢাকায় সাংবাদিক মহাসমাবেশ করে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

ছবি: DW

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে সাংবাদিকদের সব সংগঠনের নেতা এবং সাংবাদিকরা অংশ নেন৷ তাঁরা সাংবাদিক দম্পতির প্রকৃত হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন৷

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধূরী বলেন, সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না সাংবাদিক সমাজ৷ আর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান ডয়চে ভেলেকে বলেন, সরকার হয়ত ক্ষমতাবান কাউকে বাঁচাতে চাইছে৷ তাই কয়েকজন ‘পথশিশু’কে গ্রেপ্তার করে ঘটনা ধামা চাপার চেষ্টা চলছে৷

এদিক, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, সাংবাদিকদের দাবির প্রতি তাঁর সমর্থন আছে৷ তবে তদন্ত হতে দিতে হবে প্রভাবমুক্ত ভাবে৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতি ঢাকায় তাঁদের নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নিহত হন৷ হত্যাকাণ্ডের পর ১১ মাস পেরিয়ে গেলেও, প্রকৃত অপরাধীরা এখনও গ্রেপ্তার হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ