1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঘাতক বাহিনী’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ মে ২০১৪

দেশে এসে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান তাঁর গাড়ির চালকসহ ‘নিখোঁজ' হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে৷ তার পরিবারের পক্ষ থেকে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷

Bangladesch Salauddin Quader Chowdhury Urteil 01.10.2013 Dhaka
ছবি: picture-alliance/dpa

জেলা বিএনপির নেতারা সুনামগঞ্জ শহরের নন্দন প্লাজায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, প্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান গত রোববার সুনামগঞ্জ শহরের শহীদ মিনারে বিএনপির গণ-অনশন কর্মসূচিতে যোগ দেন৷ বিকেলে তিনি তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে সিলেটে রওনা দেন৷ এরপর থেকে চালক রেজাউল হকসহ (৩২) তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না৷
মুজিবুর রহমানের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর এলাকায়৷ সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এবং সিলেট শহরে মুজিবুর রহমানের বাড়ি রয়েছে৷ জিডিতে মুজিবুর রহমানের আত্মীয় রবিউল ইসলাম উল্লেখ করেন, রোববার বিকেলে তিনি সিলেটের উদ্দেশে রওনা হন৷ এরপর রাত সাড়ে আটটা থেকে তাঁর মুঠোফোন বন্ধ৷ সব জায়গায় তাঁদের খোঁজাখুঁজি করা হয়েছে৷ কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি৷
তিনি জানান, মুজিবুর রহমান স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন৷ ছয় মাস আগে একা দেশে আসেন৷ রবিবার বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেটে রওনা হওয়ার আগে তাঁর ভাতিজা আবুল হোসেনের সঙ্গে ফোনে কথা হয়৷ পরে রাতে আবুল হোসেন আবার তাঁকে ফোন করলে তাঁর ও গাড়িচালকের ফোন বন্ধ পাওয়া যায়৷
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘‘আমরা ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত এবং সুস্থ অবস্থায় মুজিবুর রহমানের সন্ধান চাই৷ আগামীকাল বুধবার সকালে এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে৷ সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷''

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম খান বলেন, ‘‘দুজন ব্যক্তির মোবাইল ফোন দু'দিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে – থানায় এ রকম একটি জিডি হয়েছে৷ এখানে বিএনপির কোনো নেতার কথা উল্লেখ নেই৷ আমরা বিষয়টি তদন্ত করে দেখছি৷''

এদিকে ঢাকায় বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, বর্তমান অবৈধ সরকার বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশব্যাপী অব্যাহতভাবে বিরোধী নেতা-কর্মীদের হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় এবং গুম করছে৷ তিনি গাড়ি চালকসহ সুনামগঞ্জ জেলা বিএনপি-র সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে করে এ সব কথা বলেন৷
মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে বর্তমান ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী এতটাই সীমালঙ্ঘন করেছে যে, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা ও অপহরণ করে গুম করা যেন তাদের দৈনন্দিন কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে৷ আর এই সব জীবনবিনাশী অপকর্মে শাসকগোষ্ঠী নিজেদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ ছাড়াও পুলিশ ও ব়্যাবকে ঘাতক বাহিনীতে পরিণত করে ব্যবহার করছে৷'
তিনি বলেন, ‘‘বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুম করে আওয়ামী লীগ নিজেদেরকে রক্ষা করতে পারবে না৷ তাদের ক্ষমতাবিলাস চরম পরিণতি বরণ করবে৷ সব অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে এদেশের সংগ্রামী জনতা এখন ঐক্যবদ্ধ৷ অচিরেই উচ্ছৃঙ্খল, বেপরোয়া নরঘাতক অবৈধ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীকে উত্খাত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবে৷''
ফখরুল অবিলম্বে নিখোঁজ মুজিবুর রহমানসহ তার গাড়িচালককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয়ার জোর দাবি জানান৷

‘ব়্যাব-পুলিশকে ঘাতক বাহিনীতে পরিণত করা হয়েছে'ছবি: Getty Images
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ