ব়্যাব পুনর্গঠন
৭ জুলাই ২০১২হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহের বিচার ও ব়্যাবের কার্যক্রম বন্ধের দাবি জানান৷ এর জবাবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ভেঙে দেয়া নয়, ব়্যাব পুনর্গঠন করা যেতে পারে৷
আর মহাজোট সরকারের অংশীদার জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ সরকার খতিয়ে দেখতে পারে৷
এদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ব়্যাব ধোয়া তুলসী পাতা নয়৷ কিন্তু বিডিআর বিদ্রোহের বিচার বন্ধের দাবির কোন যুক্তি নেই৷
অন্যদিকে দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই৷ ব়্যাব এবং বিডিআর বিদ্রোহ নিয়ে তাদের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন