1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসের আত্মহত্যার চেষ্টা

১১ জুন ২০১৩

বয়স মাত্র ১৫৷ এ বয়সে জীবন আনন্দে উপভোগ করার কথা৷ অথচ মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন কিনা চায় মরতে! আত্মহত্যার চেষ্টা করেছে মেয়েটি৷ সুখবর হলো, সে চেষ্টা ব্যর্থ হওয়ায় প্যারিস এখন হাসপাতালে৷

ছবি: AFP/Getty Images

১৫ বছরের জীবনে অনেক দুঃখ সইতে হয়েছে প্যারিসকে৷ ঘটনা সম্পর্কে মেয়েটি সংবাদ মাধ্যমকে এখনো কিছু বলেনি৷ গভীর রাতে ক্যালাবাসকাসের বাড়ি থেকে স্ট্রেচারে করে বের করা হয় তাকে৷ নিজের হাত নিজে কেটে, ঘুমের ওষুধ খেয়ে জীবনটাকে শেষ করে দিতে চাওয়া কিশোরীর তখন কথা বলার অবস্থা নেই৷ ধারণা করা হচ্ছে, মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছিল সে৷ পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারিস আগে থেকেই আত্মহত্যার কথা ভাবতো৷ এবার ভয়ঙ্কর এই পথে পা বাড়িয়ে ব্যর্থ হওয়ায় তার মা ডেবি রো স্বস্তি নিয়ে বললেন, ‘‘প্যারিস শারীরিকভাবে ভালো আছে৷''

মাইকেল জ্যাকসনছবি: AP

বেঁচে থাকার জন্য শরীর ভালো থাকাই শেষ কথা নয়৷ বিশেষ করে আত্মহত্যার প্রয়াসের পর ১৫ বছর বয়সি কিশোরীর জন্য চট করে স্বাভাবিক জীবনে ফেরা বেশ কঠিন৷ তা সহজ করতেই এখন মনস্তাত্বিক চিকিৎসা নিতে হচ্ছে প্যারিস জ্যাকসনকে৷

‘কিং অফ পপ' মাইকেল জ্যাকসনের সন্তান প্যারিস৷ প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর যখন হতাশাগ্রস্থ, কখনো সন্তানের বাবা হতে পারবেন না এমন ধারণা থেকে বিষাদগ্রস্ত, তখনই প্যারিসের মা ডেবি রো-র সঙ্গে পরিচয় হয়েছিল জ্যাকসনের৷ ১৯৯৬ সালের ওই সময়টায় শ্বেতাঙ্গিনী ডেবি তখন সেবিকা হিসেবে কাজ করছেন৷ জ্যাকসনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার কিছুদিনের মধ্যেই তিনি গর্ভধারণ করলে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজন৷ বিয়ের তিন মাস পর জ্যাকসন-ডেবির প্রথম সন্তান প্রিন্সের জন্ম৷ প্যারিস দ্বিতীয় সন্তান৷ তার জন্মের এক বছর পরই মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়৷

তারপর থেকে তারকার সন্তান হিসেবে প্রাচুর্যের মাঝে বসবাস করা হয়েছে, তবে স্বাভাবিক পারিবারিক জীবনের সুখ খুব একটা পাওয়া হয়নি প্যারিসের৷ বাবা মাইকেল জ্যাকসন মারা যান ২০০৯ সালে৷ চার বছর পর মেয়ের আত্মঘাতী হওয়ার পেছনে সেই আঘাতের প্রভাব থাকতে পারে বলে মনে করে পরিবার৷ এক বিবৃতিতে পরিবার বলেছে, ‘‘একটি ১৫ বছর বয়সি মেয়ে, সে যার সন্তানই হোক না কেন, বয়সটা খুব বিপজ্জনক৷ সবচেয়ে কাছের মানুষটিকে হারানোর পর তো আরো বিপজ্জনক হয়ে যায় ব্যাপারটা৷ ''

প্যারিসকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে৷ তার স্বাস্থ্য, চিকিৎসাসহ সব ঠিকভাবে দেখভাল করা হয় কিনা, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত৷

এসিবি এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ