1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঁয়ে মোড়লেন শুলৎস, এসপিডি-র পালে হাওয়া

২১ ফেব্রুয়ারি ২০১৭

আগামী সেপ্টেম্বরের নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রতিদ্বন্দ্বী মার্টিন শুলৎস সাবেক সামাজিক গণতন্ত্রী চ্যান্সেলর গেয়ারহার্ড শ্র্যোডারের ‘এজেন্ডা ২০১০' বদলাতে চান৷

Deutschland SPD Gerhard Schröder & Martin Schulz 2014
ছবি: Getty Images/A. Berry

জনপ্রিয় ‘বিল্ড আম জোনটাগ' পত্রিকা গত সপ্তাহান্তে (১৯ ফেব্রুয়ারি ২০১৭) ঘোষণা করে যে, তাদের ফরমায়েশ করা একটি জরিপে এসপিডি দল সিডিইউ-সিএসইউ দলকে ছাড়িয়ে গেছে – যা কিনা গত দশ বছরে, অর্থাৎ ২০০৬ সাল যাবৎ কখনো ঘটেনি৷

এমনিড সংস্থা ১,৮৮৫ জন ভোটারের মত নিয়ে দেখে যে, এসপিডি পেয়েছে ৩৩ শতাংশ ভোট – গত সপ্তাহের চেয়ে এক শতাংশ বেশি; সে তুলনায় সিডিইউ-সিএসইউ দল এক শতাংশ জনসমর্থন হারিয়ে ৩২ শতাংশে নেমে গেছে৷

এই জরিপে বামদল আগের মতোই ৮ শতাংশে ও সবুজ দল ৭ শতাংশে থাকার ফলে শুলৎসের নেতৃত্বাধীন সামাজিক গণতন্ত্রীরা এই দুই দলের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হবে – অর্থাৎ এসপিডি দলকে নির্বাচনে জিতলেও সিডিইউ-সিএসইউ দলের সঙ্গে ‘বৃহৎ জোটে' যেতে বাধ্য হতে হবে না৷

ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

চার সপ্তাহে এসপিডি-র সমর্থন বেড়েছে ১২ শতাংশ

‘বিল্ড আম জোনটাগ' পত্রিকা বলছে যে, তাদের জরিপের ইতিহাসে এটা একটা রেকর্ড: কোনো দল এত কম সময়ে তাদের জনসমর্থন এই হারে বাড়াতে পারেনি৷ ঠিক চার সপ্তাহ আগে মার্টিন শুলৎসকে এসিপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন করা হয়৷

শুলৎসের প্রতিকৃতি এখন সর্বত্র, ইন্টারনেটের ভাষায় যাকে বলা হয় ‘মেম'৷ কখনও তাঁর পোস্টারের নীচে লেখা ‘মেগা', অর্থাৎ ‘মেক ইউরোপ গ্রেট এগেইন' – যাতে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ‘মেক অ্যামেরিকা গ্রেট এগেইন'-এর প্রতি কটাক্ষ করা হয়েছে৷

মার্টিন শুলৎসকে রাজপুত্র বানানো হয়েছে জার্মানদের প্রিয় চকোলেট বিস্কুট ‘প্রিনৎসেন রোলে' বা প্রিন্স কুকি-র বিজ্ঞাপনের নকলে৷

ছবি: reddit

আরেকটি পোস্টে বলা হয়েছে, ‘রাশিয়ার সঙ্গে (শুলৎস) যে কোনো নিভৃত আলাপ করবেন না, তা গ্যারান্টি দিয়ে বলা যায়....কেননা (শুলৎস) ফরাসি, ইংরেজি, জার্মান, স্প্যানিশ ও ইটালিয়ান বলতে পারেন'৷অথচ মার্টিন শুলৎস পেশায় বই-বিক্রেতা, তিনি উচ্চ মাধ্যমিকও পাশ করেননি৷ জার্মান রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা একটি ছোট শহরের মেয়র হিসেবে৷ ইউরোপীয় সংসদের সভাপতি হিসেবে এই মার্টিন শুলৎস ইউরোপ জুড়ে সুনাম ও স্বীকৃতি অর্জন করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা স্বভাবতই তাঁকে আরো বেশি সাহায্য করবে৷

শ্র্যোডারের এজেন্ডার সংশোধন

সাবেক এসপিডি চ্যান্সেলর গেয়ারহার্ড শ্র্যোডার তাঁর ‘কর্মসূচি ২০১০' নামের পরিকল্পনার মাধ্যমে জার্মানিতে সামাজিক ভাতা ও মালিক-শ্রমিক সম্পর্কের সংস্কার করতে চেয়েছিলেন৷ সে সংস্কার যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকটা সফল হয়, তা অনস্বীকার্য, যেমন অনস্বীকার্য যে, শ্র্যোডারের সংস্কারের ফলে জার্মানিতে ধনি-দরিদ্রের ব্যবধান বেড়েছে৷

শুলৎস গোড়া থেকেই সামাজিক গণতন্ত্রী মতাদর্শের একটি মূল ধারাতে ফিরে যাবার চেষ্টা করেছেন: সেই ধারাটি হলো সামাজিক ন্যায়৷ এবার তিনি সেই ধারাটিকে বাস্তব রূপ দেবার কথা বলেছেন ‘বিল্ড' পত্রিকার একটি সাক্ষাৎকারে৷

জার্মানিতে প্রাথমিক বেকার ভাতা দেওয়া হয় প্রথম ১২ মাস অবধি: শুলৎস বলেছেন যে, তিনি এই মেয়াদ বাড়াতে রাজি৷ অপরদিকে ৩৫ বছর পেনশন ফান্ডে অনুদান দেবার পরেও যাদের অবসর ভাতায় জীবনধারণ করা মুশকিল হয়ে দাঁড়ায়, তাদের জন্য একটি নতুন ‘‘সংহতি'' পেনশন চালু করার কথা বলেছেন শুলৎস৷ ভবিষ্যতের সম্ভাব্য জোট সহযোগী বামদল স্বভাবতই শুলৎসের এই ‘বাঁদিক ফেরায়' খুশি – আবার সন্দিগ্নও বটে৷

অপরদিকে শুলৎস সামাজিক গণতন্ত্রী রাজনীতির অপর একটি ধারাকে সঞ্জীবিত করতে সচেষ্ট: সেটা হলো শ্রমিক সংগঠনগুলির সঙ্গে এসপিডি দলের প্রথাগত মৈত্রী৷ ঘণ্টা হিসেবে কাজের কন্ট্র্যাক্ট কমাতে চান শুলৎস; কোম্পানিতে নিয়োগের ক্ষেত্রে তিনি শ্রমিক-কর্মচারীদের আরো বেশিভাবে সংশ্লিষ্ট করতে চান; এছাড়া কর্মী পরিষদের নির্বাচন যারা আয়োজন করেন, সেই সব শ্রমিক-কর্মচারীদের বরখাস্ত করা যাতে আরো কঠিন হয়ে পড়ে, তার ব্যবস্থা করতে চান৷

জার্মান শ্রমিক সংগঠন সমিতি ডিজিবি ইতিমধ্যেই শুলৎসের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে৷

এসি/ডিজি (ডিডাব্লিউ, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ