করোনা মহামারি বিশ্বের সব দেশের অর্থনীতিতেই প্রভাব ফেলেছে। সেই ধাক্কা সামলে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।
মহামারি-পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।
এডিবি বলেছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উত্পাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসায়গুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।
ঋণ বিষয়ে এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান জনব্যবস্থাপনা বিষয়ক অর্থনীতিবিদ আমিনুর রহমানের ভাষ্য, "এই ঋণ বাংলাদেশকে রাজস্ব বাড়াতে, সরকারি ব্যয় ও পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের ঋণ পেতে সাহায্য করবে।"
"এবিডির এই কর্মসূচিটি লিঙ্গ, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশনের ওপর বেশি গুরুত্ব দেয়, যার মাধ্যমে সরকারের দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সক্ষম করে।"
জেকে/এসিবি (দ্য ডেইলি স্টার)
বাজেট আয়-ব্যয়ে যে প্রভাব ফেলবে
একদিকে করমুক্ত আয়সীমা বৃদ্ধি, অন্যদিকে রিটার্ন জমায় ন্যূনতম কর দুই হাজার টাকা৷ কিছু পণ্যে শুল্ক, মূসক যেমন বেড়েছে, তেমনি কিছু ক্ষেত্রে কমেছে৷ ছবিঘরে দেখুন বাংলাদেশের নতুন বাজেটে জীবনযাত্রায় কী প্রভাব ফেলতে পারে৷
ছবি: Mortuza Rashed/DW
করমুক্ত আয়ের সীমা
ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয় তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয়েছে৷ নারী ও ৬৫ বছরের বেশি বয়সের করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা৷ প্রতিবন্ধী করদাতাদের বেড়ে হয়েছে চার লাখ ৭৫ হাজার টাকা৷ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতারা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না৷ তৃতীয় লিঙ্গের করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে৷
ছবি: Mortuza Rashed/DW
করযোগ্য আয় না থাকলেও কর
আপনার আয় সাড়ে তিন লাখের কম হলেও কর দিতে হতে পারে৷ অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, ‘‘করমুক্ত আয়সীমার নীচে রয়েছে অথচ সরকার হতে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এমন সকল করদাতাদের ন্যূনতম কর দুই হাজার টাকা করার প্রস্তাব করছি৷'' অর্থাৎ কারো কর শনাক্তকরণ নাম্বার থাকলে আয়কর বিবরণি দাখিলে তাকে অন্তত দুই হাজার টাকা গুণতে হবে৷
ছবি: DW
সম্পদের উপর কর
বর্তমানে কারো সম্পদের মূল্যমান তিন কোটি টাকার বেশি হলে তাকে সারচার্জ বা সম্পদ কর দিতে হয়৷ আগামী অর্থবছর থেকে এর ন্যূনতম সীমি চার কোটি টাকা করা হয়েছে৷ চার কোটি টাকার বেশি মূল্যের সম্পদ থাকলে আপনাকে তার ১০ শতাংশ কর দিতে হবে৷ সম্পদের মূল্য ৫০ কোটি টাকার বেশি হলে সারচার্জের পরিমাণ হবে ৩৫ শতাংশ৷
ছবি: Farjana K. GODHULY/AFP
বিদেশ থেকে স্বর্ণ আমদানি
বিদ্যমান বিধিমালা অনুযায়ী বিদেশ থেকে দেশে আসার সময় ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড শুল্ক-কর দিয়ে আমদানি করা যায়৷ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে তা কমিয়ে ১১৭ গ্রাম করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী৷ পাশাপাশি বাড়ানো হয়েছে শুল্কের পরিমাণও৷ প্রতি ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের জন্য বর্তমানে ২০০০ টাকার শুল্ক-কর পরিশোধ করতে হয়৷ এখন তা বেড়ে হবে চার হাজার টাকা৷