1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হচ্ছে ছবিমেলা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ জানুয়ারি ২০১৩

শুক্রবার শুরু হচ্ছে ছবিমেলা৷ ১৪ দিনের এই মেলায় বাংলাদেশসহ ২৪টি দেশের খ্যাতিমান আলোকচিত্রীদের ছবি প্রদর্শন করা হবে৷ থাকবে সেমিনার, কর্মশালা, আলোচনাসহ নানা আয়োজন৷ জানালেন মেলার পরিচালক ড. শহিদুল আলম৷

„The borders of the Global Village“ („Die Grenzen des globalen Dorfs“) lautet das Thema eines Vortrags des bengalischen Professors Shahidul Alam am Donnerstag, 3. Mai, auf der re:publica in Berlin. internationale Blogger-Konferenz re:publica in Berlin. Aufnahmedatum: 3. Mai 2012 Fotograf: DW/ Matthias Müller
ছবি: DW

ছবিমেলার এবারের আয়োজন বিশাল৷ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অন্তত ১১টি গ্যালারিতে প্রদর্শনী হবে৷ শুধু তাই নয়, ১০টি রিক্সা-ভ্যানে করে থাকবে ভ্রাম্যমাণ প্রদর্শনীও৷ ভ্রাম্যমাণ প্রদর্শনীর উদ্দেশ্য আলোকচিত্রীকে সাবার মাঝে ছড়িয়ে দেয়া৷ এটা যেন শুধুমাত্র কথিত ভদ্র শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে চেষ্টা করা৷ এ কথা ডয়চে ভেলেকে জানালেন ছবিমেলার পরিচালক ড. শহিদুল আলম৷

ড. শহিদুল আলম জানান, ১৯৯৫ সালে শুরু হয়ে প্রতি দু'বছর পর পর ঢাকায় এই মেলা বসেছবি: Harun Or Rashid Swapan

বাংলাদেশের আলোকচিত্র শিল্পীদের আগে দেশের বাইরে তাঁদের কাজ দেখানোর সুযোগ ছিল কম৷ তাই ছবিমেলা বিশ্বকে বাংলাদেশের কাছে নিয়ে এসেছে৷ এখানে শুধু প্রদর্শনী নয়, বিশ্ব বরেণ্য আলোকচিত্রীরা ছবি নিয়ে আলোচনা করবেন, কাজ দেখবেন, দেখাবেন৷ অর্থাৎ বাংলাদেশের আলোকচিত্রীরাও বিশ্বের আলোকচিত্র শিল্পীদের তাঁদের কাজ দেখানোর সুযোগ পাবেন৷ আর পাবেন পরামর্শ৷ সব মিলিয়ে ছবিমেলার ১৪ দিনের আয়োজন হবে বহুমাত্রিক৷

ড. শহিদুল আলম জানান, ১৯৯৫ সালে শুরু হয়ে প্রতি দু'বছর পর পর ঢাকায় এই মেলা বসে৷ আর বাংলাদেশের অনুসরণে এখন আরো অনেক দেশে ছবিমেলা হচ্ছে৷ ফেব্রুয়ারি মাসে লন্ডনে এ রকম আরো একটি মেলা বসবে ছবিমেলার উদ্যোগেই৷

BM/240113/Bericht Dhaka - MP3-Mono

This browser does not support the audio element.

ছবিমেলার প্রাণ পুরুষ ড. শহীদুল আলম৷ তবে নিজের কৃতিত্ব নিতে চান না এই বিনয়ী মানুষটি৷ তাঁর কথা, সবার চেষ্টাতেই এই অর্জন৷ বাংলাদেশের প্রখ্যাত ফটোসাংবাদিক এবং ডয়চে ভেলের সেরা ব্লগ পুরস্কার ‘দ্য ববস'-এর বাংলা ভাষার বিচারক জানান, ছবিকে তিনি শুধু ছবি হিসেবে দেখেন না৷ দেখেন সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে, দেখেন প্রতিবাদের ভাষা হিসবে৷ এবারের ছবিমেলার মূলভাবও তারই প্রমাণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ