1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইলা

১৫ মার্চ ২০১২

ঢাকায় শুরু হয়েছে জনপ্রতিনিধিদের নিয়ে তিনদিনের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন৷ এ সম্মেলনে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৮টি দেশের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন৷ সম্মেলনে জলবায়ু নিয়ে সংসদ সদস্যদের একটি গ্রুপ গঠনের সম্ভাবনা আছে৷

ছবি: picture-alliance/dpa

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে ঘুর্ণিঝড় এবং আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন এবং জলাবদ্ধতা দূর করতে দুই কোটি ইউরো দেবে৷ দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থার ইউনিট প্রধান এসকো কেন্ট্রাস্কিনস্কির নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে এই সহায়তার প্রতিশ্রতি দিয়েছেন৷ এই সহায়তা উপকূলীয় এলাকায় প্রতিরক্ষা বাধ নির্মাণ এবং উন্নয়নে ব্যয় হবে৷ জলবায়ু পরিবর্তনের কারণে এখন উপকূলীয় এলাকা নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার৷ সিডর'এর পর ইউরোপীয় ইউনিয়ন ৪ কোটি ইউরো দিয়েছিল৷

আর বুধবার ঢাকায় জলবায়ু সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, এই জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী সেই উন্নতদেশগুলোর জলবায়ু তহবিলে প্রতিশ্রুত অর্থ দেয়ার আগ্রহ কম৷ তারা উন্নয়ন সহায়তা এবং জলবায়ু সহায়তা এক করে দেখছেন৷ এটা ঠিক নয়৷ তিনি বলেন, বাইরের সহায়তা তেমন না পেলেও সরকার জলবায়ুর প্রভাব মোকাবেলায় কাজ করছে৷ গ্রহণ করছে নানা প্রকল্প৷

এই সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর৷ তিনি জলবাযুর প্রভাব মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্ব দিয়েছেন৷

এদিকে, এই সম্মেলনের আয়োজকদের মধ্যে রয়েছে বাংলাদেশের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ৷ গ্রুপের মহাসচিব শিশির শীল ডয়চে ভেলেকে জানান, জলবায়ু ইস্যুতে জনপ্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত করে কাজ করার জন্যই এই সম্মেলন৷

আগামী শুক্রবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে তিনদিনের এই সম্মেলন শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ