1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

"বাংলাদেশকে মারতে গিয়ে আমরা মরে যাচ্ছি”

৬ এপ্রিল ২০২১

দর্শক লিখেছেন, "তিস্তার বাঁধ দুই দেশের মানুষেরই ক্ষতির কারণ তা বিশ্লেষণধর্মী চমৎকার ভিডিও প্রতিবেদনে স্পষ্ট৷ তিস্তা নিয়ে কিছু রাজনৈতিক নেতা অযথা জল ঘোলা করছে৷”

ছবি: Prabhakarmani Tewari/DW

দর্শক সারোয়ার হোসেন ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, "চমৎকার একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন৷ তিস্তার অতিরিক্ত বাঁধ দুই দেশের মানুষেরই ক্ষতির কারণ তা প্রতিবেদনে স্পষ্ট ৷ তিস্তা নিয়ে কিছু রাজনৈতিক নেতা অযথা জল ঘোলা করছে, আশাকরি ভারতবাসী তা  বুঝতে পারবে ৷”

ভিডিওতে ভারতের পরিবেশবিদ তার মতামত জানাতে গিয়ে বলেন, বাংলাদেশকে মারতে গিয়ে আমরা মরে যাচ্ছি' ৷ পাঠক জাকির আল ফারুকী পরিবেশবিদের একথার জের ধরে লিখেছেন, "তিনি ভালো বলেছেন, ' বাংলাদেশকে মারতে গিয়ে আমরা মরে যাচ্ছি' মোদি, আর এস এস আর বিজেপি কবে বুঝবে? ফারাক্কা, তিস্তা, গাজলডোবা বাংলাদেশকে মারার কল, তবে সেই কলে এখন তারাও মরছে৷”

"বাংলাদেশ চীনের বাঁধ নির্মাণ প্রস্তাব গ্রহণ করলে ক্ষতি হবে লক্ষ লক্ষ ভারতবাসীর৷ তাই এখনই মমতা পিসি মাথায় সুবুদ্ধি আসা উচিত৷” তিস্তা নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও দেখে দর্শক তন্ময় চক্রবর্তী এই মন্তব্য করেছেন৷

"খুব সুন্দর প্রতিবেদন৷ অনেক গুরুত্বপূর্ণ  টপিক নিয়ে রুট লেভেল থেকে আলোচনা করার জন্য ধন্যবাদ ৷” ফেসবুক পাতায় এই মন্তব্য মো. আবদুল কাইয়ুমের৷

দর্শক স্বপন মনে করেন ভিডিও প্রতিবেদনটি থেকে অনেক কিছু জানার এবং শেখার আছে! তার বিশ্বাস, প্রকৃতিকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত, এর গতি রোধ করলে ধ্বংস অনিবার্য৷ তিনি লিখেছেন,  "চমৎকার বিশ্লেষণ! মৌমাছিকে কৌশলে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে তারপর মধু সংগ্রহ করতে হয়, এতে বার বার সুফল পাওয়া যায়৷ ওদের জ্বালিয়ে, পুড়িয়ে, মেরে ফেলে নয়! ”

ভিডিও প্রতিবেদনটির প্রকাশের জন্য ইতিবাচক মন্তব্য করে ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন দর্শক হাবিবুল্লাহ সুসম, শিবলু রহমান, সোহানুর রহমান সোহাগ, রুহুল আজিজ চৌধুরী, তাজুল, শাকিল পাটোয়ারী, সুবেল আহমেদ, এইচএম মিলনসহ অনেকেই৷

আর মো.ইয়ারুল ইসলামের পরামর্শ  উভয় দেশের সরকার সম্মিলিত হয়ে ভালো একটা মহাপরিকল্পনা গ্রহণ করলে উভয় দেশের মানুষই লাভবান হতে পারে৷ আর  সাধারণ মানুষ তা আশাও করেন৷ মো. কাদিরের ধারণা তিস্তার পানি নিয়ে ভারত যতটা না সাম্প্রদায়িক, তারচেয়ে বেশি সাম্প্রদায়িক মমতা ব্যানার্জি৷

অবশ্য বাংলাদেশের সীমানায় চীনের সহায়তায় যে তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে তার দ্রুত বাস্তবায়ন চান মর্তুজা চৌধুরী ৷ "রিপোর্টটি দেখে আমরা এখন অন্তত এটা জানি যে তিস্তা ব্যারেজের কারণে ভারতীয়রাও ক্ষতিগ্রস্থ হচ্ছে৷” মন্তব্যটি ডয়চে ভেলের পাঠক  দেলোয়ার হোসেনের৷

এদিকে দর্শক শাহ পরান মনে করেন, রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ তিস্তা সমস্যাটি এখনও সমাধান হয়নি ৷ ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চললেও মোটেও তা কার্যকর হচ্ছে না ৷ জনগণের সুবিধার কথা বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব উভয় দেশের সরকারের উচিত সমস্যাটি সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া৷

সবশেষে আশরাফুল ইসলাম পায়েল বলছেন, " তিস্তার পানিই হয়ত ভারত, বাংলাদেশের বন্ধু অথবা শত্রুর শেষ সীমানা দেখাবে৷”

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ