1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে হারিয়ে জয়াবিক্রমার বিশ্বরেকর্ড

৩ মে ২০২১

পঞ্চম দিনের সকালেই বাংলাদেশকে গুঁড়িয়ে দিলেন স্পিনার জয়াবিক্রমা ৷ এভাবে শ্রীলঙ্কার ২০৯ রানের জয় নিশ্চিত করে টেস্ট অভিষেকে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি৷

ছবি: Sameera Peiris/AP/picture alliance

পাল্লেকেলেতে সোমবার ৫ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ৷ জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ছিল ২৬০ রান৷ কিন্তু বাঁ হাতি স্পিনার জয়াবিক্রমা সেই লক্ষ্যের ধারেকাছেও যেতে দেননি মুমিনুলদের৷

দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রানে ১১ উইকেট নেন তিনি। এই প্রথম শ্রীলঙ্কার কোনো বোলার অভিষেক টেস্টে ১০ উইকেট পেলেন।

টেস্ট ইতিহাসে অভিষেকে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল চার জনের। তার মধ্যে বাঁহাতি স্পিনার নেই একজনও।

এতদিন অভিষেকে কোনো বাঁহাতি স্পিনারের সেরা বোলিং রেকর্ড ছিল অ্যালফ ভ্যালেন্টাইনের। ১৯৫০ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন ২০৪ রানে। ৭১ বছর ধরে অক্ষত থাকা  ক্যারিবিয়ান স্পিনারের সেই রেকর্ড ভেঙে দিলেন জয়াবিক্রমা।

পাল্লেকেলেতে ২২ বছর বয়সি এই স্পিনার প্রথম ইনিংসে ৯২ রানে ৬ উইকেট নিয়ে অভিষেকে শ্রীলঙ্কার হয়ে ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছিলেন। আগের সেরা ছিল উপুল চন্দনার৷ ১৯৯৯ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে জয়াবিক্রমা নেন ৫ উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৯৩/৭ (ডি.)

বাংলাদেশ ১ম ইনিংস২৫১

শ্রীলঙ্কা ২য় ইনিংস১৯৪/৯ (ডি.)

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭, আগের দিন ১৭৭/৫) ৭১ ওভারে ২২৭ (লিটন ১৭, মিরাজ ৩৯, তাইজুল ২, তাসকিন ৭, শরিফুল ০*, আবু জায়েদ ০; লাকমল ৪-২-১৪-০, মেন্ডিস ২৮-২-১০৩-৪, জয়াবিক্রমা ৩২-১০-৮৬-৫, ধনাঞ্জয়া ৭-১-১৯-১)

 

ফল: শ্রীলঙ্কা ২০৯ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: প্রাভিন জয়াবিক্রমা

ম্যান অব দা সিরিজদিমুথ করুনারত্নে

 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ