বেনজীর আহমেদকে পুলিশের মহা-পরিদর্শকের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ সরকার৷ অন্যদিকে সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে৷
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বুধবার এই আদেশ জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
২০১৫ সাল থেকে বেনজীর আহমেদ র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন৷ এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন৷ ১৯৮৮ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন৷ বর্তমানে পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর বেনজীর৷
অন্যদিকে র্যাবের শীর্ষপদে তার উত্তরসূরি হচ্ছেন অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন৷ দুইজনেরই নতুন দায়িত্বের মেয়াদ শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে৷
এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
লকডাউন মানাতে দেশে দেশে পুলিশের তৎপরতা
অসচেতনতা এবং ধর্মীয় গোঁড়ামির কারণে বিশ্বের অনেক দেশেই কিছু মানুষ বাইরে ঘোরাফেরা করে সবার জীবনকে ঝুঁকিপূর্ণ করছেন। তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে পুলিশ। দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/P. Ravikumar
মোগাদিসু, সোমালিয়া
আফ্রিকার দেশ সোমালিয়ার কিছু মানুষ এখনো করোনা ভাইরাসের বিপদটা ঠিক বুঝতে পারছেন না। লকডাউন না মেনে তাই অনেকে আনন্দে মেতেছিলেন রাজধানী মোগাদিসুর লিডো সৈকতে। তাদের অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে ঘরে পাঠায় পুলিশ।
ছবি: Reuters/F. Omar
জেরুসালেম
জেরুসালেমে কট্টর ইহুদিরাও লকডাউন মানতে চাননি। তাদের বিরুদ্ধেও কঠোর হতে হয়েছে পুলিশকে।
ছবি: Reuters/R. Zvulun
ব্রাইটন, ব্রিটেন
বৃটেনের ব্রাইটন শহরে লকডাউন না মানা একজনকে বুঝিয়ে ঘরে পাঠাচ্ছে পুলিশ।
ছবি: Reuters/P. Cziborra
গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটির কিছু মানুষ আরো বেপরোয়া। কারফিউ অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তারা। হাতকড়া পরিয়ে কারাগারে পাঠানো হয় তাদের।
ছবি: Reuters/L. Echeverria
লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাসের কাছে পরাশক্তি যুক্তরাষ্ট্রও বড় অসহায়। মৃত্যুর মিছিল নেমেছে সে দেশে। তারপরও টনক নড়েনি অনেকের। নিজের প্রতি, দেশের প্রতি দুর্যোগের সময়ও দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ কিছু মানুষকে তিরস্কার করছে লসএঞ্জেলেসের পুলিশ।
ছবি: Reuters/K. Grillot
চেন্নাই, ভারত
ভারতের কিছু শহরে লকডাউন না মানা মানুষদের প্রতি পুলিশের আচরণ খুব নির্মম মনে হয়েছে অনেকের কাছে। ছবিতে চেন্নাইয়ের কিছু মানুষকে কান ধরে ওঠবস করাচ্ছে পুলিশ।
ছবি: Reuters/P. Ravikumar
কাঠমান্ডু, নেপাল
নেপালের রাজধানীতেও কিছু মানুষ লকডাউন মানতে নারাজ। করোনা ভাইরাসের কবল থেকে বাঁচতে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই তাদের একজনকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
ছবি: Reuters/N. Chitrakar
আহমেদাবাদ, ভারত
আহমেদাবাদে শুধু পুলিশ দিয়ে কাজ হয়নি। তাই অসচেতন মানুষদের নিয়ম মানতে বাধ্য করার কাজে নেমেছে বিশেষ বাহিনী।
ছবি: Reuters/A. Dave
মস্কো, রাশিয়া
করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ এড়াতে রাজধানী মস্কোয় আংশিক লকডাউন ঘোষণা করেছিল রুশ সরকার। রেড স্কয়ারে সে আদেশ অমান্য করা দুই পথচারীর মুখোমুখি এক পুলিশ কর্মকর্তা।
ছবি: Reuters/M. Shemetov
ব্যাংকক, থাইল্যান্ড
থাইল্যান্ডের রাজধানীতেও সাধারণ মানুষকে ঘরে রাখতে বিশেষ উদ্যোগ নিতে হয়। এক মোটর সাইকেল আরোহীকে লকডাউনের সময়ে যাবতীয় করণীয় বুঝিয়ে দিচ্ছে পুলিশ।
ছবি: Reuters/J. Silva
রিও ডি জেনেইরো, ব্রাজিল
ব্রাজিলের কিছু মানুষ করোনা ভাইরাসকে পাত্তা না দিয়ে সূর্যস্নান করছিল। এই দুর্যোগের সময় ঘরে স্নান করার উপকারিতা বোঝাচ্ছে পুলিশ!
ছবি: Reuters/L. Landau
কেপটাউন, সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকায় সাধারণ মানুষকে লকডাউন মানাতে একসঙ্গে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।
ছবি: Reuters/M. Hutchings
ঢাকা, বাংলাদেশ
ঢাকার রাস্তায় এক ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছে পুলিশ৷