1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশসহ এশিয়ায় দারিদ্র্য বাড়বে

১২ জুন ২০২০

করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি৷ কমে গেছে মানুষের আয়৷ এর ফলে বিশ্বজুড়ে দারিদ্র্য সীমার নীচে বাস করা মানুষের সংখ্যা একশ কোটি ছাড়িয়ে যাবে৷

Bangladesch Dhaka Verteilung von Hilfsgütern
ছবি: DW/Harun Ur Rashid Swapan

বিশেষ করে মধ্যআয়ের দেশগুলোতে দরিদ্র মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বাড়বে বলে জানিয়েছেন কিংস কলেজ লন্ডন ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটির গবেষকরা৷

ওই গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ফিলিপাইন্সসহ এশিয়ার দেশগুলোর কথাও বলা হয়েছে৷ করোনা ভাইরাস মহামারির বিস্তার রোধে লকডাউন ঘোষণা করায় এসব দেশের অর্থনীতিতে যে স্থবিরতা দেখা দিয়েছে তার ধাক্কা কাটিয়ে উঠা সহজ হবে না বলেই মত গবেষকদের৷

গবেষকদের একজন কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ের অধ্যাপক অ্যান্ডি সামনার বলেন, ‘‘উন্নয়শীল দেশগুলোতে এই মহামারি দ্রুত অর্থনৈতিক সংকটে পরিণত হবে৷’’

মধ্যআয়ের দেশগুলোতে কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার সামান্য উপরে বাস করেন৷ কোভিড-১৯ মহামারির কারণে তাদের আয় হ্রাস পাবে৷ মহামারি একটি দেশের অর্থনীতিকে যে ঝাঁকুনি দেয় তাতে এই মানুষদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি অনিশ্চিত হয়ে পড়ে৷

কোভিড-১৯ মহামারির কারণে চরম দারিদ্র্য সীমার নীচে বাস করা মানুষের সংখ্যাও বেড়ে যাবে বলে আশঙ্কা গবেষকদের৷ বিশ্বে এখন প্রায় ৭০ কোটি মানুষ চরম দারিদ্র সীমার নীচে বসবাস করে৷ এ সংখ্যা বেড়ে একশ কোটির বেশি হবে৷

সামনার বলেন, ‘‘এখনই ব্যবস্থা না নিলে বিশ্বে দারিদ্র্য হ্রাসের প্রক্রিয়া ২০, এমনকি ৩০ বছর পিছিয়ে যাবে৷’’

গবেষকরা এই সংকট মোকাবেলায় দ্রুত বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান৷

কিন্তু আপাতত বিশ্বনেতাদের এগিয়ে আসার লক্ষণ তেমন দেখা যাচ্ছে না৷ ক্যাম্প ডেভিড এ ১০ থেকে ১২ জুন ‘গ্রুপ অব সেভেন’ (জি-৭) নেতাদের যে সম্মেলন হওয়ার কথা ছিল তা যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনাগ্রহের কারণে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে৷

গ্রুপের বাকি দেশগুলো রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারত৷ সেপ্টেম্বরে সম্মেলন হলেও মহামারি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা কতটা এগুবে তা নিয়ে সন্দেহ আছে৷

এসএনএল/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ